পরিবেশ দূষণ প্রতিরোধে নির্বিচারে গাছ কর্তন বন্ধ করার জন্য আবেদন

History 📡 Page Views
Published
24-Mar-2023 | 03:40:00 PM
Total View
2K+
Last Updated
25-Mar-2023 | 06:07:15 AM
Today View
0
আপনার এলাকায় পরিবেশ দূষণ প্রতিরোধে নির্বিচারে গাছ কর্তন বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি পত্র লিখুন।

১৫ জুন, ২০২৩

বরাবর
উপজেলা নির্বাহী কর্মকর্তা
মুরাদনগর, কুমিল্লা।

বিষয় : নির্বিচারে গাছ কর্তন বন্ধের জন্য আবেদন।

জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আপনি নিশ্চয় অবগত আছেন যে, উপজেলার বিভিন্ন গ্রামে নির্বিচারে বৃক্ষ কর্তন করা হচ্ছে। মানুষ প্রকৃতির কথা বিবেচনা না করে প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উজাড় করছে বনভূমি। যার প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়বে। কেননা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে বায়ু দূষণের ব্যাপারটি ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষের অবদান অনস্বীকার্য। কিন্তু মানুষ সাময়িক স্বার্থে নির্বিচারে গাছপালা কেটে আসবাবপত্র তৈরি ও রান্নার কাজে ব্যবহার করছে। এছাড়া কিছু মানুষ অর্থের লোভেও নির্বিচারে বৃক্ষ কর্তন করছে। এমন পরিস্থিতিতে জনগণকে নির্বিচারে বৃক্ষ কর্তন বন্ধ করতে আপনাকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে পরিবেশ দূষণ বন্ধ হবে না।

এমতাবস্থায়, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, পরিবেশ দূষণ রোধে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকার সর্বসাধারণের দুর্দশা লাগবে বাধিত করবেন।

নিবেদক

এলাকাবাসীর পক্ষে
আরাফাত
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 16-Feb-2024 | 01:27:28 AM

Nice