সাধারণ জ্ঞান : প্রজাননতন্ত্র

মানব দেহ
(Human Body)

↬ প্রজাননতন্ত্র (Reproductive System) 

নিষেক কাকে বলে? — পুরুষ এবং স্ত্রী জননকোষ একীভবনের পর এগুলোর নিউক্লিয়াসের পরস্পর মিলনকে নিষেক বলে। 

নিষেকের ফলে উৎপন্ন কোষকে কি বলে? — গ্যামেট। 

ইমপ্লান্টেশন নিষেকের কতদিনের ভেতর হয়ে থাকে? — ৬ হতে ৯ দিনের ভেতর।

পুরুষত্বহীনতা চিকিৎসার আলোড়ন সৃষ্টিকারী ওষুধ ' ভায়াগ্রা ' এর মূল উপাদান হল — সিলডেনাফিল সাইট্রেট।

টেস্টটিউব বেবি কী? — যে সকল দম্পতি সন্তান জন্ম দিতে পারে না, সেই দম্পতির স্ত্রীর ডিম্বাণু শরীর থেকে বের করে এনে স্বামীর শুক্রাণুর সাথে টেস্টটিউবে রেখে নিষিক্ত করে ২/৩ দিন পর নিষিক্ত ডিম্বাণু ও শুক্রাণু স্ত্রীর জরায়ুতে স্থানান্তর করা হলে যে শিশু জন্ম গ্রহণ করে, তাকে টেস্টটিউব বেবি বলে।

বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি কে? — লুইস ব্রাউন (ইংল্যান্ডে ১৯৭৮ সালে ২৫ জুলাই জন্মায়)।

টেস্টটিউব বেবি পদ্ধতির জনক হলেন — রবার্ট এডওয়ার্ড। 

বাংলাদেশে প্রথম কবে টেস্টটিউব বেবি জন্মে? — ৩০ মে, ২০০১ সালে।

বাংলাদেশেের প্রথম টেস্টটিউব বেবির নাম? —  প্রথম টেস্টটিউব বেবি হলেন ৩ জন।যথা—হীরা, মনি ও মুক্তা।

বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর নাম কী? — অপ্সরা।

প্রথম হিমায়িত ভ্রুণ শিশু অপ্সরা কবে জন্মে? — ১৯ সেপ্টেম্বর, ২০০৮ সালে।

শুক্রাণু তৈরি করে কোনটি? — স্পার্মাটোগোনিয়া।

Ovary শরীরের কোন অংশে অবস্থিত? — পেটে।

জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয়? — এন্ডোমেট্রিয়াম।

বাংলাদেশেের সর্বপ্রথম টেস্টটিউব বেবি জন্ম পদ্ধতির পিতামাতা হলেন — মোঃ আবু হানিফ ও ফিরোজা বেগম।

কোন সনে জাতিসংঘ জন্মনিয়ন্ত্রণকে মানবাধিকার হিসাবে স্বীকৃতি দেয়? — ১৯৬৮ সালকে।

জন্ম নিয়ন্ত্রণ বড়ি (Oral Pill) কোন বয়সী মহিলাদের জন্য ঝুঁকিপূর্ণ? — ৪০ বছরের উপরের।

Ligation অপারেশন কোথায় করা হয়? — Fallopian tube 

EDD (Expected date of Delivery) গোনা হয় — LMP থেকে ৯ মাস + ৭ দিন।

রাবেয়ার LMP = 02/01/2009 হলে EDD কত হবে? — 09/10/2009 

গর্ভকালীন প্রসূতিসেবায় প্রথম তিন মাসে মাকে কি দিয়ে থাকে? — ফলিক এসিড।

WHO অনুযায়ী কমপক্ষে কতবার ANC (Antenatal Care) করা উচিত? — ৪ বার।

গর্ভবতী মায়ের জন্যে ঝুঁকিপূর্ণ পরীক্ষা — এক্স রে।

একজন সুস্থ স্বাভাবিক মহিলার গর্ভকালীন সময়ে গড়ে কত কেজি ওজন বাড়তে পারে? — ১২ কেজি।

Eclampsia সাধারণত কি পরীক্ষা করে বুঝা যায়? — Blood pressure 

Abortion বলা হয় কত সপ্তাহের আগে? — ২৮ সপ্তাহের আগে।

মার্তৃগর্ভে একজন শিশু প্রতিদিন কত মিলিলিটার পানি পান করে? — ৫০০ মিলিলিটার। 

Premature baby বলতে কোন সময়ে জন্মগ্রহণকারী শিশুকে বলা হয়? — ২৮ - ৩৭ সপ্তাহ। 

Post mature pregnancy কখন হয়? — > ৪৩ সপ্তাহ। 

একজন পূর্ণবয়স্ক নবজাতকের ওজন কত কম হলে LBW বাচ্চা বলা হয়? — ২.৫ কেজি। 

নবজাতকের ওজন বেশি ধরা হয় — ৫ কেজি এর ওপর হলে।

Neonatal jaundice এর চিকিৎসা — সকালের সূর্যের আলো।

Exclusive breast feeding কথাটি কতদিন  breast feeding করাকে বুঝায়? — ৬ মাস।

জন্মের পর হতে কত সময় পর্যন্ত শিশুকে কেবলমাত্র মায়ের দুধই খাওয়ানো উচিত? — ৬ মাস পর্যন্ত।

Lactating Mother কে কত ক্যালরি খাবার দিতে হয়? — 500 ক্যালরি।

উইনিং পদ্ধতি হলো — বাচ্চাদের প্রথম অন্য খাবার খাওয়া।

Growing mile stone বলতে যা বুঝায় — দাঁত উঠা।

পাঁচ বছরের নিচে বাচ্চার সর্বাধিক মৃত্যুর কারণ হিসেবে ধরা হয় — ডায়রিয়া, নিউমোনিয়া, অপুষ্টিজনিত ইত্যাদিকে।
Post a Comment (0)
Previous Post Next Post