মার্চের দিনগুলি

Grammar : Number (সংখ্যা/বচন)

Number
(সংখ্যা/বচন)

Number (সংখ্যা/বচন) এর টপিকটি চাকরী প্রার্থী এবং এডমিশন টেস্ট উভয় পরীক্ষার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায় পড়ে গুরুত্বপূর্ণ শব্দ শিখবো যা Noun, Pronoun, Subject–Verb agreement অধ্যায়গুলোর সাথে প্রত্যক্ষ / পরোক্ষভাবে সম্পর্কিত এবং এই অধ্যায়টি পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ণ তাই ভালভাবে পড়ুন। 

অধ্যায় সম্পর্কিত আলোচ্য বিষয় :
  • Number কাকে বলে এবং প্রকারভেদ। 
  • সাধারন শব্দ ও Singular - Plural পরিবর্তন 
  • বিভিন্ন Letter দ্বারা সমাপ্ত word এর Singular - Plural পরিবর্তন 
  • সর্বদা Singular Noun গুলোর List দেখুন 
  • সর্বদা Plural Noun গুলোর List দেখুন
  • 'S' সম্পর্কিত সমস্যা (Singular না Plural)
  • উদাহরণসহ Latin শব্দের Singular - Plural করার নিয়ম 
  • Italy, Herbrew এবং French শব্দের Singular - Plural উদাহরসহ
  • Compound Noun এর Singular - Plural উদাহরণ 
  • Pronoun এর Singular - Plural রূপগুলো দেখুন। 

Number : Noun / Pronoun এর সংখ্যাকে Number বলে। সুতরাং জেনে রাখা দরকার—Noun বা Pronoun বাদে অন্য কোন parts of speech এর number হয় না৷ [তবে verb এর ক্ষেত্রে বাক্যের subject এর সাথে মিল রাখতে verb এর Singular / Plural রূপ ব্যবহার হতে পারে; যেমন— He is _______. They are _______. ইত্যাদি। 

Number ২ প্রকার। যথা— 
  1. Singular Number (একবচন) : একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। যেমন— a boy, a girl etc. 
  2. Plural Number (বহুবচন) : একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। যেমন— two boys, girls, etc. 

বিশেষ দৃষ্টি : Noun এর ক্ষেত্রে শুধু common noun (Boy, Book, Brother etc.) এবং collective noun (class, army etc.) এর number পরিবর্তন হয়। কিন্তু proper noun (Dhaka, Rahim etc.), Material noun (oil, rice, etc.) এবং abstract noun (honesty, kindness etc.) এর number পরিবর্তন হয় না।

কনফিউশন ক্লিয়ার করুন : "Number" word টি নিজে singular, এর plural হলো "numbers" এবং number এর written abbreviation হিসেবে no. ব্যবহার করা হয়। number শব্দের verb হলো 'Enumerate' –যার অর্থ : সংখ্যা গণনা করা৷ (Source : Cambridge advance learner dictionary–3rd Edition) 

Singular এবং Plural Number এর পরিবর্তন নিম্নে ধারাবাহিকভাবে বর্ণনা করা হল

সাধারণ শব্দ বা s/h দ্বারা সমাপ্ত Noun গুলোর Singular - Plural করার সাধারণ নিয়ম ও ব্যতিক্রম নিয়ম : 

সাধারণ নিয়ম : সাধারণত Singular noun এর সাথে s যোগ করে এবং যে noun গুলোর শেষে ch, 'ক' এর মত উচ্চারণ হয় সেগুলোর সাথে s যোগ করে plural করা হয়। যেমন— 

Singular Plural
Bag (থলে) Bags
Doll (পুতুল) Dolls
Boy (বালক) Boys
Toy (খেলনা) Toys
Monarch (মোনার্ক : সম্রাট) Monarchs
Stomach (পাকস্থলি) Stomachs

