অনুচ্ছেদ : মুজিবনগর দিবস

মুজিবনগর দিবস


মুজিবনগর দিবস আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এবং জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল এদেশের রক্তক্ষয়ী সশস্ত্র স্বাধীনতার সংগ্রাম। এই মুক্তির সংগ্রামকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১০ এপ্রিল ১৯৭১ গঠিত হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। এ সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায়, যার বর্তমান নাম মুজিবনগর। শপথ অনুষ্ঠানে বিপুলসংখ্যক দেশি-বিদেশি সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সরকার প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নাম অনুসারে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে। এ সরকার গঠনের মাত্র দুই-ঘণ্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান মুজিবনগরে বোমাবর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয়। ফলে মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার ৮নং থিয়েটার রোডে স্থানান্তরিত হয়। বাংলাদেশের অস্থায়ী সরকারের ১২টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। এসব বিভাগের মাধ্যমেই যুদ্ধকালে সামরিক ও বেসামরিক যাবতীয় প্রশাসন পরিচালিত হয়। মুজিবনগর সরকারের অধীনে বাংলাদেশকে ৪টি সামরিক জোনে, ১১টি সেক্টরে, ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করে মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়। এই সরকারের অধীনেই সকল সামরিক ও বেসামরিক, প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত, গেরিলা বাহিনী, কাদেরিয়া বাহিনী, নারী-পুরুষ নির্বিশেষে আপামর জনসাধারণ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের বিজয় নিশ্চিত করে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। ফলে প্রতিবছর ১৭ এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে মুজিবনগর দিবস হিসেবে পালন করা হয়। মুজিবনগর দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গৌরবের ও মর্যাদার একটি দিন।


Post a Comment (0)
Previous Post Next Post