বাংলাদেশ পুলিশ বিষয়ক সাধারণ জ্ঞান - ৬ষ্ঠ পর্ব

বাংলাদেশ পুলিশের উল্লেখযোগ্য শাখা

বাহিনী প্রধান
স্পেশাল ব্রাঞ্চ (SB) এডিশনাল আইজি (Additional IG)
সিআইডি (CID) সিআইডি (CID)
মেট্রোপলিটন পুলিশ (Metropolitan Police) কমিশনার (Commissioner)
র‌্যাব (RAB) মহাপরিচালক (General Director)
রেলওয়ে পুলিশ (জিআরপি) (GRP) ডিআইজি (DIG)
আর্মড পুলিশ ব্যাটালিয়ন ডিআইজি (DIG)
পুলিশ ইন্টারনাল ওভারসাইট ডিআইজি (DIG)
ইমিগ্রেশন পুলিশ ডিআইজি (DIG)
সোয়াট ডিআইজি (DIG)
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ডিআইজি (DIG)
হাইওয়ে পুলিশ ডিআইজি (DIG)
এসএএফ (আর্মড ফোর্স) এসপি (SP)
ট্যুরিস্ট পুলিশ -
শিল্পাঞ্চল পুলিশ ডিআইজি (DIG)
ক্রিমিনাল ইন্টেলিজেন্স ইউনিট (CIU) ডিআইজি (DIG)
নৌ পুলিশ ডিআইজি (DIG)
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI) ডিআইজি (DIG)
স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (SPB) ডিআইজি (DIG)

বিবিধ


বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি?
— ডিটেকটিভ

‘ডিটেকটিভ’ প্রথম কবে প্রকাশিত হয়?
— ১৯৬০ সালে।

আনআর্মড পুলিশ বা নিরস্ত্র পুলিশ বলতে কি বোঝায়?
— বিশেষ সশস্ত্র বাহিনীতে নিযুক্ত নয় এরকম পুলিশ।

আর্মড পুলিশ কারা?
— পুলিশ লাইনে নিযুক্ত বা এসএএফ-এর সদস্যবৃন্দ।

কয়েকজন পুলিশের নাম উল্লেখ করুন যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিবেবে পরিচিত
আবুল খায়ের মুসলেহ উদ্দিন নাটক, গল্প, উপন্যাস
ধীরাজ ভট্টাচার্য চলচ্চিত্র নায়ক, লেকক
নওশাদ খন্দকার নাটক, গান
আবদুল খালেক নাটক, গান
আবু ইসহাক গল্প, উপন্যাস, প্রবন্ধ

‘আমি যখন পুলিশ ছিলাম’ এর লেখক কে?
— ধীরাজ ভট্টাচার্য

পুলিশ স্টেট কি?
— যখন কোনো রাষ্ট্রে নাগরিকগণ মৌলিক স্বাধীনতা (স্বাধীন মতামত প্রকাশ, চিন্তা ও বিশ্বাস) হতে বঞ্চিত হয় তখন তাকে স্টেট বলা হয়।

পুলিশ কর্মকর্তা আবুল খায়ের মোসলেহ উদ্দিনের কয়েকটি গ্রন্থের নাম লিখুন
— চিরকুট, শালবনের রাজা, নেপথ্য নাটক, নল খাগড়ার সাপ, নারিন্দা লেন।

আলোচিত রুবেল হত্যা মামলায় কোন পুলিশ অফিসারের যাবজ্জীবন কারাদণ্ড হয়?
— পুলিশ অফিসার এস আকরাম।

যুক্তরাষ্ট্রে পুলিশ বাহিনী কবে গঠিত হয়?
— ১৮৩০ সালে।

বিচারকার্যের ক্ষেত্রে পুলিশের হাতে কি কি থাকে?
— ক. চার্জশীট – এটি পাঠালে মামলা শুরু হয়।
— খ. ফাইনাল রিপোর্ট – এটি পাঠালে মামলা খারিজ হয়।

জাপানি পুলিশ চোরকে কি বলে সম্বোধন করে?
— দোব্রোবো সান (অর্থাৎ চার সাহেব)

সরকার পুলিশ বাহিনীর সদস্যের ওপর নজরদারী করার লক্ষ্যে নতুন কোন গোয়েন্দ ইউনিট গঠনের কাজ শুরু করেছে?
— কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট।

ক্রাইম কনফারেন্স কি?
— পুলিশ বাহিনী নিজেদের উন্নয়নে ও অপরাধ কমানোর জন্য মাসিক যে সম্মেলন করে তাকে মাসিক ক্রাইম কনফারেন্স বলে।

ব্রিটেনে প্রথম কবে পুলিশ বাহিনী গঠন করা হয়?
— ব্রিটিশ প্রথম প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোলের আগ্রহে ১৮২৯ সালে পুলিশ বাহিনী গঠনের প্রস্তাব পার্লামেন্টে পাস হয়।

বাংলাদেশে পুলিশ বাহিনীতে নির্বাচনের মাপকাঠি কি?
— দৈহিক উচ্চত, শারীরিক বিকাশ।

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (CTTC)’ ইউনিট গঠিত হয় কবে?
— ১৬ ফেব্রুয়ারি ২০১৬।

বাংলাদেশের গোয়েন্দা সংস্থা


নাম পূর্ণরূপ যে সংস্থার গোয়েন্দা
অপরাধ তদন্ত বিভাগ (CID) Criminal Investigation Department (CID) বাংলাদেশ পুলিশ
বিশেষ শাখা (SB) Special Branch (SB) বাংলাদেশ পুলিশ
ক্রিমিনাল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ইউনিট Criminal Intelligence Analysis Unit বাংলাদেশ পুলিশ
ডিটেকটিভ অ্যান্ড ক্রিমিনাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ Detective and Criminal Intelligence Branch ঢাকা মহনগর পুলিশ
র‌্যাব ইন্টেলিজেন্স উইং RAB Intelligence Wing র‌্যাব
ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (FIU) Financial Intelligence Unit বাংলাদেশ ব্যাংক
সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট (CIU) Central intelligence Unit জাতীয় রাজস্ব বোর্ড
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (DGFI) Directorate General of Forces Intelligence সামরিক বাহিনী
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) National Security Intelligence বাংলাদেশ সরকার
সামরিক গোয়েন্দা শাখা (বিভাগ) (DMI) Directorate of Military Intelligence সামরিক বাহিনী
ডিরেক্টরেট অব নেভাল ইন্টেলিজেন্স Directorate of Neval Intelligence বাংলাদেশ নৌবাহিনী
অফিস অব এয়ার ইন্টেলিজেন্স Office of Air Intelligence বাংলাদেশ বিমানবাহিনী
বর্ডার সিকিউরিটি ব্যুরো Border Security Bureau বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

See More.....
Post a Comment (0)
Previous Post Next Post