পার্থক্য / ব্যতিক্রম নিয়ম : Singular noun এর শেষে s, ss, sh, ch (ch –চ এর মত উচ্চারণ হলে), x, z ইত্যাদি থাকলে es যোগ করে plural করা হয়। যেমন— 

Singular Plural
Fox (খেঁকশিয়াল) Foxes
Glass (গ্লাস) Glasses
Bus (বাস) Buses
Box (বাক্স) Boxes
Loss (হারানো) Losses
Fez (টুপি) Fezzes / Fezes
Branch (শাখা) Branches
Dish (থালা) Dishes

ইংরেজিতে f দ্বারা সমাপ্ত Noun গুলোর Singular - Plural করার সাধারণ নিয়ম ও ব্যতিক্রম নিয়ম : 

সাধারণ নিয়ম : Singular noun এর শেষে f বা fe থাকলে এদের স্থলে ves দিলে plural হয়৷ 

Singular Plural
Theif (চোর) Thieves
Leaf (পাতা) Leaves
Loaf (খন্ড) Loaves
Life Lives
Calf (বাছুর) Calves
Wife (স্ত্রী) Wives
Prince Princes
Half Halves
Self (নিজ) Selves
Knife (চাকু) Knives
Wolf Wolves
Piece Pieces

ব্যতিক্রম নিয়ম : তবে নিচের Noun গুলো f, fe, ef থাকলেও s যোগ করে plural হয়। 

Singular Plural
Cheif (প্রধান) Chiefs
Proof (প্রমাণ) Proofs
Gulf (উপসাগর) Gulfs
Belief Beliefs
Cliff (খাড়া উচু পাহাড়) Cliffs
Hoof (খুর) Hoofs
Dwarf (বামন) Dwarfs
Scarf (ওড়না) Scarfs
Roof (ছাদ) Roofs

ব্যতিক্রম
Scarf (ওড়না) Scarves
Hoof (খুর) Hooves

ইংরেজিতে O দ্বারা সমাপ্ত Noun গুলোর Singular — Plural করার সাধারণ ও ব্যতিক্রম নিয়ম : 

সাধারণ নিয়ম : Noun এর শেষে Consonant + O থাকলে es যোগ করে plural করা হয়। 

Singular Plural
Echo (প্রতিধ্বনি) Echoes
Cargo (মালপত্র) Cargoes
Tornado (ঘূর্ণিঝড়) Tornadoes
Hero (নায়ক) Heroes
Zero (শূন্য) Zeroes
Volcano (আগ্নেয়গিরি) Volcanoes
Tomato (টমেটো) Tomatoes

ব্যতিক্রম
Mosquito (মশা) Mosquitoes / Mosquitos
Calico (বিছানার চাদর) Calicos / Calicoes

ব্যতিক্রম নিয়ম :Vowel + O থাকলে S যোগ করে Plural করা হয়। 

Singular Plural
Bamboo (বাঁশ) Bamboos
Radio (বেতার যন্ত্র) Radios
Cuckoo (কোকিল) Cuckoos
Studio (চিত্রকরের কর্মশালা) Studios

ব্যতিক্রম
Photo (ছবি) Photos
Canto (কবিতার খণ্ড) Cantos
Piano (বাদ্যযন্ত্র) Pianos
Halo (জ্যোতির্মন্ডল) Halos

ইংরেজিতে Y দ্বারা সমাপ্ত Noun গুলোর Singular — Plural করার সাধারণ ও ব্যতিক্রম নিয়ম : 

সাধারণ নিয়ম : Noun এর শেষে Consonant + y থাকলে y এর পরিবর্তে ies যোগ করে plural করা হয়। 

Singular Plural
Lady (ভদ্র মহিলা) Ladies
Army (সেনাবাহিনী) Armies
Baby (শিশু) Babies
Spy (গোয়েন্দা) Spies
Fly (মাছি) Flies
Fly (উড়া) Flies

