অনুচ্ছেদ : নারীর ভূমিকা

নারীর ভূমিকা


বাংলাদেশে নারীর মর্যাদা পরিবর্তিত হচ্ছে। এখন অনেক নারী গৃহের বাইরে কাজ করছে। নারীরা সর্বদা পরিবার পরিজনের মধ্যে কাজ করেছে। কিন্তু এই গৃহকর্ম কাজ হিসেবে গণ্য করা হয় না। এটি সত্যিই দুর্ভাগ্যজনক যে কৃষিপ্রধান সমাজে অধ্যাবধি নারীর ভূমিকা স্বীকৃতি দেওয়া হয়নি। এটি অর্থনৈতিক অপরিহার্যতার কারণে নাকি ব্যক্তির পরিচিতি প্রতিষ্ঠার আবেদন নাকি উভয়ই। আজকাল অনেক নারী বাইরের কর্মশক্তিতে ঢুকছে। এটি আমাদের সমাজের সচেতনতার পরিবর্তন। নারীরা পেশার ব্যাপক পরিসরে যোগদান করছে। শুধু শিক্ষিত নারীরই নয় যারা কাজ করতে মনস্থির করছে কিন্তু স্বল্প অথবা অশিক্ষিত নারীরা তাদের গৃহ কোন থেকে বের হয়ে এসেছে আয় করতে ও আত্মপ্রত্যয়ী হতে। আমাদের জীবনে আমরা অবশ্যই নারীর ভূমিকাকে মূল্যায়ন করবো।


Post a Comment (0)
Previous Post Next Post