পিথাগোরাসের উপপাদ্য : একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান।

একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান।


পিথাগোরাসের উপপাদ্য

বিশেষ নির্বচন : মনে করি, $ABC$ একটি সমকোণী ত্রিভুজ এর $\angle C$ $=$ এক সমকোণ। সুতরাং $AB$ অতিভুজ। প্রমাণ করতে হবে যে, $AB$ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র $=$ $AC$ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র $+$ $BC$ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অর্থাৎ, $AB^2=AC^2+BC^2$


অঙ্কন : $AB$, $AC$ এবং $BC$ বাহুর উপর যথাক্রমে $ABED$, $ACGF$ এবং $BCHK$ বর্গক্ষেত্রদ্বয় অঙ্কন করি। $C$ বিন্দু দিয়ে $AD$ বা, $BE$ রেখার সমান্তরাল $CL$ রেখা আঁকি।

মনে করি, তা $AB$ কে $M$ বিন্দুতে এবং $DE$ কে $L$ বিন্দুতে ছেদ করে।

$C$ ও $D$ এবং $B$ ও $F$ যোগ করি


প্রমাণ : $\angle BAD = \angle CAF$ [প্রত্যেকেই এক সমকোণ]

এখন উভয় পক্ষে $\angle BAC$ যোগ করি।

তাহলে, $\angle BAD+\angle BAC=\angle CAF + \angle BAC$

$\therefore \angle CAD=\angle BAF$ .....($i$)


এখন, $\triangle CAD$ এবং $\triangle BAF$ এ,

$CA=AF$ [$\because$ অঙ্কন অনুসারে $ACFG$ বর্গক্ষেত্র তাই এর প্রত্যেক বাহু সমান]

$AD=AB$ [$\because$ অঙ্কন অনুসারে $ABDE$ বর্গক্ষেত্র তাই এর প্রত্যেক বাহু সমান]

এবং অন্তর্ভুক্ত $\angle CAD=$অন্তর্ভুক্ত $\angle BAF$ [($i$) অনুসারে]

$\therefore \triangle CAD \cong \triangle BAF$ .....($ii$)

Click to see note

যদি দুইটি ত্রিভুজের মধ্যে পরস্পর দুইটি বাহু ও উক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণদ্বয় সমান হয়, তবে ত্রিভুজদ্বয় সর্বসম।


যেহেতু $\angle ACB$ এবং $\angle ACG$ এর প্রত্যেকে এক সমকোণ।

$\therefore BCG$ একই সরলরেখা


এখন যেহেতু $\triangle CAD$ এবং আয়তক্ষেত্র $ADLM$ একই ভূমি $AD$ এর উপর এবং $AD$ ও $CL$ সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত, সেহেতু

আয়তক্ষেত্র $ADLM=2(\triangle CAD)$ .....($iii$)

Click to see note

এখানে,
আয়তক্ষত্র $ADLM=$ভূমি$\times$উচ্চতা


এবং
$\triangle CAD$$=$$\frac12$$\times$ভূমি$\times$উচ্চতা

$\therefore 2\triangle CAD$$=$ভূমি$\times$উচ্চতা


উভয় ক্ষেত্রেই মান যেহেতু (ভূমি$\times$উচ্চতা)
তাই, আয়তক্ষেত্র $ADLM=2(\triangle CAD)$


আবার, যেহেতু $\triangle BAF$ এবং বর্গক্ষেত্র $ACGF$ একই ভূমি $AF$ এর উপর এবং $AF$ ও $BG$ সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত, সেহেতু

বর্গক্ষেত্র $ACGF=2(\triangle BAF)=2(\triangle CAD)$ [($ii$) অনুসারে] .....($iv$)


($iii$) ও ($iv$) নং সমীকরণ বিবেচনা করে পাই,

আয়তক্ষেত্র $ADLM$ $=$ বর্গক্ষেত্র $ACGF$ .....($v$)


অনুরূপভাবে, $C$, $E$ ও $A$, $K$ যোগ করে প্রমাণ করা যায় যে,

আয়তক্ষেত্র $BELM$ $=$ বর্গক্ষেত্র $BCHK$ .....($vi$)