ব্যতিক্রম নিয়ম : Noun এর শেষে vowel + y থাকলে, s যোগ করে plural করা হয়। 

Singular Plural
Toy (খেলনা) Toys
Day (দিন) Days
Key (চাবি) Keys
Attorney (আমমোক্তার) Attorneys
Boy (বালক) Boys
Way (পথ) Ways
Play (খেলা) Plays

ইংরেজি শব্দের অন্তর্গত Vowel / Consonant পরিবর্তন করে Singular — Plural করার নিয়ম : 

কিছু শব্দ vowel পরিবর্তনে plural হয়। যেমন :

Singular Plural
Woman (মহিলা) Women
Goose (রাজহংস) Geese
Foot (পায়ের পাতা) Feet
Man (পুরুষ) Men
Tooth (দাঁত) Teeth

ব্যতিক্রম
Brahman (ধর্ম যাজক শ্রেণী) Brahmans
German Germans

কিছু শব্দ vowel ও Consonant পরিবর্তনে plural হয়। যেমন :

Singular Plural
Mouse Mice
Ox (ষাঁড়) Oxen
Louse (উকুন) Lice
Dormouse (অলস প্রাণী) Dormice

ব্যতিক্রম (ren, ne, ce যুক্ত হয়ে plural হয়)

Singular Plural
Child (শিশু) Children
Die (মুদ্রা তৈরির ছাঁচ) Dice/ Dies
Cow (গরু) Kine/ Cows

যে Noun গুলো সর্বদা Singular হয়, এরূপ Noun List দেখুন : 
সর্বদা Singular Noun List : Uncountable Noun গুলো সর্বদা Singular number হিসেবে ব্যবহৃত হয়। এদের সাথে s যোগ হয় না কারণ এরা plural হয় না। যেমন— Information (তথ্য, Bread (রুটি), Soap (সাবান), Alphabet (বর্ণমালা), Abuse (অপব্যবহার), Furniture (আসবাবপত্র), Equipment (সরঞ্জাম), poetry, scenery, advice etc. 

[ এরূপ আরো uncountable noun সম্পর্কে জানতে Noun অধ্যায় দেখতে পারেন। ] 

যে Noun গুলো সর্বদা Plural হয়, এরূপ Noun List দেখুন : 
সর্বদা Plural Noun List : Aborigines (আদিবাসি), scissors (কাঁচি), bowels (নাড়িভূঁড়ি), vitals (জীবনীশক্তি), savings (সঞ্চয়), nuptials (বিবাহ), tidings (সংবাদ), trousers (পাজামা), Spectacles (চশমা), assets, belongings (অধিকার ভুক্ত জিনিস), riches (সম্পদ), amends (ক্ষতিপূরণ), alms (ভিক্ষার কাপড়, খাদ্য ইত্যাদি জিনিসপত্র)।
 
গল্পের আকারে সহজেই উপরের শব্দগুলো মনে রাখুন— (গল্পের noun গুলো সর্বদা plural number হিসেবে ব্যবহৃত হয়, এদের কোন singular রূপ নেই।

গল্প : Aborigines (আদিবাসি) –রা scissors (কাঁচি) দিয়ে bowels (নাড়িভূঁড়ি) কেটে খায়। আর vitals (জীবনীশক্তি) savings (সঞ্চয়) করে। একদিন এক nuptials (বিবাহ) অনুষ্ঠান থেকে tidings (সংবাদ) এল তাদেরকে সেখানে যেতে হবে। তাই তারা trousers (পাজামা) ও spectacles (চশমা) পড়ে সেখানে গেল। তারপর সকল assets, belongings (অধিকার ভুক্ত জিনিস) ও riches (সম্পদ) নিয়ে চলে এলো। এই বিপদে লোকজন amends (ক্ষতিপূরণ) হিসেবে alms (ভিক্ষার কাপড়, খাদ্য ইত্যাদি জিনিসপত্র) দিয়ে কোনো মতে সমাধান করলো।
[নোট : Beggar অর্থ ভিক্ষুক আর alms অর্থ ভিক্ষার কাপড়, খাদ্য ইত্যাদি জিনিসপত্র।] 

