(৯) পুলিশ রেঞ্জ
পুলিশ রেঞ্জ কি?
— এটি চার স্তরবিশিষ্ট পুলিশ প্রশাসনের সর্বোচ্চ স্তর।
পুলিশ রেঞ্জ কিভাবে গঠিত?
— কয়েকটি জেলার সমন্বয়ে একটি পুলিশ রেঞ্জ গঠিত হয়।
একটি পুলিশ রেঞ্জের প্রধান কর্মকর্তাকে কি বলা হয়?
— ডিআইজি (ডেপুটি ইন্সপেস্টর জেনারেল)।
বাংলাদেশে বর্তমানে কয়টি পুলিশ রেঞ্জ আছে?
— ১০টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ,
রেলওয়ে ও হাইওয়ে)।
(১০) পুলিশ জেলা
পুলিশ জেলা কি?
— পুলিশ প্রশাসনের একটি স্তর (দ্বিতীয় স্তর)।
পুলিশ জেলা কিভাবে গঠিত হয়?
— কয়েকটি পুলিশ সার্কেলের সমন্বয়ে একটি পুলিশ জেলা গঠিত হয়।
জেলার পুলিশ প্রধানকে কি বলে?
— এসপি (সুপারিনটেনডেন্ট অব পুলিশ)।
বর্তমানে দেশে কয়টি পুলিশ জেলা আছে?
— প্রতি জেলায় ১টি করে ৬৪টি।
(১১) পুলিশ সার্কেল
পুলিশ সার্কেল কি?
— পুলিশ প্রশাসনের তৃতীয় স্তর।
পুলিশ সার্কেল কিভাবে গঠিত হয়?
— কয়েকটি পুলিশ থানার সমন্বয়ে পুলিশ সার্কেল গঠিত।
পুলিশ সার্কেলের অধিকর্তা কে হন?
— একজন সহকারী সুপারিনটেনডেন্ট।
(১২) পুলিশ থানা
পুলিশ থানা কি?
— চার স্তরবিশিষ্ট পুলিশ প্রশাসনের সর্বনিম্ন স্তর। কয়েকটি ইউনিয়নের সমন্বয়ে একটি
পুলিশ থানা গঠিত।
থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কে?
— অফিসার ইনচার্জ বা ওসি (OC)।
পুলিশ ফাঁড়ি কি?
— বিশেস কোনো কারণে কোনো থানার অধীনে দূরবর্তী এলাকায় আইন-শৃ্ঙ্খলা রক্ষার
সুবিধার্থে স্থাপিত চৌকিকে ফাঁড়ি বলে।
পুরিশ ফাঁড়ির দায়িত্বে কে থাকেন?
— একজন হাবিলদার।
বাংলাদেশে কয় ধরনের পুলিশ থানা রয়েছে ও কি কি?
— তিন ধরনের। সাধারণ পুলিশ থানা, নৌ-থানা ও রেলওয়ে থানা।
বাংলাদেশে বর্তমানে সর্বমোট থানার সংখ্যা কত?
— ৭১৪টি।
বর্তমানে দেশে কয়টি রেলওয়ে থানা আছে?
— ২৪টি (পুর্বাঞ্চলে ১২টি ও পশ্চিমাঞ্চলে ১২টি)।
বর্তমানে দেশে কয়টি নৌ-থানা রয়েছে?
— ১৭টি।
নৌ-থানা কার অধীনে ন্যস্ত থাকে?
— জেলার এসপি’র অধীনে।
বাংলাদেশে সর্ব উত্তর ও সর্ব দক্ষিণের থানা কোনটি?
— যথাক্রমে তেঁতুলিয়া ও টেকনাফ।
থানা পুলিশের পদক্রম
(১৩) রেল পুলিশ
বাংলাদেশ রেল পুলিশ কি নামে পরিচিত?
— জিআরপি।
জিআরপি প্রধান হিসেবে দায়িত্ব প্রালনকারী কর্মকর্তার পদবি কি?
— ডিআইজি।
বাংলাদেশ কয়টি জিআরপি অঞ্চলে বিভক্ত ও কি কি?
— ২টি, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল।
পুর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল জিআরপির সদর দপ্তর কোথায়?
— পুর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল জিআরপির সদর দপ্তর যথাক্রমে চট্টগ্রাম ও সৈয়দপুর
(নীলফামারী)।
বাংলাদেশে জিআরপি বা রেল থানা কয়টি, কোন অঞ্চলে কয়টি ও কি কি?
— ২৪টি। পুর্বাঞ্চলে ১২টি ও পশ্চিমাঞ্চলে ১২টি।
পূর্বাঞ্চলের রেল থানাগুলো কি কি?
— চট্টগ্রাম, লাকসাম, চাঁদপুর, আখাউড়া, শ্রীমঙ্গল, কুলাউড়া, ভৈরব, ঢাকা,
ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ ও সিলেট।
পশ্চিমাঞ্চলের রেল থানাগুলো কি কি?
