বিদ্যালয়ের শেষ দিনে মনের অবস্থা জানিয়ে বন্ধুকে চিঠি

History 📡 Page Views
Published
16-Jan-2021 | 04:45:00 PM
Total View
3.4K+
Last Updated
10-May-2021 | 06:10:24 AM
Today View
0
বিদ্যালয়ের শেষ দিনে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধুকে পত্র লেখো। 

বা, তোমার বিদ্যালয় জীবনের শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে প্রবাসী বন্ধুকে একখানা পত্র লেখো। 


১৫২, তেজকুনিপাড়া, তেজগাঁও
ঢাকা ১২১৫

২৩শে নভেম্বর, ২০২০

সুপ্রিয় রুদ্র,
তোমার প্রতি ভালোবাসা ও শুভ কামনা রইল, আশা করি স্রষ্টার পরম কৃপায় ভালো আছ। তুমি জেনে খুশি হবে যে, আসন্ন এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য টেস্ট পরীক্ষায় আমি কৃতিত্বের সাথে নির্বাচিত হয়েছি। 

আজকের এ খুশির সংবাদের পাশাপাশি বিষাদের দারুণ প্রদাহে আমি ভীষণভাবে বিষণ্ণ। কারণ আজ অপরাহ্ণে আমি আমার দীর্ঘ পাঁচটি বছরের প্রতি পরিচিত বিদ্যাপীট থেকে মায়ার বাঁধন ছিন্ন করে নতুন বৃহত্তর জীবনে উত্তরণের প্রত্যাশায় বিদায় নিয়ে চলে এসেছি। গত দীর্ঘ পাঁচটা বছরে বিদ্যালয়ের সঙ্গে আমার ধীরে ধীরে এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, অগণিত ছাত্র ও সুন্দর পরিবেশের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল। বিদায়বেলায় সব হারানোর এক অব্যক্ত ব্যথায় আমার হৃদয় হাহাকার করে উঠেছিল। ভাবগম্ভীর বিদায় অনুষ্ঠানে নিঃশব্দে আমার কপোল বেয়ে গড়িয়ে পড়েছিল দু ফোঁটা অশ্রু। অশ্রুসজল চোখে শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় তাঁরা পরম স্নেহে আমাকে সান্ত্বনা দিলেন। তাঁদের অমূল্য উপদেশ আর দোয়া নিয়ে বাসায় ফিরলাম। আমার আজকের মনের অবস্থা তোমাকে বোঝাতে পারব না। 

তোমার আব্বা-আম্মাকে আমার সালাম এবং ছোটদের প্রীতি ও শুভাশিস দিও। তোমার সাফল্যময় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আজ আর নয়। 

ইতি-
তোমার ভালোবাসামুগ্ধ
ধ্রুব

* [ এখানে খাম আঁকতে হবে। প্রবাসী বন্ধুর কাছে চিঠি লেখা হলে খামের উপরে বিদেশি ঠিকানা লিখতে হবে। ]
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)