Attention : Pants, trousers, spectacles (চশমা), scissors (কাঁচি) ইত্যাদির ২ টি অংশ থাকে বিধায় এরা plural হিসেবে বিবেচ্য।

শব্দের শেষে ' S ' থাকলেও Singular আবার ' S ' না থাকলেও Plural এরূপ Noun List দেখুন : 

Noun + ' S/es ' : আমরা সাধারণভাবে জানি যে কোন noun এর সাথে s/es থাকলে উক্ত noun টি Plural কিন্তু এরূপ অনেক noun আছে যেগুলোর সাথে ' s ' থাকলেও singular (noun / number)। আবার এরূপ অনেক noun আছে যেগুলোর সাথে " s " না থাকলেও plural (noun / number) ; এরূপ number গুলোর উদাহরণ নিম্নে দেওয়া হল—

শব্দের শেষে ' S ' থাকলেও Singular noun/ number : 
  • News (সংবাদ) 
  • Statistics (পরিসংখ্যান) 
  • Semantics (অর্থতত্ত্ব)
  • Physics (পদার্থ) 
  • Linguistics (ভাষা বিজ্ঞান) 
  • Athletes (ক্রিয়া অনুশীলন)
  • Mathematics (গণিত) 
  • Ethics (নীতিবিদ্যা)
  • Economies (অর্থনীতি)
  • Civics (পৌরণীতি)
  • Optics (আলোকবিদ্যা) 
  • Phonetics (ধ্বনিতত্ব)
  • Gallows (ফাঁসি কাষ্ঠ)
  • Innings (পর্ব)
  • Politics (রাজনীতি)

শব্দের শেষে ' S ' না থাকলেও plural noun / number : 
  • People (লোকজন)
  • Public (লোকজন)
  • Majority (অধিকাংশ) 
  • Perfumery (সুগন্ধি দ্রব্য সমূহ)
  • Government (সরকার জোট)
  • Peasantry (কৃষক সম্প্রদায়)
  • Gentry (ভদ্র সম্প্রদায়)
  • Police (পুলিশ)
  • Mankind (মানবজাতি)
  • Gentry (ভদ্র সম্প্রদায়)
  • Cattle (গবাদি পশুর দল)
  • Aristocracy (অভিজাত সম্প্রদায়)
  • Children (শিশুরা)
  • Clergy (ধর্ম যাজক)
  • Vermin (কীটপতঙ্গ) 
  • Poultry (হাঁস মুরগী)
  • Off-spring (সন্তান - সন্তুতি)

নোট : Gallows শব্দটি plural ও হতে পারে। বিভিন্ন বিষয় শাস্ত্র / বিদ্যা / নীতি / তত্ত্ব / রোগ / খেলার ইত্যাদি নামের শেষে ' S ' থাকলেও তা Sungar হয়। যেমন— Billiards (এক প্রকার খেলা)। 

সতর্ক থাকবেন যেখানে : উপরের সকল শব্দগুলো বাক্যে ব্যবহার হলে অর্থ অনুসারে কিন্তু Singular / Plural যে কোনটি হতে পারে। যেমন :
Majority are here. 

The majority of foods is spoiled. 

People Vs Public : মনে রাখবেন People সর্বদা Plural হবে। আর Public শব্দটিকে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ব্যাকরণবিদগণ singular বা plural উভয় হিসেবে ব্যবহার দেখিয়েছেন। যেমন :
Public is agree to accept this rule.

Public are dispersed by the police. 

