মার্চের দিনগুলি

সাধারণ জ্ঞান : রাশিয়া

রাশিয়া

‘রুশ বিপ্লব’ সংঘটিত হয় কত সালে? – ১৯১৭ সালে।

রাশিয়ার সরকারি নাম কী? – রুশ ফেডারেশন (Russin Fedaration)।

আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি? – রাশিয়া।

USSR নামটি গৃহীত হয় কবে? – ১৯২২ সালে।

রাশিয়ার আইনসভার নাম কী? – ফেডারেল অ্যাসেম্বলি। (দুই কক্ষ বিশিষ্ট আইনসভার নিম্ন কক্ষের নাম ডুমা ও উচ্চ কক্ষের নাম ফেডারেল কাউন্সিল)।

রাশিয়ার আইনসভার সদস্য সংখ্যা কত? – ডুমার সদস্য ৪৫০ ও ফেডারেল কাউন্সিলের সদস্য ১৬৯।

সাড়া জাগানো রুশ বিপ্লবের স্থায়িত্বকাল ছিল কত দিন? – ১০ দিন।

উন্নয়নে ‘পঞ্চবার্ষিকী পরিকল্পনার’ প্রবর্তক দেশ কোনটি? – সাবেক সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)।

উন্নয়নে ‘পঞ্চবার্ষিকী পরিকল্পনার’ প্রবর্তক কে? – স্ট্যালিন।

১৯১৭ সালে সংগঠিত রুশ বিপ্লবের নেতৃত্ব দেন কে? – লেলিন।

টুটোস্কি কোন দেশের নেতা ছিলেন? – রাশিয়ার।

‘গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রইকা’ নীতির প্রবক্তা কে? – মিখাইল গর্বাচেভ।

‘গ্লাসনস্ত’ কী? – খোলামেলা আলোচনা।

‘পেরেস্ত্রইকা’ কী? – সংস্কারমূলক বা উন্নয়নমূলক আলোচনা।

‘গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রইকা’ নীতি ঘোষণা করা হয় কবে? – ১৯৮৫ সালে।

রাশিয়ার পার্লামেন্ট আনুষ্ঠানিক ভাবে ‘কমিউনিস্ট পার্টি’কে বাতিল ঘোষণা করে কবে? – ২৮ আগস্ট ১৯৯১ সালে।

সোভিয়েত ইউনিয়নে কম্যুনিস্ট পার্টিকে আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয় কবে? – ২৫ ডিসেম্বর ১৯৯১।

সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র গঠিত হয়? – ১৫টি। (CIS-Commonwealth of Independent States)।

রাশিয়া কাস্তে হাতুড়ির পরিবর্তে নতুন কী প্রতীক চালু করেছে? – দুই মাথাযুক্ত ঈগল।

রাশিয়ার নতুন সংবিধান চালু হয় কবে? – ২৪ ডিসেম্বর ১৯৯৩।

জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট কে? – বরিস ইয়েসৎসিন (গণতান্ত্রিক প্রথম প্রেসিডেন্ট)।

অখণ্ড ইউরোপের প্রবক্তা কে? – মিখাইল গর্বাচেভ (১৯৮৫ সালে প্রবর্তিত)।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন কে? – স্ট্যালিন।

অত্যাধুনিক বিমান বিধ্বংসী ক্ষেপনাস্ত্র ‘হক’ এর নির্মাতা কোন দেশ? – রাশিয়া।

রাশিয়ার সর্বশেষ রাজা জার দ্বিতীয় নিকোলাসের রাজবংশের নাম কী? – রোমান রাজবংশ।

বাল্টিক প্রজাতন্ত্রগুলো সোভিয়েত ইউনিয়নের (রাশিয়া) অধীনে আসে কবে? – ১৯৪০ সালে।

রাশিয়ার রাজনৈতিক দলের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির নাম কী? – পলিট ব্যুরো।

আনুষ্ঠানিক ভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষণা করা হয় কবে? – ২১ ডিসেম্বর ১৯৯১ সালে।

সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র এশিয়ার সাথে সংযুক্ত হয়েছে? – ৫টি রাষ্ট্র।

ইউরোপ ও এশিয়ার বিশাল অংশ জুড়ে কোন দেশ অবস্থিত? – রাশিয়া।

চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে কবে আণবিক দূর্ঘটনা ঘটে? – ১৯৮৬ সালের ২১ ডিসেম্বর।

কবে সুপ্রীম সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে দেয়া হয় এবং গর্বাচেভ পদত্যাগ করেন? – ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর।

