Amplification : A stitch in time saves nine

Amplification


A stitch in time saves nine.

সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।


Main Idea : Time goes on and on. It doesn't stop for a single moment. We have to do our work in time.

Amplification : Problems or troubles are the inevitable part of human life. Man faces problems. He has to get rid of these problems. He has to work hard to remove his problems. He has to address these without delay. He should not put off the problem for long. Procrastination of problems makes these bigger and bigger. So, a timely and quick action is vitally important for solving the problems. It saves us from serious troubles in the future.

If a piece of cloth is torn, it should be stitched or repaired at once. Otherwise, the tear will get bigger and bigger and may require nine or countless stitches to mend it. The tear may even get too wide for mending, and the cloth may become altogether useless. If we face any disease, we have to take medicine without delay. If we delay, the disease will be fatal and incurable. Likewise, our evil spirits or characteristics should be mended at the initial level. So, neglect of problems takes deep root and cannot be shaken off. So, prompt steps should be taken whenever anything wrong is noticed.

বঙ্গানুবাদ

মূলভাব : সময় কেবল অতিবাহিত হতেই থাকে। এটি এক মুহূর্তের জন্যও থামে না। আমাদেরকে সময়মতো আমাদের কাজ করতে হবে।

ভাবসম্প্রসারণ : সমস্যা অথবা ঝামেলা মানবজীবনের অপরিহার্য অংশ। মানুষ সমস্যার সম্মুখীন হয়। তাকে এসব সমস্যা থেকে মুক্তি পেতে হবে। তার সমস্যা দূর করতে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। তাকে অনতিবিলম্বে এগুলো কারো উদ্দেশ্যে বলতে হবে। সমস্যাটি তার দীর্ঘসময় ফেলে রাখা উচিত নয়। সমস্যার কালক্ষেপণ এগুলোকে আরো জটিলতর করে তোলে। তাই সমস্যাবলির সমাধানের জন্য সময়মতো ও দ্রুত কর্মসম্পাদন অপরিহার্যভাবে গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে ভবিষ্যতে মারাত্মক অসুবিধা থেকে রক্ষা করবে। একখণ্ড কাপড় ছিঁড়ে গেলে তৎক্ষণাৎ এটি সেলাই বা মেরামত করা উচিত। নতুবা ছেঁড়াটি আরো বৃহত্তর আকার ধারণ করবে, তখন এটি মেরামত করতে নয়টি অথবা অগণিত ফোঁড়ের দরকার হবে। ছেঁড়াটি এমনকি মেরামতের জন্য আরো বিস্তৃত হবে এবং কাপড়টি সম্ভবত একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। যদি আমরা কোনো অসুখে আক্রান্ত হই, তাহলে আমাদের অনতিবিলম্বে ওষুধ সেবন করতে হবে। আমরা দেরি করলে, অসুখ মারাত্মক ও অনিরাময়যোগ্য হবে। একইরূপে আমাদের অশুভ চেতনা বা বৈশিষ্ট্যকে প্রাথমিক পর্যায়েই পরিবর্তন করা উচিত। তাই সমস্যার অবহেলা গভীর মূলে গ্রথিত হলে, ঝেড়ে ফেলা যাবে না। তাই যখনই কোনো কিছু অনুচিত লক্ষ্য করা যাবে, তখনই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত।

--- Below Amplification for child ---

If a piece of cloth is torn, even slightly, it should be stitched at once. Otherwise tear will get wider and wider and may require many stitches to repair it. So, the proverb teaches us to take prompt action against all ills at their earlier stage. This will save us from serious troubles in the future.

When a person feels ill, he should take proper steps from the very first to control the illness. If neglected at this stage, it may take deep root and cannot be shaken off. So, prompt steps should be taken whenever anything wrong is noticed.
Post a Comment (0)
Previous Post Next Post