Grammar : Morpheme

Morpheme
মৌলিক অংশ

Morpheme (মর্–ফি–ইম্) অর্থ হলো মৌলিক অংশ। আমরা যে শব্দগুলো পড়ি বা লিখি সেগুলোর একটি মূল অংশ থাকে। যাকে আর কোনোভাবে আলাদা / বিভক্ত বা ভাগ করা যায় না। আর একেই বলে Morpheme।

এই অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ : 
  • Morpheme বলতে কী বুঝায়? এগুলো কী কী?
  • Root, Prefix, Suffix কী? উদাহরণসহ ব্যাখ্যা।
  • বিপরীত অর্থ প্রদানে Prefix গুলো কী কী? কয়েকটি উদাহরণ দাও।
  • অতিরিক্ত অর্থে/ পূর্বে অর্থে/ পরে অর্থে কয়েকটি Prefix উদাহরণসহ লিখ।
  • সংখ্যাবাচক, সব, বহু, সমষ্টি ইত্যাদি বোঝাতে Prefix গুলো কী কী?
  • Adjective গঠনের Suffix গুলো কী কী? কয়েকটি উদাহরণ দাও।
  • Noun গঠনের Suffix গুলো কী কী? ১০টির উদাহরণ দাও।
  • Derivatives বলতে কী বুঝায়? কত প্রকার ও কী কী? 

Morpheme বলতে যা বুঝায় : একটি শব্দের ক্ষুদ্রতম বিভক্ত অংশকে Morpheme (মৌলিক অংশ) বলে। যেমন— Careful শব্দটির মৌলিক অংশ দুটি। যথা : Care এবং full। 

একটি শব্দের মৌলিক অংশ মোট ৩ ধরনের হতে পারে। যথা : 
  1. Root (মৌলিক ধাতু/ শব্দমূল)
  2. Prefix (উপসর্গ)
  3. Suffix (অনুসর্গ/ প্রত্যয়)

উদাহরণ : Unbelievable (Un–believe–able) 
এখানে, Unbelievable এর শব্দটিতে Morpheme আছে ৩ টি। যথা : 
  • Un – Prefix (উপসর্গ)
  • believe – Root (মৌলিক ধাতু/ শব্দমূল)
  • able — Suffix (অনুসর্গ/ প্রত্যয়)

Root, Prefix, Suffix এর উদাহরণসহ ব্যাখ্যা : 
Root (মৌলিক ধাতু/ শব্দমূল) : Root হচ্ছে শব্দের এমন মূল অংশ অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। এবং যার নিজস্ব অর্থ আছে। যেমন— Believe (বিশ্বাস), Book (বই), Regular (নিয়মিত), Possible (সম্ভব) ইত্যাদি।  

Prefix (উপসর্গ) : Root এর বাম পাশে/ শুরুতে বা প্রথমে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় (যার নিজস্ব কোনো অর্থ নেই) তাকে Prefix বলে। যেমন— Im, in, ir, un, dis, il, non, mis, re ইত্যাদি হল Prefix। এগুলো যখন কোনো শব্দের শুরুতে বসে তখন এগুলো অর্থবাচক হয়ে যায়। 

যেমন : Im এর নিজস্ব কোনো অর্থ নেই। কিন্তু এটি যখন Possible শব্দের শুরুতে বসে তখন Impossible (অসম্ভব) অর্থ দেয়। এরকম আরো— Insufficient (অপর্যাপ্ত), Irregular (অনিয়মিত), Unbelievable (অবিশ্বাস্য) ইত্যাদি। 

Suffix (অনুসর্গ/ প্রত্যয়) : Root এর ডান পাশে/ শেষে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় (যার নিজস্ব কোনো অর্থ নেই) তাকে Suffix বলে। যেমন— er, ful, al, ant, ent, en, esque ইত্যাদি (believer, respectivel)।

বিপরীত অর্থ প্রদানের Prefix গুলোর তালিকা : 
Opposite অর্থে শব্দের পূর্বে Prefix বসে মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে। 