রাশিয়া কবে আইএমএফ এবং বিশ্বব্যাংকে যোগ দেয়? – ১৯৯২ সালের ২৭ এপ্রিল।

রাশিয়ার ইতিহাসে কবে সর্বপ্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়? – ১৯৯৩ সালের ১২ ডিসেম্বর।

রাশিয়া বাইলোরাশিয়া ও ইউক্রেন নিয়ে কবে স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ (CIS) গঠিত হয়? – ১৯৯১ সালের ৮ ডিসেম্বর।

রাশিয়ার চেচনিয়া ছাড়া বর্তমানে স্বাধীনতার দাবিতে আন্দোলনরত মুসলিম প্রজাতন্ত্রের নামকী? – দাগেসস্থা ন (এর রাজধানী মাখচাকালা)।

রাশিয়া কবে ইসলাম, খ্রিষ্টান, ইহুদি ও বৌদ্ধ ধর্মকে সংসদে স্বীকৃতি দেয়? – ১৯৯৭ সালে।

কবে বলশেভিকের হাতে নিহত শেষ জার দ্বিতীয় নিকোলাস ও তার পরিবারকে সেন্টপিটার্স বার্গে কবর দেয়? – ১৯৯৮ সালের জুলাই মাসে।

রাশিয়া ও বেলারুশ একত্রীকরণের চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ৭ ডিসেম্বর, ১৯৯৯ সাল।

রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রকে কবে স্বাধীন মুসলিম দেশ হিসাবে ঘোষণা করা হয়? – ১০ আগস্ট, ১৯৯৯ সাল।

বাল্টিক অঞ্চলে রাশিয়ার শেষ সামরিক ঘাঁটি কোনটি? – লাটভিয়ার স্ক্রন্ডা বাডার বেজ।

রাশিয়ার কোন কোন এলাকা মুসলমান অধ্যূষিত? – ককেসাস, দাগেস্তান, ওসেটিয়া এবং তুরস্ক সীমান্তের চেচেন ও ইঙ্গুশোটিয়া অঞ্চল।

সর্বপ্রথম কবে বলকান রাজ্যে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়? – ১৯১২ সালের ৩০ আগস্ট।

কবে বলকান যুদ্ধের অবসান ঘটে? – ১৯১৩ সালের ৩০ মে।

লেনিন কবে ‘এপ্রিল থিচিচ’ পেশ করেন? – ১৯১৭ সালের ১৭ এপ্রিল।

কবে পেত্রোগ্রাদের নাম করা হয় লেনিনগ্রাদ? – ১৯২৪ সালের ২৬ জানুয়ারি।

পেত্রোগ্রাদের বর্তমান নাম কী? – সেন্টপিটের্সবার্গ (২০০২ সাল হতে)।

কবে লেনিনের নেতৃত্বে বলশেভিকরা ক্ষমতা দখল করেন? – ১৯১৭ সালের ২৬ জানুয়ারি।

রাশিয়ায় প্রথমবারের মত আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? – অক্টোবর ২০০২ সালে।

লীগ অব নেশনস থেকে সোভিয়েত ইউনিয়নকে বহিস্কার করা হয় কবে? – ১৯৩৯ সালের ১ অক্টোবর। 

রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত? – ৬ বছর (পূর্বে ছিল ৪ বছর)

রাশিয়ার রাষ্ট্রধর্ম কয়টি? – ৪টি (ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ ও ইহুদি)।

বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক প্রকল্প নির্মাণ করছে কোন দেশ? – রাশিয়া।

বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক প্রকল্পের নাম কী? – আকামেদিক লোমোনসভ।

সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় কবে? – ২২ নভেম্বর ১৯৯৫ সালে।

সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া) প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায় কবে? – ২৯ আগস্ট ১৯৪৯ সালে।

ইতার-তাস (ITAR-TASS), রিয়া নেভোস্তি (RIANOVOSTI) কোন দেশের সংবাদ সংস্থা? – রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কী? – ক্রেমলিন।

রাশিয়ার সীমান্তবর্তী দেশ কয়টি? – ১৪টি (আবখাজিয়া ও দক্ষিণ ও শেটিয়াসহ ১৬টি)।

অত্যাধুনিক বিমান বিধ্বংসী বোমা ড্যাড অব আল বোম্বস বা Father of All Bombs কোন দেশ তৈরি করে? – রাশিয়া।

টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে রাশিয়ার নতুন জার কে? – ভ্লাদিমির পুতিন।

সম্প্রতি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কত বছর পর ইরান সফর করেন? – ৬৪ বছর পর (১৯৪৩ সালে জোসেফ স্ট্যালিনের পর কোন রাশিয়ান রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম ইরান সফর)।
Post a Comment (0)
Previous Post Next Post