সাধারণ জ্ঞান : মোহাম্মদ মোজাম্মেল হক

মোহাম্মদ মোজাম্মেল হক

মোহাম্মদ মোজাম্মেল হক কবে জন্মগ্রহণ করেন? — ১৮৬০ সালে।

তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — বাউইগাছি গ্রাম৷ শান্তিপুর, নদীয়া।

তিনি মূলত কী ছিলেন? — কবি ও গদ্যশিল্পী। 

তাঁর সম্পাদিত পত্রিকার নাম কী? — 'মোসলেম ভারত' (১৩২৭)।

কোন পত্রিকার মাধ্যমে কাজী নজরুল ইসলাম ব্যাপকভাবে সাহিত্যচর্চা শুরু করেন? — "মোসলেম ভারত"।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম কী কী? — 'কুসুমাঞ্জলি' (১২৮৮), 'অপূর্ব দর্শন' (১২৯২), 'হযরত মহাম্মদ' (১৩১০), 'জাতীয় ফোয়ারা' (১৩১৯)।

তাঁর রচিত গদ্যগ্রন্থগুলোর নাম কী কী? — 'মহর্ষি মনসুর' (১৩০৩), 'ফেরদৌসী চরিত' (১৩০৫) ইত্যাদি। 

তাঁর রচিত উপন্যাসের নাম কী কী? — 'জোহরা' (১৩২৪), 'দরাফ খান গাজী' (১৩২৬) ইত্যাদি। 

তিনি কোথায় কত তারিখে মৃত্যুবরণ করেন? — শান্তিপুর, ৩০ শে নভেম্বর, ১৯৩৩।
Post a Comment (0)
Previous Post Next Post