মার্চের দিনগুলি

সংবাদপত্র পাঠের গুরুত্ব বর্ণনা করে পত্র

নিয়মিত সংবাদপত্র পাঠের গুরুত্ব বর্ণনা করে ছোট ভাইকে একটি পত্র লেখো। 


গড়পাড়া, মেহেরপুর
১লা মার্চ, ২০২০

প্রিয় তুষার,
প্রথমেই ভালোবাসা নিও। আশা করি ভালো আছ। গত সপ্তাহে তোমার চিঠিতে জানতে পারলাম তোমার পরীক্ষার ফল বের হয়েছে এবং তুমি পরীক্ষায় প্রথম হয়েছ। আমি জানি তুমি একজন মেধাবী ছাত্র এবং ভবিষ্যতেও খুব ভালো ফল করতে চাও। কিন্তু শুধু বই পড়েই ভালো ছাত্র হওয়া যায় না। বর্তমান ও অতীত সম্পর্কে তোমাকে যথাযথ জ্ঞান রাখতে হবে। আর এজন্যে নিয়মিত দৈনিক সংবাদপত্র পড়ার কোনো বিকল্প নেই। আধুনিক বিশ্বকে নতুনভাবে জানা ও পৃথিবীর বিভিন্ন প্রান্তের অজানা খবর সম্পর্কে অবহিত থাকা বর্তমান ছাত্রজীবনের অত্যাবশ্যকীয় দায়িত্ব। দেশ ও বিশ্বের রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা ও সাহিত্য সম্পর্কে তুমি সংবাদপত্রের মাধ্যমে জানতে পারবে। সংবাদপত্র পাঠের মাধ্যমে একজন মানুষ যেমন সচেতন হয় তেমনি সংস্কৃতিমনাও হয়ে ওঠে। অতএব তুমি নিয়মিত সংবাদপত্র পাঠ করে অজানাকে জানার এক অদম্য আগ্রহ গড়ে তোলো, যা তোমাকে আরও মেধাবী হতে সাহায্য করবে। শরীরের যত্ন নিও। 

ইতি-
তোমার বড় ভাই
তুহিন


2 Comments

Post a Comment
Previous Post Next Post