অনুচ্ছেদ : বিজ্ঞানের অগ্রজাত্রা

History 📡 Page Views
Published
26-Jun-2023 | 02:00 AM
Total View
7K
Last Updated
04-May-2025 | 03:40 PM
Today View
0

বিজ্ঞানের অগ্রজাত্রা


আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। আমাদের জাগরণ থেকে ঘুমানো পর্যন্ত, আমরা বিজ্ঞানের উপস্থিতি উপলব্ধি করি। বিজ্ঞান বিপুল অগ্রগতি সাধন করছে। এটি মানবজীবনের জন্য নতুন নতুন ধরনের সুশোভিতকরণ নিবেদন করছে। এটি আমাদের জন্য মহা আশীর্বাদ এনে দিয়েছে। এটি আমাদের জীবনকে আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য করতে সহায়তা করে। বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তি তার অসহায়ত্ব থেকে বেরিয়ে আসতে মানুষকে সমর্থ করে তুলেছে। কৃষি, যোগাযোগ, চিকিৎসা বিজ্ঞান ও বিদ্যুতিক ক্ষেত্রে, বিজ্ঞান যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। বিদ্যুৎ, টেলিফোন ও মোবাইল, রেডিও, টেলিভিশন কম্পিউটার ইত্যাদি বিজ্ঞানের আশ্চর্যজনক আবিষ্কার। বিজ্ঞানের সাহায্যে মানুষ মহাশূন্যে ও অন্যান্য গ্রহে অনুসন্ধান করছে। বিজ্ঞানের এই অগ্রগতিগুলো আমাদের কাছে বিরাট বিস্ময় হিবেবে আবির্ভূত হয়েছে। বিজ্ঞান আলাউদ্দিনের যাদুর চেরাগের মতো কাজ করছে। আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান অসীম। মানবজাতি বিজ্ঞানের পূজারি। কিন্তু অসৎ উদ্দেশ্যে বিজ্ঞানের ব্যবহার খুব ধ্বংসাত্মক। এটি সম্ভবত আমাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাই, বিজ্ঞানের অগ্রগতিকে আমাদের অধিকতর কল্যাণার্থে পরিচালনা করা উচিত।


Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)