Amplification : Excess of anything is bad

Amplification


Excess of anything is bad.

অতিরিক্ত যেকোনো কিছুই ভালো না।

বাহুল্য সবসময়ই মন্দ।


Main Idea : We should maintain a standard of life. We should not cross our limit.

Amplification : Everything on earth is bounded by some rules and regulations. Violation of these rules brings destruction and downfall for us. A man of excessive or intemperate behavior must face numerous problems or hazards in life. Our power and capacity are limited. We should not cross the. limit of any kind. We should control our dreams, habits, and other hankerings within a limit. The course of natural objects clarifies the fixed course of movement. Thus, we should lead our lives in a moderate and fixed way. We have to maintain the moral code of life. We should not make our aims and ambitions higher. We should be conscious of our power and quality. Our deeds and activities should be run according to our power and quality. We should not be over-ambitious. Neither should we be abject-minded. We have to adopt a sensible view of life. Thus, we must avoid excessive modes of life. We should lead our lives within our boundaries.

বঙ্গানুবাদ

মূলভাব : আমাদের জীবনের মান বজায় রাখা উচিত। আমাদেরকে আমাদের সীমা লঙ্ঘন করা উচিত নয়।

ভাবসম্প্রসারণ : বিশ্বের সবকিছু কিছু নিয়ম ও প্রবিধান দ্বারা সীমাবদ্ধ। এসব নিয়ম ভঙ্গে আমাদের জন্য ধ্বংস ও পতন আনে। অপরিমিত বা অমিতাচারী আচরণের ব্যক্তি জীবনে অবশ্যই অসংখ্য সমস্যা বা বিপদের সম্মুখীন হবে। আমাদের ক্ষমতা ও ধারণাশক্তি সীমাবদ্ধ। আমাদের কোনোরূপ সীমা অতিক্রম করা উচিত নয়। আমাদের উচিত আমাদের স্বল্প, অভ্যাস ও সীমার মধ্যে অন্যান্য লালসা নিয়ন্ত্রণ করা। প্রাকৃতিক বস্তুর গতি চলনের নির্ধারিত গতিকে ব্যাখ্যা দান করে। এভাবে সংযত ও নির্ধারিত উপায়ে আমাদের জীবনকে চালিত করা উচিত। আমাদের জীবনের নৈতিক নীতিমালা বজায় রাখতে হবে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য উচ্চতর করা উচিত নয়। আমাদের ক্ষমতা ও গুণ সম্বন্ধে আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের কার্য ও কর্মশীলতা আমাদের ক্ষমতা ও গুণ অনুযায়ী চালানো উচিত। আমাদের অতিআশাবাদী হওয়া উচিত নয়। আমাদের হীনমনা হওয়া উচিত নয়। আমাদের জীবনের সুবুদ্ধিসম্পন্ন দৃষ্টি অনুসরণ করতে হবে। এভাবে আমরা অবশ্যই জীবনের অতিরিক্ত ধরনকে পরিহার করবো। আমাদের উচিত আমাদের সীমানার মধ্যে জীবনযাপন করা।
Post a Comment (0)
Previous Post Next Post