($v$) ও ($vi$) নং সমীকরণ যোগ করে পাওয়া যায়,

আয়তক্ষেত্র $ADLM$ $+$ আয়তক্ষেত্র $BELM$ $=$ বর্গক্ষেত্র $ACGF$ $+$ বর্গক্ষেত্র $BCHK$

বা, বর্গক্ষেত্র $ADEB$ $=$ বর্গক্ষেত্র $ACGF$ $+$ বর্গক্ষেত্র $BCHK$

অর্থাৎ, $AB$ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র $=$ $AC$ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র $+$ $BC$ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র।


$\therefore$ $AB^2=AC^2+BC^2$ [প্রমাণিত]



বিকল্প প্রমাণ (১)
দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে

পিথাগোরাসের উপপাদ্য

বিশেষ নির্বচন : মনে করি, $ABC$ সমকোণী ত্রিভুজের $\angle B=90^\circ$ অতিভুজ $AC=b$, $AB=c$ ও $BC=a$

প্রমাণ করতে হবে যে, $AC^2=AB^2+BC^2$, অর্থাৎ $b^2=c^2+a^2$


অঙ্কন : $BC$ কে $D$ পর্যন্ত বর্ধিত করি, যেন $CD=AB=c$ হয়। $D$ বিন্দুতে বর্ধিত $BC$ এর উপর $DE$ লম্ব আঁকি, যেন $DE=BC=a$ হয়। $C$, $E$ ও $A$, $E$ যোগ করি।


প্রমাণ :

(Step-1)

$\triangle ABC$ ও $\triangle CDE$ এ

$AB=CD=c$, [অঙ্কনানুসারে]

$BC=DE=a$ [অঙ্কনানুসারে]

এবং অন্তর্ভুক্ত $\angle ABC$ $=$ অন্তর্ভুক্ত $\angle CDE$ [প্রত্যেকেই সমকোণ]

$\therefore \triangle ABC \cong \triangle CDE$

Click to see note

যদি দুইটি ত্রিভুজের মধ্যে পরস্পর দুইটি বাহু ও উক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণদ্বয় সমান হয়, তবে ত্রিভুজদ্বয় সর্বসম।

$\therefore$$AC=CE=b$ এবং $\angle BAC = \angle ECD$


(Step-2)

আবার, $AB \perp BD$ এবং $ED \perp BD$ হওয়ায়, $AB \parallel ED$

সুতরাং, $ABDE$ একটি ট্রাপিজিয়াম।


(Step-3)

তদুপরি, $\angle ACB$$+$$\angle BAC$$=$$\angle ACB$$\angle ECD$$=$এক সমকোণ।


$\therefore$ $\angle ACE$$=$এক সমকোণ।

$\therefore$ $\triangle ACE$$=$সমকোণী ত্রিভুজ।


Click to see note

আমরা জানি,

  • ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল$=$$\frac12$$\times$সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব$\times$সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল
  • ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল$=$$\frac12$$\times$ভূমি$\times$উচ্চতা

এখন, $ABDE$ ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল $=$ $\triangle ABC$ এর ক্ষেত্রফল $+$ $\triangle CDE$ এর ক্ষেত্রফল $+$ $\triangle ACE$ এর ক্ষেত্রফল

বা, $\frac12 BD(AB+DE)=$$\frac12 ac + \frac12 ac + \frac12 b^2$

বা, $\frac12 (BC+CD)(AB+DE)=$$\frac 12(2ac+b^2)$

বা, $(a+c)(a+c)=2ac+b^2$ [উভয় পক্ষকে $2$ দ্বারা গুণ করে]

বা, $(a+c)^2=2ac+b^2$

বা, $a^2+2ac+c^2=2ac+b^2$

$\therefore a^2+c^2=b^2$ [প্রমাণিত]



বিকল্প প্রমাণ (২)
সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে

পিথাগোরাসের উপপাদ্য

বিশেষ নির্বচন : মনে করি, $ABC$ সমকোণী ত্রিভুজের $\angle C=90^\circ$ অতিভুজ $AB=c$, $BC=a$ ও $AC=b$

প্রমাণ করতে হবে যে, $AB^2=AC^2+BC^2$, অর্থাৎ $c^2=a^2+b^2$


অঙ্কন : $C$ বিন্দু থেকে অতিভুজ $AB$ এর উপর লম্ব $CH$ অঙ্কন করি। $AB$ অতিভুজ $H$ বিন্দুতে $d$ ও $e$ অংশে বিভক্ত হলো।


