Amplification : Cowards die many times before their death

Amplification


Cowards die many times before their death.

ভীরুরা মরার আগেই বারবার মরে।


Main Idea : Brave men never fear death. Cowards are afraid of death. They are half-dead. They die, many times before their actual death.

Amplification : Death is the end of life. It is Winevitable. It must come to a man. None can escape | death. But we don't want to die. We want to live. But permanent life is impossible. Brave people are always prepared to die. They consider death as an unavoidable part of life. They consider death as the passage to another world. They face death fearlessly and courageously. They never live in apprehension of death. They have the taste of death once in their life. But there are some people who have a fearful attitude toward death. They are cowards. They are afraid of death. They don't want to die. They don't want to take risks. The thoughts of death surround their life. They are preoccupied with the apprehensions of death. They live in constant fear. When they face any trouble, they feel that they are dying. Their hearts sink at the fear of death. They die hundred times in life. Thus, cowards die many times before death. The brave and valiant people face death and difficulties in a smiling face. They never taste of death but once in life.

বঙ্গানুবাদ

মূলভাব : সাহসী লোকেরা কখনো মৃত্যুকে ভয় করে না। ভীরুরা মৃত্যুকে ভয় পায়। তারা অর্ধমৃত, তাদের প্রকৃত মৃত্যুর পূর্বে তারা অনেকবার মরে।

ভাবসম্প্রসারণ : মৃত্যু জীবনের পরিসমাপ্তি। এটি অবশ্যম্ভাবী। এটি অবশ্যই একজন মানুষের কাছে আসবে। কেউ মৃত্যু থেকে রেহাই পেতে পারে না। কিন্তু আমরা মরতে চাই না। আমরা বেঁচে থাকতে চাই। কিন্তু স্থায়ী জীবন অসম্ভব। সাহসী লোকেরা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত। তারা মৃত্যুকে জীবনের একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে। তারা মৃত্যুকে অন্য জগতের পথ হিসেবে বিবেচনা করে। তারা নির্ভীকভাবে ও সাহসিকতার সাথে মৃত্যুর সম্মুখীন হয়। তারা কখনো মৃত্যুর আশঙ্কায় বাঁচেন না। তাদের একবার জীবনের স্বাদ আছে। কিন্তু কিছু মানুষ আছে যাদের মৃত্যুর প্রতি অত্যন্ত ভীতিজনক মনোভাব আছে। তারা কাপুরুষ। তারা মৃত্যুকে ভয় পায়। তারা মরতে চায় না। তারা ঝুঁকি নিতে চায় না। তারা মনে করে মৃত্যু তাদের জীবনকে চারদিকে ঘিরে রেখেছে। মৃত্যুর আশঙ্কায় তারা আচ্ছন্ন চিত্ত। তারা নিত্য ভয়ে বেঁচে আছে। যখন তারা ঝামেলার সম্মুখীন হয়, তখন তারা অনুভব করে যে তারা মারা যাচ্ছে। তাদের হৃদয় মৃত্যু ভয়ে ডুবে যায়। তারা জীবনে শতবার মারা যায়। এভাবে ভীরুরা মৃত্যুর পূর্বে অনেকবার মারা যায়। সাহসী ও নির্ভীক লোকেরা হাসিমুখে মৃত্যু ও কষ্টকর অবস্থায় সম্মুখীন হয়। তারা জীবনে একবার ছাড়া কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করেন না।

Post a Comment (0)
Previous Post Next Post