বাঘ ও সারস পাখি : ঈশপের গল্প

একদিন একটি বাঘ আহার করতেগিয়ে তার গলায় হাড় আটকেছিল। বাঘ কিছুতেই হাড়টি বের করতে পারল না। ব্যথার জ্বালায় চরদিকে দৌড়াতে লাগল। বনের সকল পশুকে বলল, যে আমার গলার হাড়টি বের করে দিতে পারবে, তাকে উপহার দেব।

তবুও কোন পশু তার বিপদ থেকে রক্ষা করতে এল না। অবশেষে এক সারস পাখি উপহারের লোভে রাজি হল বাঘের মুখের হাড় বের করতে। সারস বাঘের মুখে তার নিজের লম্বা ঠোঁট প্রবেশ করিয়ে, সেই হাড় বের করে আনল।

বাঘ ও সারস পাখি
বাঘ ও সারস পাখি

এবার সারস তার উপহারের কথা বলা মাত্র বাঘ দাঁত কড়মড় ও চক্ষু রক্তবর্ণ করে বলল, ওরে নির্বোধ! তুই বাঘের মুখে ঠোঁট প্রবেশ করে দিলি। তুই যে তোর ঠোঁট বের করে নিলি, তাই ভাগ্য বলে না মেনে আবার উপহার চাস। যদি বাঁচার সাধ থাকে, আমার সামনে থেকে পালা। নতুবা এখনই তোকে গিলে খাব।

সারস বাঘের কথা শুনে অবাক হয়ে তখনই উড়ে গেল।

নীতিকথা : অসৎ চরিত্রের সাথে সৎ ব্যবহার করা উচিত নয়।

1 Comments

Post a Comment
Previous Post Next Post