তাই পরীক্ষায় বিভিন্ন প্রশ্নে শব্দটি পেলে অবস্থা বুঝে কখন কোন অর্থে অর্থাৎ না বিবেচনা করে উত্তর করবেন।

'Zero plural' / নিজেই Singular নিজেই Plural হয়? এরূপ Noun গুলোর List দেখুন : 
'Zero Plural Noun List' : এরূপ অনেক Noun আছে যেগুলোর সাথে 's/es' থাকুক বা না থাকুক এরা নিজেরাই কখনো Singular আবার কখনো Plural হয়ে যায়। তবে এদের সামনে সংখ্যাবাচক শব্দ বা Determiner দেখে বুঝা যায় এরা singular নাকি plural, যেমন— Sheep নিজেই singular আবার নিজেই plural, তবে one / 1 sheep হলো singular এবং Five / 5 Sheep এভাবে লিখলেই plural হবে। (Sheep শব্দের সাথে s যোগের দরকার হয় না।) এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ নিচে দেখুন : 

Singular Plural
Sheep (ভেড়া) Sheep
Deer (হরিণ) Deer
Pair (জোড়া) Pair
Dozen (আক্ষরিক অর্থে ১২) Dozen
Gross (১২ ডজন) Gross
Score (আক্ষরিক অর্থে ২০) Score
Fish (মাছ) Fish (es)
Hundred (শতক) Hundred
Thousand (হাজার) Thousand
Million (দশ লক্ষ) Million
Billion (একশ কোটি) Billion
Corps (সৈন্যের ভাগ) Corps
Species (প্রজাতি) Species
Swine (শূকর) Swine
Public (জনগণ) Public
Cannon (ক্যানন : কামান) Cannon / Cannons
Aircraft (বিমান) Aircraft

নোট : Hundred, Thousand, Million, Billion শব্দগুলো অর্নিদিষ্ট সংখ্যক অর্থ দিতে এদের সাথে ' S ' যোগ করা হয়। যেমন—
Thousands of people were present in Bangabandhu's Speech on 7 march in 1971. 
হাজার হাজার লোক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে উপস্থিত ছিল।

ইংরেজি বর্ণ, সংখ্যা, সংক্ষিপ্ত নাম এবং প্রতীকগুলো Plural করার নিয়ম কী? 
নিয়ম : ইংরেজি বর্ণ, সংখ্যা, সংক্ষিপ্ত নাম এবং প্রতীকের শেষে apostrophe ('s) যোগ করে Plural করা হয়। যেমন— one t = ১ টা টি এবং five t's = টিগুলো ইত্যাদি। 

Singular Plural
Ten ten's
t t's
2 2's
BBA BBA's
MBA MBA's

ব্যতিক্রম : ১ — Advanced Learner দের জন্য :
নিম্নের Uncountable Noun গুলোর সাথে S যুক্ত হলে অর্থ পরিবর্তন হয়ে Plural হয়। নিম্নে এরকম কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরা হলো :

Singular Plural
Advice (উপদেশ) Advices (সংবাদ / তথ্য)
Iron (লোহা) Irons (লোহার শিকল)
Quarter (এক চতুর্থাংশ) Quarters (ত্রৈমাসিক)
Air (বাতাস) Airs (গর্বিতভার)
Return (প্রত্যাবর্তন) Returns (বিবরণী)
Sand (বালি) Sands (মরুভূমি)

ব্যতিক্রম : ২ — Advanced Learner দের জন্য :
নিম্নের Noun গুলোর সাথে S যুক্ত হলে দ্বৈত অর্থে পরিবর্তন হয়ে Plural হয়। নিম্নে এরকম কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরা হলো :

Singular Plural
Arm (বাহু) Arms (বাহুগুলো / অস্ত্রশস্ত্র)
Custom (রীতি) Customs (রীতিসমূহ / শুল্ক)
Minute (মিনিট) Minutes (মিনিটগুলো / সভার কার্যবিবরণী)

উদাহরণসহ Latin শব্দের Singular — Plural করার ৭ টি গুরুত্বপূর্ণ নিয়ম দেখুন : 