(১) Opposite অর্থে শব্দের পূর্বে Dis, de, il, im, in, ir এসব Prefix বসে। 
যেমন : Disagree (অসম্মতি), Discomfort (কষ্টদায়ক), Disobey ( অমান্য), Disobedient (অবাধ্য), Dishonor (অসম্মান), Illegible, lllegal, impossible (অসম্ভব), Immovable (স্থির), Imprudent (হঠকারী), Insufficient (অপর্যাপ্ত), Insecure, ineligible, lngratitude (অকৃতজ্ঞতা), lrrational (অযৌক্তিক), lrregular (অনিয়মিত), lrrelevant (অযৌক্তিক), Demerit, Impractical, lmpatient, lnattentive ইত্যাদি। 

(২) Against অর্থে শব্দের পূর্বে Anti, Contra, Counter, Gain এসব Prefix বসে। 
যেমন : Antidote (বিষপ্রতিষেধক), Antagonist  (বিরোধী), Antipathy (বিতৃষ্ণা), Counterattack (পাল্টা আক্রমণ), Counteract (পাল্টা ব্যবস্থা নেওয়া, ব্যর্থ করে দেওয়া), Gainsay (কোন কিছুকে সত্য বলে গ্রহণ করতে অস্বীকার করা)

(৩) lll, badly মন্দ অর্থে শব্দের পূর্বে Male, mal এসব Prefix বসে।
যেমন : Malcontent (অসন্তুষ্ট), Malignant  (ক্ষতিকর, মারাত্মক), Malfunction, Malnutrition (অপুষ্ট) ইত্যাদি। 

(৪) Wrongly ভুল অর্থে শব্দের পূর্বে Mis Prefix বসে। 
যেমন : Mistake, Mislead, Misdeed,  (অপকর্ম), Misjudge (ভুল বিচার করা),  Mishandle ইত্যাদি। 

(৫) Not বা না–বোধক অর্থে শব্দের পূর্বে Ne, Non Prefix বসে। 
যেমন : Negligent (অবহেলাকারী), Nonsense  ইত্যাদি। 

(৬) Not/ Opposite বা না–বোধক অর্থে শব্দের পূর্বে Un Prefix বসে। 
যেমন : Uncertain (অনিশ্চিত), Unpleasant (অনিশ্চিত), Unruly (অদম্য), Uncontrolled ইত্যাদি। 

অতিরিক্ত অর্থে/ পূর্বে অর্থে/ পরে অর্থে কয়েকটি Prefix এর উদাহরণ : 
1. Above, Beyond অর্থে Over বসে। যেমন : Overstay, Overflow, Overhead, Overcoat, Overwork ইত্যাদি। 

2. Over, Above অর্থে Super, Sur বসে। যেমন : Supernatural (অলৌকিক), Superman (অতিমানব) ইত্যাদি। 

3. Beyond (অতিরিক্ত) অর্থে Hyper বসে। যেমন : Hyperbole (অতিরঞ্জিত উক্তি), Hypercritical (অতি সমালোচনা) ইত্যাদি। 

4. Before (পূর্বে বোঝাতে) অর্থে Ante, Anti বসে। যেমন : Antechamber, Anticipate (পূর্বানুমান করা), Ancestor (পূর্ব পুরুষ) ইত্যাদি।  

5. Before (পূর্বে) অর্থে Fore বসে। যেমন : Foretell/ Foresee (আগাম বলা, ভবিষ্যদ্বাণী করা), Forcast (ভবিষ্যদ্বাণী করা) ইত্যাদি। 