প্রমাণ :

$\triangle BCH$ ও $\triangle ABC$ এ

$\angle BHC=\angle ACB$ এবং

$\angle CBH=\angle ABC$


$\therefore$$\triangle CBH$ ও $\triangle ABC$ সদৃশ।

সুতরাং $\frac{BC}{AB}=\frac{BH}{BC}$

বা, $\frac{a}{c}=\frac{e}{a}$

$\therefore a^2=ce$ .....($i$)


অনুরূপ ভাবে $\triangle ACH$ ও $\triangle ABC$ সদৃশ।

সুতরাং $\frac{b}{c}=\frac{d}{b}$

$\therefore b^2=cd$ .....($ii$)


($i$) ও ($ii$) নং সমীকরণ যোগ করে পাই,

$a^2+b^2=ce + cd$

বা, $a^2+b^2=c (e + d)$

বা, $a^2+b^2=c \times c$ [$\because c=e+d$]

$\therefore a^2+b^2=c^2$ [প্রমাণিত]



বিকল্প প্রমাণ (৩)
বীজগণিতের সাহায্যে

পিথাগোরাসের উপপাদ্য

বিশেষ নির্বচন : মনে করি, $ABC$ সমকোণী ত্রিভুজের অতিভুজ $c$ এবং অপর দুই বাহু যথাক্রমে $a$, $b$

প্রমাণ করতে হবে যে, $c^2=a^2+b^2$


অঙ্কন : প্রদত্ত ত্রিভুজের সমান করে চারটি ত্রিভুজ চিত্রে প্রদর্শিত উপায়ে আঁকি।


প্রমান :

অঙ্কিত বড় ক্ষেত্রটি বর্গক্ষেত্র। কারণ, বাহুগুলোর প্রত্যেকটির দৈর্ঘ্য $a+b$ এবং কোণগুলো সমকোণ।

সুতরাং এর ক্ষেত্রফল $(a+b)^2$


বড় বর্গক্ষেত্রের অভ্যন্তরে ছেট ক্ষেত্রটিও একটি বর্গক্ষেত্র। কারণ বাহুগুলোর প্রত্যেকটির দৈর্ঘ্য $c$।

তাহলে এর ক্ষেত্রফল $c^2$


অঙ্কনানুসারে, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, চারটি ত্রিভুজক্ষেত্র ও ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।


অর্থাৎ,

$(a+b)^2=4\left(\frac{1}{2}ab\right)+c^2$

বা, $a^2+2ab+b^2=2ab+c^2$

বা, $a^2+2ab+b^2-2ab=c^2$

$\therefore a^2+b^2=c^2$ [প্রমাণিত]



পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য

যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে।


পিথাগোরাসের উপপাদ্য

বিশেষ নির্বচন : মনে করি, $ABC$ সমকোণী ত্রিভুজের $AB^2=AC^2+BC^2$

প্রমাণ করতে হবে যে, $\angle C$$=$এক সমকোণ।


অঙ্কন : এমন একটি ত্রিভুজ $DEF$ আঁকি, যেন $\angle F$$=$এক সমকোণ এবং $EF=BC$ এবং $DF=AC$ হয়।


প্রমান :

$DE^2=EF^2+DF^2$ [কারণ $\triangle DEF$ এ $\angle F$ এক সমকোণ]

বা, $DE^2=BC^2+AC^2$ [অঙ্কনানুসারে]

বা, $DE^2=AB^2$ [দেওয়া আছে]

$\therefore DE=AB$ [বর্গমূল করে] .....($i$)


এখন $\triangle ABC$ ও $\triangle DEF$ এ

$BC=EF$, $AC=DF$ [অঙ্কনানুসারে]

$DE=AB$ [($i$) অনুসারে]

$\therefore \triangle ABC \cong \triangle DEF$

Click to see note

যদি দুইটি ত্রিভুজের সবগুলো বাহু অপর ত্রিভুজের সবগুলো বাহুর সমান হয়, তবে ত্রিভুজদ্বয় সর্বসম।

সুতরাং $\angle F=\angle C$


অর্থাৎ $\angle C$$=$এক সমকোণ। [প্রমাণিত]

Post a Comment (0)
Previous Post Next Post