মার্চের দিনগুলি

সাধারণ জ্ঞান : মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র 

ইতালির নাবিক ‘কলম্বাস’ আমেরিকা আবিস্কার করেন কত সালে? – ১৪৯২ সালে।

আমেরিকা স্বাধীনতা লাভ করে কবে? – ৪ জুলাই ১৭৭৬।

আমেরিকা মহাদেশের নামকরণ করেন কে? – আমেরিগো ভেশপুচি (১৪৯৭ সালে)।

যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা চুক্তিটি কী নামে পরিচিত? – প্রথম ভার্সাই চুক্তি (১৭৮০ সালে)।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক ও প্রথম প্রেসিডেন্ট কে? – জর্জ ওয়াশিংটন।

আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে? – ব্রিটেনের নিকট হতে।

আমেরিকা কোন চুক্তির মাধ্যমে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে? – ১৭৮০ সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে।

আমেরিকার কোন প্রেসিডেন্ট ক্রীতদাস প্রথা বিলোপ করেন? – আব্রাহাম লিংকন, ১৮৬৩ সালে।

৫০ তারকা বিশিষ্ট যুক্তরাষ্ট্রের পতাকা কবে, কোথায় প্রথম উত্তোলন করা হয়েছিল? – ৪ জুলাই, ১৯৬০ সালে। ব্যাল্টিমোরের ম্যাক হেনরি জাতীয় মনুমেন্টে।

যুক্তরাষ্ট্রের পতাকায় ৫০ তম তারকা কোন রাজ্যের জন্য সংযোজিত হয়? – হাওয়াই (৪৯ তম তারকা রাজ্য আলাস্কা)।

ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ হয় কত সালে? – ১৯৮২ সালে।

মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশে কোন স্থায়ী সেনাবাহিনী নেই? – কোস্টারিকা।

প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন কে? – উড্রো উইলসন (২৮তম প্রেসিডেন্ট)।

পানামা খাল খনন করা হয় কখন? – ১৯১৪ সালে।

যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের সিনেটর কত জন? – ২ জন। (২ বছরের জন্য নির্বাচিত হন)।

যুক্তরাষ্ট্রে মোট ইলেকট্রোরাল ভোটের সংখ্যা কতটি? – ৫৩৮টি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে মোট কতটি ইলেকট্রোরাল ভোটের প্রয়োজন? – ২৭০টি।

‘ইলেকট্রোরাল কলেজ’ কী? – যুক্তরাষ্ট্রের একটি নির্বাচকমণ্ডলী।

‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে মোট কতটি ইলেকট্রোরাল ভোটের প্রয়োজন? – ২৭০টি।

‘ইলেকটোরাল কলেজ’ কী? – যুক্তরাষ্ট্রের একটি নির্বাচকমণ্ডলী।

‘যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভস’-এর সংখ্যা কত? – ৪৩৫টি।

কোন মার্কিন প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউসে বসবাস করেনি? – জর্জ ওয়াশিংটন।

১৯৬৭ সালে যুক্তরাষ্ট্র আলাস্কা উপনিবেশটি কার নিকট ক্রয় করেছিল? – রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।

উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে যুক্ত করেছে কোন যোজক বা প্রণালী? – পানামা যোজক।

বিখ্যাত স্থান বেভারলি হিল (Beverly Hill) কোন দেশে? – যুক্তরাষ্ট্রে।

‘হাওয়াই দ্বীপপুঞ্জ’ কার অধীনে রয়েছে? – মার্কিন যুক্তরাষ্ট্র (বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য)।

দক্ষিণ ভিয়েতনামের সীমান্তে নির্মিত ইলেক্ট্রিক বেস্টনী ‘ম্যাকনামারা লাইন’ নির্মাণ করে কোন দেশ? – মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় কোন দেশ? – ফ্রান্স (১৮৮৬ সালে)।

হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট কে? – জন এডামস।

হোয়াইট হাউজের স্থপতি কে? – আইরিশ স্থপতি জেমস হোবান।

‘ফেয়ার ফ্যাক্স’ কী? – মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা।

আব্রাহম লিংকন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? – ১৬তম (১৯৬১)।

আব্রাহম লিংকন আততায়ীর গুলিতে নিহত হন কত সালে? – ১৫ এপ্রিল ১৮৬৫।

যুক্তরাষ্ট্রের পতিরক্ষা বিভাগের সদর দফতর কোনটি? – পেন্টাগন (ওয়াশিংটন)।

বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন কোনটি? – পেন্টাগন।

NASA কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৯৫৮ সালে। দফতর – কেপ কেনেডিতে।

কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আততায়ীর গুলিতে প্রাণ হারায় কবে? – ১৯৬৮ সালে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? – রুজভেল্ট ও ট্রুম্যান।

আমেরিকার বিখ্যাত মূর্তি স্ট্যাচু অব লিবার্টির স্থপতি কে? – ফ্রেদারিক অগাস্তে বার্মেওয়ালদি।

যুক্তরাষ্ট্রের মহিলারা ভোটাধিকার পান কত সালে? – ১৯২০ সালে।

যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে ছিলেন? – জন এফ কেনেডি। (১৯৫৭ সালে)।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে একমাত্র ডক্টরেট ডিগ্রী লাভ করেন? – উড্রো উইলসন (২৮তম প্রেসিডেন্ট)।

যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট পুলিৎজার পুরস্কার লাভ করেন? – জন এফ কেনেডি (৩৫তম প্রেসিডেন্ট)।

যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট হলিউডের অভিনেতা ছিলেন? – রোনাল্ড রিগ্যান (৪০তম প্রেসিডেন্ট)।

সাংবিধানিক নিয়মানুসারে যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – প্রতি চার বছর পর নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার।

যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কতটি? – ৫১টি (এর মধ্যে একটি ডিসট্রিক্ট অব কলম্বিয়া)।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে এ পর্যন্ত কতজন শান্তিতে নোবেল পুরস্কার পান? – ৫জন। (১) থিওডোর রুজভেল্ট (১৯০৬ সালে), (২) ডড্রো উইলসন (১৯১৮ সালে), (৩) জিমি কার্টার (২০০২ সালে) ও (৪) বারাক ওবামা (২০০৯)।

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান কে? – থিওডোর রুজভেল্ট (১৯০৬ সালে)।

২০০২ সালে শান্তিতে নোবেল বিজয়ী জিমি কার্টার যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? – ৩৯তম [জিমি কার্টার ছাড়া বাকী ২ জন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে নোবেল পুরস্কার পান।]

যুক্তরাষ্ট্রের ৫১টি অঙ্গরাজ্যে মোট সিনেট এর আসন সংখ্যা কত? – ১০০ (প্রতি রাজ্যে ২টি করে)।

ফ্লোরিডা রাজ্যে ইলেকট্রোরাল কলেজের সংখ্যা কত? – ২৫।

ইলেকটোরাল কলেজের সদস্যরা কাকে কাকে নির্বাচিত করেন? – প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ৩ মেয়াদকালের জন্য (১২ বছর) ক্ষমতায় ছিলেন? – ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (১৯৩৩-১৯৪৫ সাল পর্যন্ত)।

মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কতটি তারকা থাকে? – ৫০টি।

মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কতটি ডোরা থাকে? – ১৩টি।

প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কতটি রাজ্য নিয়ে গঠিত হয়েছে? – ১৩টি।

মার্কিন রাষ্ট্রপতির ‘মনরো ডকট্রিন’ কবে ঘোষিত হয়? – ১৮২৩ সালে।

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পরমানু চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ২১ অক্টোবর ১৯৯৪ সাল।

‘মে’ দিবসের সূচনা হয় যুক্তরাষ্ট্রের কোন শহর থেকে? – শিকাগো শহর থেকে।

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? – ৪৪তম। (ব্যক্তি হিসাবে ৪৩তম)

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গরা কত সালে ভোটাধিকার পায়? – ১৯৫৭ সালে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে (২৩২ বছরের) প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? – বারাক হুসাইন ওবামা। ডেমোক্রেটিক পার্টি থেকে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আফ্রো-আমেরিকান বংশোদ্ভুত প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? – বারাক ওবামা। কেনিয়া বংশোদ্ভুত।

যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে কবে শপথ গ্রহণ করেন? – ২১ জানুয়ারি, ২০১৩ সাল। ইলিনয় রাজ্য থেকে সিনেটর নির্বাচিত হন।

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মস্থান কোথায়? – হাওয়াই দ্বীপপুঞ্জের হনলুলুতে।

২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ভাইস প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পান? – আল গোর।

যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? – মেডেলিন অলব্রাইট (২য় কন্ডোলিসা রাইস, ৩য় হিলারী ক্লিনটন)।

সম্প্রতি ওয়াশিংটনে প্রকাশিত এক জরিপে কাকে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে? – জন আব্রাহাম লিংকনকে (১৬তম প্রেসিডেন্ট)

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্থানে বিশ্বের সর্বোচ্চ যে ভবন নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে তার নাম কী? – ফ্রিডম হাউস (উচ্চতা ১৭৭৬ ফুট, স্থপতি – মাইকেল অ্যারাডে।)

যুক্তরাষ্ট্রে ‘প্যাট্রিয়ট ডে’ ঘোষণা করেছে কোন তারিখকে? – ১১ সেপ্টেম্বর।

যুক্তরাষ্ট্রে সর্বশেষ গঠিত মন্ত্রণালয় কোনটি? – Homeland and Security Ministry (২২ জানুয়ারি ২০০৩ সালে গঠিত)।

যুক্তরাষ্ট্রের উপনিবেশ ও অধিকৃত অঞ্চল

আমেরিকান সামোয়া – প্রশান্ত মহাসারে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ।

গুয়াম – প্রশান্ত মহাসারে অবস্থিত।

পুর্টোরিকো – ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ।

ভার্জিন দ্বীপপুঞ্জ – ক্যারিবিয়ান সাগরে অবস্থিত।

ম্যারিয়ানা দ্বীপপুঞ্জ – উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

বেলাউ বা পালাউ – প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপপুঞ্জ।

বাকার, হাউল্যান্ড ও জারভিস দ্বীপপুঞ্জ – প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের কতগুলো দ্বীপ।

জনস্টন অ্যাটল – হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমে অবস্থিত চারটি ক্ষুদ্র দ্বীপ।

ক্রিংম্যান রীপ – হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ।

মিডওয়ে দ্বীপপুঞ্জ – হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর পশ্চিমে অবস্থিত কয়েকটি ক্ষুদ্র দ্বীপ।

পালমিরা – হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ।

ওয়াক দ্বীপপুঞ্জ – হাওয়াই দ্বীপপুঞ্জের গুয়াম দ্বীপ ও মিডওয়ে দ্বীপের মাঝখানে।
Post a Comment (0)
Previous Post Next Post