6. Before অর্থে Pre বসে। যেমন : Precede (অগ্রগামী হওয়া), Preposition, Prefix, Preheat ইত্যাদি। 

7. Before অর্থে Pro বসে। যেমন : Proceed (অগ্রসর হওয়া), Proohecy (ভবিষ্যৎবাণী) ইত্যাদি। 

8. After অর্থে Post বসে। যেমন : Post–dated, Postpone (স্থগিত করা) ইত্যাদি। 

9. সহ অর্থে Co বসে। যেমন : Co–worker (সহকর্মী) ইত্যাদি। 

সংখ্যাবাচক, সব, বহু, সমষ্টি ইত্যাদি বোঝাতে ব্যবহৃত Prefix সমূহ

(১) সংখ্যাবাচক ক্ষেত্রে Prefix/ Number Prefix (সংখ্যাবাচক উপসর্গ) সমূহ : 
Number Prefix Example
Half (অর্ধেক) Semi Semi-circle (অর্ধবৃত্ত), Semi-vault, Semi-colon (অর্ধচ্ছেদ সীমিকা)
Single (একক) Mono / Uni Monopoly (একচেটিয়া ব্যবসার অধিকার), Monarch, Monoplane
Twice (দুই/দ্বি) Bi / di Bicycle (দ্বিচক্রযান), Bisect (দ্বি-খণ্ডিত করা), Bilateral (দ্বিপাক্ষিয়)
Three (তিন/ত্রি) Tri / Tre Triangle (ত্রিভূজ), Tripod (ত্রিপদী, তেপায়া), Treble (তিনগুণ)
Five (পঞ্চ) Penta Pentagon (পঞ্চকোণ), Pentameter (পঞ্চস্বর ঘাতবিশিষ্ট দশমাত্রিক চরণ))
Six (ছয়) Hexa Hexagon (ষড়ভূজ), Hexameter (ষষ্ঠপদী)
Seven (সাত) Hepta Heptagon (সপ্তভূজ)
Eight (আট) Octa Octagon (অষ্টভূজ)
Ten (দশ) Deca Decade (দশক)

(২) সব, বহু, সমষ্টি বোঝাতে Prefix সমূহ : 
  • All (সব) বোঝাতে Pan বসে। যেমন: Panacea (সর্বরোগ নিরাময়কারী ঔষুধ), Pan - Islamic (সর্ব - ইসলামিক)। 
  • All (সব) বোঝাতে Omni বসে। যেমন: Omnipotent (সর্বশক্তিমান), Omniscient (সর্বজ্ঞ)।
  • Many (বহু অর্থে) বোঝাতে Ploy বসে। যেমন: Polytheist (বহু ঈশ্বরবাদী), Polygamy (বহু বিবাহ)। 
  • Within (সমষ্টি) বোঝাতে Inter বসে। যেমন: Interline, Intercourse। 

Adjective গঠনের Suffix গুলো উদাহরণসহ :
Suffix Adjective
al National (জাতীয়), Mortal (নশ্বর), Legal (আইনগত)
ant, ent Repentant (অনুতপ্ত), Obedient (বাধ্যগত), Dependent (নির্ভরশীল)
ar Regular (নিয়মিত), Similar (অনুরূপ), Familiar (পরিচিত)
en Wooden (কাঠের), Woolen (পশমী), Earthen (পার্থিব), Golden (সুবর্ণ)
ful Hopeful (আশাপূর্ণ), Handful (মুষ্টি), Mouthful (অল্প/ সামান্য বা একগাল)
ible, able Sensible, Edible, Eatable (খাবারযোগ্য), Respectable
esque Grotesque (অদ্ভূত), Burlesque (হাস্যরসভাবে উপস্থাপনের জন্য অনুকূল)
age Breakage (ভাঙ্গন)
ward Forward (অগ্রবর্তী), Homeward (স্বদেশাভিমুখ)
Some Handsome (সুদর্শন), Tiresome (ক্লান্তিকর)
Ous Dangerous (বিপজ্জনক), Copious (প্রচুর)
ly Manley (পুরুষালি), Godly (ধার্মিক), Lovely (সুদৃশ্য)
less Fearless (নির্ভীক), hopeless
ish Slavish (দাসসুলভ), Darkish (কালচে), Peevish ( খিটখিটে)

Noun গঠনের Suffix গুলো উদাহরণসহ : 
Suffix Noun
ism Socialism (সমাজতন্ত্র)
hood motherhood (মাতৃত্ব), manhood (মনুষ্যত্ব)
al Approval (অনুমোদন), survival (অস্তিত্ব)
ing Going (গমন), eating (খাওয়া)
ty Equity (সাম্যতা), Poverty (দারিদ্রতা)
ness happiness (সুখী), kindness (দয়া)
age Courage (সাহস), Marriage (বিবাহ), Orphanage (এতিমখানা)
tude Solitude (একাকিত্ব), magnitude (বিশালত্ব, চম্বুকত্ত্ব)
ary Dispensary (ঔষধের দোকান)
dom wisdom (বিজ্ঞ), freedom (স্বাধীনতা)
ion Opinion (মতামত)
ment Agreement (চুক্তি), Judgement (বিচার)
sion Conversion (পরিবর্তন), Conclusion (উপসংহার)
ure Pleasure (আনন্দ), Measure (পরিমাপ)
ship Friendship (বন্ধুত্ব), Kinship Ownership (মালিকানা)

