Amplification : Failures are the pillars of success

Amplification


Failures are the pillars of success.

ব্যর্থতা সাফল্যেরই ভিত্তিভূমি।


Main idea : Failure doesn't dampen a man's spirit rather it inspires man to advance with fortified spirit and vigor. 

Amplification : Life is full of troubles, difficulties, disappointment, and frustration. We have to face and overcome them if we want success in life. We may fail once or twice or even repeatedly. We may fall into the deep pit of disappointment after failure. In fact, failure is the law of nature. It is inevitable in life. But, we should not cow down to the frustration resulting from failures. We shouldn't deaden our spirits and surrender in despair. Instead, we should try again and again with firm determination and firmness. We should shake off our weaknesses and laziness after failure. We should take inspiration from failure. Failure fortifies our energy and stamina. These boost our life and revitalize our spirits. Devotion to work and eagerness to success rejuvenates us to the path of ultimate goal and success. The story of Robert Bruce is a glaring example of success after failure. Thus, we should bear in mind that success is the ultimate goal of failure. 

বঙ্গানুবাদ

মূলভাব : ব্যর্থতা মানুষের উৎসাহকে হতোদ্যম করে না বরং এটি সুরক্ষিত জীবনীশক্তি ও তেজের সাথে অগ্রসর হতে মানুষকে অনুপ্রাণিত করে। 

ভাবসম্প্রসারণ : জীবন ঝামেলা, জটিলতা, হতাশা ও নৈরাশ্যে পরিপূর্ণ। যদি আমরা জীবনে সাফল্য প্রত্যাশা করি, তাহলে আমাদেরকে এগুলোর মোকাবিলা করে জয়ী হতে হবে। আমরা একবার, দুইবার এমনকি বারংবার ব্যর্থ হতে পারি। ব্যর্থতার পরে আমরা হতাশার গভীর গহ্বরে নিপতিত হতে পারি। প্রকৃতপক্ষে, ব্যর্থতা প্রকৃতির একটি বিধান। এটি জীবনে অনিবার্য। কিন্তু আমাদের ব্যর্থতার ফলে হতাশাগ্রস্ত হওয়া উচিত নয়। আমাদের উৎসাহকে নিস্তেজ করা এবং হতাশায় আত্মসমর্পণ করা উচিত নয়। পরিবর্তে দৃঢ়সংকল্প ও বলিষ্ঠতার সাথে বারবার চেষ্টা করা উচিত। ব্যর্থতার পর আমাদের দুর্বলতা ও অলসতা আমাদের ঝেড়ে ফেলা উচিত। ব্যর্থতা থেকে আমাদের অনুপ্রেরণা লাভ করা উচিত। ব্যর্থতা আমাদের শক্তি ও মনের জোরকে দৃঢ় করে। এগুলো আমাদের জীবনকে উন্নতি করতে সহায়তা করে এবং আমাদের জীবনীশক্তিকে পুনরুজ্জীবিত করে। কাজের প্রতি নিষ্ঠা ও সাফল্যের প্রতি আগ্রহ অভীষ্ট লক্ষ্য ও সাফল্যের পথে আমাদেরকে পুনর্যৌবন দান করে। রবার্ট ব্রুসের গল্পটি ব্যর্থতার পর সাফল্যের একটি জাজ্বল্যমান উদাহরণ। সুতরাং আমাদের মনে রাখা উচিত যে সাফল্য ব্যর্থতার অভীষ্ট লক্ষ্য।

--- Below Amplification for child ---

Human life is not a bed of roses. It is full of ups and downs. Besides, it is full of troubles and difficulties. In our lives, it is quite natural that we may fail once or twice, or several times. But we should not give up our attempts. If we try again and again, we are sure to succeed in the long run. 

Failures are generally looked down upon as unwanting. But a man gains experience in the work. His experience helps him to attain success. This also develops his latent powers. Failures teach us to be patient and persevering. Robert Bruce failed again and again to regain his kingdom. But ultimately he won. So, every failure has the seed of success ingrained in it.       

Post a Comment (0)
Previous Post Next Post