গণিত : লাভ-ক্ষতি সমস্যা সমাধান - ২
| History | 📡 Page Views |
|---|---|
| Published 11-Sep-2024 | 03:23:00 PM |
Total View 342 |
| Last Updated 07-Jun-2025 | 04:29:40 PM |
Today View 0 |
- লাভ-ক্ষতি : প্রাথমিক আলোচনা
- লাভ-ক্ষতি সমস্যার সমাধান - ১
- লাভ-ক্ষতি সমস্যার সমাধান - ২
১.৭.২৬ টাকায় $y$ টি ফল বিক্রয় করায় $y\%$ ক্ষতি হয়। $p\%$ লাভ করতে হলে টাকায় কয়টি ফল বিক্রয় করতে হবে?
(ক) $\frac{\left(100-y\right)}{\left(100+p\right)}$
(খ) $\frac{100y}{\left(100+p\right)}$
(গ) $\frac{\left(100+y\right)}{100p}$
(ঘ) $\frac{y\left(100-y\right)}{\left(100+p\right)}$
উত্তর : (ঘ) $\frac{y\left(100-y\right)}{\left(100+p\right)}$
মনে করি, ক্রয়মূল্য $100$ টাকা।$\therefore$ $y\%$ ক্ষতিতে বিক্রয় মূল্য = $\left(100-y\right)$ টাকা
আবার, $p\%$ লাভে বিক্রয়মূল্য = $\left(100+p\right)$ টাকা
অর্থাৎ,
$\left(100-y\right)$ টাকার ফল বিক্রয় করতে হবে $\left(100+p\right)$ টাকায়
$\therefore$ 1 টাকার ফল বিক্রয় করতে হবে $\frac{\left(100+p\right)}{\left(100-y\right)}$ টাকায়
এখন,
$\frac{\left(100+p\right)}{\left(100-y\right)}$ টাকায় বিক্রয় করতে হবে $y$ টি ফল
$\therefore$ 1 টাকায় বিক্রয় করতে হবে = $\frac{y}{\frac{\left(100+p\right)}{\left(100-y\right)}} =y\times\frac{\left(100-y\right)}{\left(100+p\right)}=\frac{y\left(100-y\right)}{\left(100+p\right)}$
১.৭.২৭ আমের পূর্বমূল্য : বর্তমান মূল্য = ৪ : ৫ হলে শতকরা মূল্য বৃদ্ধি কত?
(ক) $৪৫\%$
(খ) $২০\%$
(গ) $২৫\%$
(ঘ) $৩০\%$
উত্তর : (গ) $২৫\%$
মনে করি, অনুপাতটির সাধারণ রাশি $x$তাহলে, পূর্বমূল্য $৪x$ এবং বর্তমান মূল্য $৫x$
$\therefore$ মূল্য বৃদ্ধি $\left(৫x-৪x\right) = x$ টাকা
$৪x$ টাকায় মূল্য বৃদ্ধি পায় $x$ টাকা
$\therefore$ ১ টাকায় মূল্য বৃদ্ধি পায় $\frac{x}{৪x}$ টাকা
$\therefore$ ১০০ টাকায় মূল্য বৃদ্ধি পায় $\frac{x\times১০০}{৪x}$ টাকা বা ২৫ টাকা।
১.৭.২৮ এক ব্যক্তি ৯০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯৬৩ টাকায় বিক্রয় করল। তার বার্ষিক শতকরা কত লাভ হলো?