— সৈয়দপুর, দিনাজপুর, পার্বতীপুর, লালমনিরহাট, বোনারপাড়া, শান্তাহর, ঈশ্বরদি,
সিরাজগঞ্জ, পোড়াদহ, রাজবাড়ি, খুলনা ও রাজশাহী।
(১৪) মেট্রোপলিটন পুলিশ
মেট্রোপলিটন নগরীর জন্য গঠিত বিশেষ পুলিশ বাহিনীর নাম কি?
— মেট্রোপলিটন পুলিশ।
ভারতে প্রথম মেট্রোপলিটন পুলিশ বাহিনী গঠন করা হয় কবে?
— ১৯৫৬ সালে।
বিশ্বে প্রথম মেট্রোপলিটন পুলিশ সৃষ্টি করা হয় কোথায়?
— লন্ডন (যুক্তরাজ্য), ১৮২৯ সালে (প্রবর্তক স্যার রবার্ট পীল)।
মেট্রোপলিটন পুলিশ প্রধানের পদবি কি?
— পুলিশ কমিশনার।
বাংলাদেশে মেট্রোপলিটন নগরী কতটি ও কি কি?
— ৮টি, যথা : ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, গাজীপুর ও
রংপুর।
সকল মেট্রোপলিটন পুলিশের একই ড্রেস কবে থেকে চালু হয়?
— ১৫ এপ্রিল ১৯৯৩।
(১৪.১) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) যাত্রা হয় কবে?
— ১ ফেব্রুয়ারি ১৯৭৬।
DMP’র প্রথম পুলিশ কমিশনার কে?
— ই এ চৌধুরী।
DMP’র বর্তমান থানার সংখ্যা কতটি ও কি কি?
— ৫০টি। কোতোয়ালী, সূত্রাপুর, লালবাগ, ডেরা, সবুজবাগ, মতিঝিল, তেজগাঁও, রমনা,
ধানমণ্ডি, মোহাম্মদপুর, ক্যান্টনমেন্ট, মিরপুর, পল্লবী, গুলশান, খিলগাঁও,
শ্যামপুর, কাফরুল, বাড্ডা, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, বিমানবন্দর, নিউমার্কেট,
পল্টন, শাহআলী, খিলক্ষেত, তুরাগ, আদাবর, শাহবাগ, তেজগাঁও শিল্পাঞ্চল,
যাত্রাবাড়ী, উত্তরখান, দক্ষিণখান, দারুসসালাম, কদমতলী, রামপুরা, কলাবাগান,
চকবাজার, শেরেবাংলা নগর, বংশাল, গোণ্ডারিয়া, ওয়ারী, বনানী, ভাটারা, রূপনগর,
ভাষানটেক, উত্তরা-পশ্চিম, উত্তরা-পূর্ব, মুগদা, শাহজাহানপুর এবং হাতিরঝিল।
(১৪.২) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (CMP)
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (CMP) যাত্রা শুরু হয় কবে?
— ৩০ নভেম্বর ১৯৭৮।
CMP’র থানার সংখ্যা কত ও কি কি?
— ১৬টি। কোতোয়ালী, চাঁন্দগাও, বন্দর, ডাবলমুরিং, বায়েজিদ বোস্তামি, বাকলিয়া,
খুলশী, হালিশহর, পতেঙ্গা, কর্ণফুলী, পাহাড়তলী, পাঁচলাইশ, চকবাজার, আকবর শাহ,
সদরঘাট ও ইপিজেড।
(১৪.৩) খুলনা মেট্রোপলিটন পুলিশ (KMP)
খুলনা মেট্রোপলিটন পুলিশের (KMP) যাত্রা শুরু হয় কবে?
— ১ জুলাই ১৯৮৪।
KMP’র থানার সংখ্যা কত ও কি কি?
— ৮টি। কোতোয়ালী, খানজাহান আলী, দৌলতপুর, খালিশপুর, সোনাডাঙ্গা, লবণচড়া,
আড়ংঘাটা ও হরিণটানা।
(১৪.৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (RMP)
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (RMP) এর যাত্রা শুরু হয় কবে?
— ১ জুলাই ১৯৯২।
আরএমপির থানার সংখ্যা কত ও কি কি?
— ১২টি। বোয়ালিয়া, মতিহার, রাজপাড়া, শাহ্ মখদুম, চন্দ্রিমা, কাশিয়াডাঙ্গা,
কাটাখালি, এয়ারপোর্ট, পবা, কর্ণহার, দামকুড়া ও বেলপুকুর।
(১৪.৫) বরিশাল মেট্রোপলিটন পুলিশ (BMP)
বরিশাল মহানগর পুলিশের (BMP) যাত্রা শুরু হয় কবে?
— ২৬ অক্টোবর ২০০৬।
BMP’র বর্তমান থানার সংখ্যা কত?
— ৪টি। কোতোয়ালী, বন্দর, এয়ারপোর্ট ও কাউনিয়া।
BMP’র প্রথম পুলিশ কমিশনার কে?