Rules — 1 : Singular Word এর শেষে um থাকলে, ......um এর পরিবর্তে a বসিয়ে Plural করতে হয়। উদাহরণ : 

Singular Plural
Datum (উপাত্ত) Data
Medium (গণমাধ্যম) Media

Rules — 2 : Singular Word এর শেষে on থাকলে, ....... on এর পরিবর্তে a বসিয়ে Plural করতে হয়। উদাহরণ : 

Singular Plural
Phenomenon (অবস্থা) Phenomena

Rules — 3 : Singular Word এর শেষে is থাকলে, ........ is এর পরিবর্তে es বসিয়ে Plural করতে হয়। উদাহরণ : 

Singular Plural
Analysis Analyses
Oasis (মরুদ্যান) Oases

Rules — 4 : Singular Word এর শেষে us থাকলে, ........ us এর পরিবর্তে i বসিয়ে Plural করতে হয়। 
অথবা, us রেখে দিয়ে es বসিয়ে Plural করতে হয়। 

Singular Plural
Syllabus (পাঠ্যসূচি) Syllabi
Syllabus (পাঠ্যসূচি) Syllabuses

Rules — 5 : Singular Word এর শেষে u থাকলে, u রেখে দিয়ে s/x বসিয়ে Plural করতে হয়। 

Singular Plural
Bureau Bureaus (US)
Bureau Bureaux (UK)

Rules — 6 : Singular Word এর শেষে a থাকলে, a রেখে দিয়ে s/ e /ta বসিয়ে Plural করতে হয়। 

Singular Plural
Stigma (কলঙ্ক) Stigmas
Stigma (কলঙ্ক) Stigmata
Alumna (প্রাক্তন) Alumnae

Rules — 7 : Singular Word এর শেষে ix/ ex থাকলে, ........ ix/ ex এর পরিবর্তে ices বসিয়ে Plural করতে হয়। 
অথবা, ix / ex রেখে দিয়ে es বসিয়ে Plural করতে হয়। 

Singular Plural
Appendix (উপাঙ্গ / পরিশিষ্ট) Appendixes
Index (সূচী) Indexes
Appendix (মেডিকেলের ক্ষেত্রে) Appendices
Index (বীজগণিতের চিহ্ন) Indices

উপরের ৭ টি নিয়মের গুরুত্বপূর্ণ অনেকগুলো উদাহরণ (যেগুলো বিগত চাকরী পরীক্ষায় এসেছিল) একসাথে নিচে দেওয়া হলো— 

Singular Plural
Addendum (পরিশিষ্ট) Addenda
Agendum (আলোচ্যসূচি) Agenda
Alluvium (পলিমাটি) Alluvia
Alumnus (প্রাক্তন ছাত্র) Alumni
Calculus (গণিতের শাখা) Calculi
Aquarium (কাঁচের মৎসাধার) Aquaria / Aquariums
Axis (অক্ষ) Axes
Bacterium (অণুজীব) Bacteria
Basis (ভিত্তি) Bases
Corrigendum (সংশোধিত বিষয়) Corrigenda
Crisis (অভাব) Crises
Criterion (মানদন্ড) Criteria
Diagnosis (রোগ নির্ণয়) Diagnoses
Dictum (নীতি বাক্য) Dicta
Encomium (প্রশংসা সূচক বাক্য) Encomia
Erratum (ছাপার ভুল) Errata
Exemplum (উদাহরণ) Exempla
Flambeau (আলোর মশাল) Flambeaus
Focus (কেন্দ্র) Foci / Focuses
Stratum (শিলার স্তর) Strata
Genius (প্রতিভা) Genii / geniuses
Gymnasium (ব্যায়ামাগার) Gymnasia
Hypotheses (অনুমান) Hypotheses
Medium (গণমাধ্যম) Mediums / Media
Memorandum (স্মারকলিপি) Memoranda
Nucleus (পরমাণু) Neclei
Oasis (মরুদ্যান) Oases
Optimum (সর্বোচ্চ) Optima
Ovum (ডিম্বানু) Ova
Plectrum (হাতির দাঁতের খন্ড) Plectra
Radius (ব্যাসার্ধ) Radii / Radiuses
Radix (উৎস) Radicss
Spectrum (আলোকছটা) Spectra
Stimulus (উদ্দীপক) Stimuli
Syllabus (পাঠ্যসূচী) Syllabi / Syllabuses
Symposium (আলোচনা সভা) Symposia
Synopsis Synopses
Terminus (প্রান্তিক / শেষ) Termini
Ultimatum (চরমপত্র) Ultimatums / Ultamata
Vertex (শীর্ষ) Vertices