let — '–let' suffix টি small (ছোট বা ক্ষুদ্র) অর্থে ব্যবহৃত হয়। যেমন : booklet (ক্ষুদ্র পুস্তিকা), leaflet/ pamphlet (অল্পকিছু পৃষ্ঠার বাঁধাইহীন বই), piglet (বাচ্চা শুয়োর), streamlet (ক্ষুদ্র নদী)।

Derivatives (ব্যুৎপত্তিগত শব্দ) : কোন word (শব্দ) কে Derivatives হতে হলে তাকে ২ টি শর্ত মানতে হয়। যথা : 
  • Root এর সাথে Prefix/ Suffix যুক্ত হয়ে অথবা Root এর মধ্যবর্তী vowel পরিবর্তিত হয়ে নতুন word গঠন৷ 
  • নতুনভাবে গঠিত word টি root এর parts of speech থেকে আলাদা হওয়া। যেমন : Sweet একটি root শব্দ যা adj. এখানে Sweet এর সাথে suffix–ly যুক্ত হয়ে নতুন শব্দ Sweetly যা derivatives; কারণ root শব্দ Sweet ছিল Adj. কিন্তু নতুন শব্দ Sweetly যা একটি Adv.। 

Primary Derivatives (P.D) : যে সকল Derivatives একটি Root এর ভেতরে কিছু পরিবর্তন ঘটিয়ে নতুন Parts of Speech এর শব্দ গঠন করে তাকে Primary Derivatives (P.D) বলে। যেমন : advise (verb) হচ্ছে root word আর advice (noun) হচ্ছে Derivatives Primary Derivatives (P.D)।

নিম্নে এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হল : 
Verb Noun (P.D)
Advise (পরামর্শ) Advice (পরামর্শ)
Break (বিরতি) Breach (লঙ্ঘন)
Gape (মুখব্যাদান) Gap (ফাঁক)
Lose (হারান) Loss (ক্ষতি)
Bless (আর্শীবাদ করা) Bliss (সুখ)
Dig (খনন করা) Ditch (পরিখা)
Sing (গাওয়া) Song (গান)
Strike (ধর্মঘট) Stroke (ঘাই)
Thief (চোর) Thieve (চুরি করা)
Bath (স্নান) Bathe (স্নান)
Breath (শ্বাস) Breathe (শ্বাস ফেলা)
Price (মূল্য) Prize (পুরস্কার)
Tale (গল্প) Tell (বলা)
Cloth (কাপড়) Clothe (আবৃত করা)
Food (খাদ্য) Feed (ভোজন)
Sale (বিক্রয়) Sell (বিক্রি করা)

Verb Adjective (P.D)
Eat (খাওয়া) Edible (খাবার)
Space (স্থান) Spacious (প্রশস্ত)

Secondary Derivatives (S.D) : Root এর সাথে Prefix বা Suffix যুক্ত হয়ে Root এর Parts of Speech থেকে আলাদা যে নতুন word গঠিত হয় তাকে Secondary Derivatives (S.D) বলে। যেমন : Book (noun) থেকে Bookish  (adj.) হচ্ছে Secondary Derivatives (S.D)।

নিম্নে এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হল :
Noun Adjective (S.D)
Father (পিতা) Fatherly (পিতৃতুল্য) / Paternl
Poetry (কবিতা) Poetic (কবিসুলভ)
Friend (বন্ধু) Friendly (বন্ধুত্বপূর্ণ, বন্ধুসুলভ)
Sense (অনুভূতি) Sensuous, Sensible, Sensitive

IQ (Intelligence Quotient)
ইংরেজিতে শুধুমাত্র ৪ টি  word (শব্দ) আছে যেগুলো "dous" suffix দ্বারা শেষ হয়েছে। যথা : 
  • Tremendous (অসাধারণ) 
  • Horrendous (ভয়ঙ্কর) 
  • Stupendous (বিস্ময়কর)
  • Hazardous (বিপজ্জনক) 
Post a Comment (0)
Previous Post Next Post