— আমিনুল ইসলাম।
(১৪.৬) সিলেট মেট্রোপলিটন পুলিশ (SMP)
সিলেট মেট্রোপলিটন পুলিশের (SMP) যাত্রা শুরু হয় কবে?
— ২৬ অক্টোবর ২০০৬।
SMP’র বর্তমান থানার সংখ্যা কত ও কি কি?
— ৬টি। জালালাবাদ, মোগলাবাজার, বিমানবন্দর, শাহপরান, কোতোয়ালী মডেল থানা ও
দক্ষিণ সুরমা।
এসএমপির প্রথম পুলিশ কমিশনার কে?
— সৈয়দ শাহ জামান রাজ।
(১৪.৭) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (GMP)
গাজীপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ পাস হয় কবে?
— ১১ এপ্রিল ২০১৮।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (GMP) যাত্রা শুরু হয় কবে?
— ১৬ সেপ্টেম্বর ২০১৮।
GMP’র বর্তমান থানার সংখ্যা কত?
— ৮টি। সদর, বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, পুবাইল, টঙ্গী পূর্ব ও টঙ্গী
পশ্চিম।
(১৪.৮) রংপুর মেট্রোপলিটন পুলিশ (RPMP)
রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ পাস হয় কবে?
— ১২ এপ্রিল ২০১৮।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (RPMP) যাত্রা শুরু হয় কবে?
— ১৬ সেপ্টেম্বর ২০১৮।
RPMP’র বর্তমান থানার সংখ্যা কত?
— ৬টি। কোতয়ালী, পরশুরাম, তাজহাট, মাহীগঞ্জ, হারাগাছ ও হাজিরহাট।
(১৫) পুলিশের পদমর্যাদা
![]() |
| ব্যাজ দেখে পুলিশের পদমর্যাদা বুঝার উপায় |
পুলিশের সর্বোচ্চ পদমর্যাদায় অধিষ্ঠিত কর্মকর্তা কে?
— আইজিপি।
কোন পুলিশ কর্মকর্তা পাক শাসনামলে প্রাদেশিক গভর্নর নিযুক্ত হয়েছিলেন?
— জাকির হোসেন।
পুলিশ বাহিনীর পদমর্যাদা চিহ্নিত করার ব্যাজসমূহ কি কি?
| নং | পদমর্যাদা | ব্যাজের ধরণ |
|---|---|---|
| ১ | IG | ১ তলোয়ার, ১ ছড়িরক্রস, ১ পিপ ও ১ শাপলা |
| ২ | Add. IG | ১ তলোয়ার, ১ ছড়িরক্রস ও ১ শাপলা |
| ৩ | DIG | ১ শাপলা ৩ পিপ |
| ৪ | Add. DIG | ১ শাপলা ২ পিপ |
| ৫ | AIG/SP | ১ শাপলা ১ পিপ |
| ৬ | Add. SP | ১ শাপলা |
| ৭ | Senior ASP | ৩ পিপ |
| ৮ | ASP | ২ পিপ |
| ৯ | Inspector | ১ পিপ |
| ১০ | SI | ২ ফুল ও ১ নীলফিতা |
| ১১ | Sergeant | ২ ফুল ও ১ লালফিতা |
| ১২ | ASI | ১ ফুল ও ১ নীলফিতা |
| ১৩ | নায়েক | ২ ফিতা/বিল্লা |
| ১৪ | কনস্টেবল | কোনো ব্যাজ নেই |
পুলিশ পদমর্যাদার ধারাক্রম কি?
| নং | পদ |
|---|---|
| ১ | ইন্সপেক্টর জেনারেল (আইজি) |
| ২ | অ্যাডিশনাল আইজি (এআইজি) |
| ৩ | ডেপুটি আইজি (ডিআইজি) |
| ৪ | অ্যাডিশনাল ডিআইজি (এডিআইজি) |
| ৫ | সুপ্যারিন্টেনডন্ট অব পুলিশ (এসপি) |
| ৬ | অ্যাডিশনাল এসপি (এএসপি) |
| ৭ | নিয়র অ্যাসিসটেন্ট এসপি |
| ৮ | অ্যাসিসটেন্ট এসপি (এএসপি) |
| ৯ | ইন্সপেক্টর |
| ১০ | সাব-ইন্সপেক্টর (এসআই) (ইউবি) |
| ১১ | টিএসআই |
| ১২ | সার্জেন্ট |
| ১৩ | এএসআই |
| ১৪ | সহকারি টিএসআই |
| ১৫ | নায়েক |
| ১৬ | কনস্টেবল |
(১৬) পুলিশের জনশক্তি
স্বাধীনতা উত্তরকালে পুলিশ বাহিনীর সদস্যসংখ্যা কত ছিল?
— ১০ হাজার
বাংলাদেশে পুলিশ ও জনসংখ্যার অনুপাত কত?
— ১:৮০০ জন (৮০০ লোকের জন্য মাত্র ১ জন পুলিশ)।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে পুলিশের সংখ্যা কত?
— ১,৮৮,৭২৪ জন (জানুয়ারি ২০২০)।