(ক) ২১ টাকা
(খ) ২০ টাকা
(গ) ১৮ টাকা
(ঘ) ২৩ টাকা
উত্তর : (ক) ২১ টাকা
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ৯৬৩-৯০০=৬৩ টাকা৪ মাস = $\frac{৪}{১২}$ বছর
৯০০ টাকায় $\frac{৪}{১২}$ বছরে লাভ হয় ৬৩ টাকা
$\therefore$ ১ টাকায় ১ বছরে লাভ হয় $৬৩\times\frac{১২}{৪}\times\frac{১}{৯০০}$ টাকা
$\therefore$ ১০০ টাকায় ১ বছরে লাভ হয় $\frac{৬৩\times১২}{৪\times৯০০}\times১০০ = ২১$ টাকা
১.৭.২৯ একজন দোকানদার ৭$\frac{১}{২}$% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করিল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হইত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হইত, তাহা হইলে তাহার ২০% লাভ হইত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
(ক) ১০ টাকায়
(খ) ২০০ টাকায়
(গ) ৩০০ টাকায়
(ঘ) ৪০০ টাকায়
উত্তর : (খ) ২০০ টাকায়
৭$\frac{১}{২}$% ক্ষতিতে বিক্রয়মূল্য $\left(১০০-\frac{১৫}{২}\right)=\frac{১৮৫}{২}$ টাকা১০% কমে, ক্রয়মূল্য ৯০ টাকা,
তখন ২০% লাভে বিক্রয়মূল্য ৯০ + ৯০ এর ২০% = {৯০+(৯০ এর $\frac{২০}{১০০}$)} = ১০৮ টাকা
বেশি = $\left(১০৮-\frac{১৮৫}{২}\right) = \frac{৩১}{২}$ টাকা
$\frac{৩১}{২}$ টাকা বেশি বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য ১০০ টাকা
১ টাকা বেশি বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য $\frac{১০০\times২}{৩১}$ টাকা
৩১ টাকা বেশি বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য $\frac{১০০\times২\times৩১}{৩১}$ = ২০০ টাকা১.৭.৩০ একজন দোকানদার ৪০০০ টাকায় একটি শার্ট বিক্রিয় করে ২০% ক্ষতির সম্মুখীন হন। ৮% ছাড় দেওয়ার পরে ১৫% লাভ করতে হলে শার্টটির তালিকা মূল্য কত দিতে হবে?
(ক) ৫০০০ টাকা
(খ) ৫৭৫০ টাকা
(গ) ৬০০০ টাকা
(ঘ) ৬২১০ টাকা
(ঙ) ৬২৫০ টাকা
(চ) কোনোটিই নয়
উত্তর : (ঘ) ৬২৫০ টাকা
(১০০-২০)% = ৮০% = ৪০০০ টাকা
$\therefore$ ১০০% = $৪০০০ \times \frac{১০০}{৮০}$ টাকা = ৫০০০ টাকা
১৫% লাভ করতে হলে বিক্রয় করতে হবে = $৫০০০ \times \frac{১১৫}{১০০}$ = ৫৭৫০ টাকায়
৮% ছাড় দিতে হলে মূল্য তালিকায় দেখাতে হবে = $৫৭৫০ \times \frac{১০০}{৯২}$ = ৬২৫০ টাকা
১.৭.৩১ ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
(ক) লাভ ২৫%
(খ) ক্ষতি ২৫%
(গ) লাভ ১০%
(ঘ) ক্ষতি ৫০%
উত্তর : (ঘ) ক্ষতি ৫০%
ধরি, ক্রয়মূল্য ১০০ টাকা
যেহেতু দেওয়া আছে, ক্রয়মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাই বিক্রয়মূল্য ৫০ টাকা হবে। কারণ ৫০ এর দ্বিগুণ ১০০ টাকা যা ক্রয়মূল্য।
অর্থাৎ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য হবে ৫০ টাকা।
যেহেতু বিক্রয় মূল্য ক্রয়মূল্য থেকে কম, তাই এখানে ক্ষতি হয়েছে। এবং ক্ষতি = (ক্রয়মূল্য - বিক্রয়মূল্য) = (১০০-৫০) = ৫০ টাকা।
অর্থাৎ ক্ষতি, ১০০ টাকায় ৫০ টাকা, অর্থাৎ ৫০%

Leave a Comment (Text or Voice)
Comments (0)