ব্যতিক্রম
Genus (গণ) Genra
word গুলো dictionary order এ সাজানো হয়েছে।

Italy, Hebrew এবং French শব্দের Singular – Plural এর উদাহরণ দেখুন :

Singular Plural
Seraph (দেবদূত, এটি Hebrew শব্দ) Seraphim / Seraphs (দেবদূতরা)
Bandit (জলদস্যু, এটি ইতালিয়ান শব্দ) Banditti / Bandits (জলদস্যুরা)
Mr. (জনাব) Messrs (সর্বজনাব)
Brother (ভাই) Brethren (ভ্রাতৃবৃন্দ)
Madam / Mrs. (বেগম, এটি ফ্রেঞ্চ শব্দ) Mesdames, Madams
Cherub (সুন্দর শিশু, এটি Hebrew শব্দ) Cherubim (সুন্দর শিশুরা)
Mister (জনাব) Misters (সর্বজনাব)
সতর্ক থাকুন : Mister Mistress feminine. 

Compound Noun এর Singular — Plural এর উদাহরণ দেখুন : 

Singular Plural
Father in law Fathers in law
Brother in law Brothers in law
Woman novelist Women novelists
Maid servant Maid servants
Commander in cheif Commanders in cheif

Advanced Learner –দের জন্যে : কিছু Feminine শব্দের Plural রূপ যেগুলো Confusion তৈরি করে : 

Singular Plural
Actress (অভিনেত্রী) Actresses
Princess (রাজকুমারী) Princesses

Pronoun এর Singular — Plural রূপগুলো দেখান : 

Singular Plural
I We
Me Us
My Our
Mine Ours
Myself Ourselves
You You
Your Your
Yours Yours
Yourself Yourselves
He/She/It They
Him/Her/it Them
His/Her/its Their
His/Hers Theirs
Himself/Herself Themselves

নোট : It শব্দের Plural — They ; it শব্দের Plural — them ; It শব্দের Possesive — its ; আর It's = It is ; সুতরাং its আর it's এক নয়। আবার Capital letter এর It আর Small letter এর it এক বিষয় নয়। (সতর্ক থাকুন)। 

এবার আরো কিছু Singular Pronoun দেখুন : anyone, anybody, anything, none, someone, somebody, something, no one, nobody, nothing, everyone, everybody, everything, each, one, every, either, neither, this, that ইত্যাদি। 

এবার আরো কিছু Plural Pronoun দেখুন :
All, Some, these, those, several, different, both, many, few ইত্যাদি। 

এবার একটি মজার জিনিস জানুন :
'Singular ও Plural' শব্দ ২ টি সাধারণত Adjective। তবে এরা noun হিসেবেও ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে আবার এদের 'Singular থেকে Pluar' হতে পারে। তখন Singular শব্দটি নিজেই singular আর এর plural রূপ হলো singulars এবং 'Plural' শব্দের singular রূপ হলো plural এবং এর plural রূপ হলো 'plurals'। 

Q : 'Singular' শব্দের Plural কী?
A : Singulars. 

Q : 'Plural' শব্দের Plural কী?
A : Plurals. 

Singular Plural
Singular Singulars
Plural Plurals
Post a Comment (0)
Previous Post Next Post