সাধারণ জ্ঞান : স্প্রেডশিট এ্যানালাইসিস

স্প্রেডশিট এ্যানালাইসিস

কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কি বলা হয়? – সেল।

এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে বলে – সেল।

কম্পিউটারে হিসাবনিকাশ করার সাধারণ প্রোগ্রাম কোনটি? – স্প্রেডশিট প্রোগ্রাম।

বিভিন্ন সেলের উপাত্তের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করা যায় কোনটিতে? – স্প্রেডসিট প্রোগ্রাম।

বস্তুত কত সালে মেকিনটোশ কম্পিউটার জন্ম নেয়? – ১৯৮৫ সালে।

কম্পিউটারের হিসাবনিকাশ করার সাধারণ প্রোগ্রাম কী? – স্প্রেডশিট প্রোগ্রাম।

Spreadsheet হল – গণনাকারী প্রোগ্রাম।

শুধু পরিবর্তিত সংখ্যাগুলো টাইপ করে দিলে সম্পূর্ণ হিসাব আপনাআপনি পুনবিন্যস্ত হয়ে যাবে কিসের মাধ্যমে? – স্প্রেডশিটে।

মেকিনটোশ সিস্টেমে জনপ্রিয় স্প্রেডসিট কোনটি? – এক্সেল।

মেকিনটোশ পার্সোনাল কম্পিউটারের প্রধান স্প্রিডসিট প্রোগ্রাম কোনটি? – মাইক্রোসফট এক্সেল।

নিচের কোন্‌টি মেকিনটোশ এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি অত্যন্ত জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম? – Excel.

মাইক্রোসফ্ট কোম্পানি মেকিনটোশ কম্পিউটারের জন্য এক্সেল স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি করে - / কত সালে মাইক্রোসফ্ট কোম্পানি মেকিনটোশের জন্য এক্সেল তৈরি করে? – ১৯৮৫ সালে।

কোন কোম্পানি ১৯৮৫ সালে মেকিনটোশ কম্পিউটারের জন্য এক্সেল স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি করে? / এক্সেল স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি করে কোন কোম্পানি? – মাইক্রোসফ্ট কোম্পানি।

এমএস কর্পোরেশন কোন কম্পিউটারের জন্য ১৯৮৫ সালে এক্সেল প্রোগ্রাম তৈরি করে? – মেকিনটোশ।

ফোরট্রান কী? – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।

আইবিএম পিসি কম্পাটিবল কম্পিউটারের উইন্ডোজ সিস্টেমের জন্য এক্সেল স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি করে কত সালে? – ১৯৮৭ সালে।

কত সালে আইবিএম পিসি-এর উইন্ডোজ সিস্টেমের জন্য এক্সেল প্রোগ্রাম তৈরি করেন? – ১৯৮৭ সালে।

মাইক্রোসফ্ট ১৯৮৭ সালে কোন কম্পিউটারের জন্য এক্সল প্রোগ্রাম তৈরি করে? – IBM

কোনটির সাহায্যে বাজারপ্রবণতার বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণী করা যায়? – মাইক্রোসফ্ট এক্সেল / স্প্রেডশিট প্রোগ্রাম।

ডস কি? – অপারেটিং সিস্টেম।

লোটাস স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে – বর্ণ ভিত্তিক।

লোটাস ১-২-৩ কোন পদ্ধতিতে পরিচালনা করা সুবিধাজনক? – টেক্সট বেজড।

লোটাসের একটি সেল বা ঘরে ওয়ার্কশিটের নিজস্ব নিয়ম অনুযায়ী কত বর্ণবিশিষ্ট লেবেল বা শব্দ টাইপ করা যায়? – ৮ বর্ণ।

লোটাস ১-২-৩ কোন অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য? – DOS.

স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি? – লোটাস ১-২-৩

স্প্রেডশিট প্রোগ্রাম কোন্‌টি? – এক্সেল।

ডস এ ব্যবহৃত স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে – লোটাস।

আইবিএম পার্সোনাল কম্পিউটারে ডস পরিবেশ বহুল ব্যবহৃত স্প্রেডশিট প্রোগ্রাম হল - / DOS অপারেটিং সিস্টেমের বহুল ব্যবহৃত স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে – লোটাস ১-২-৩

এক্সেল কি? – GUI ভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম।

কোনটি চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম? / GUI ভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম কোন্‌টি? – এক্সেল।

এক্সেল স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে – চিত্রভিত্তিক।

কোনটি চিত্রভিত্তিক ডাটাবেস প্রোগ্রাম? – Excel.

অক্ষরসম্বলিত তথ্য কোন ধরনের ডাটা? – টেক্সট।

এক্সেলে বাংলা সফ্টওয়্যার – ব্যবহৃত হয়।

এক্সেল প্রোগ্রামের গুণ-এর জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয়? – *

লোটাস হল ---- স্প্রেডশিট প্রোগ্রাম। – বর্ণভিত্তিক (TEXT Based)

লোটাস হল – টেক্সটভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম।

কোনটি স্প্রেডশিট প্রোগ্রাম নয়? – ডিবেজ।

Excel-এ সারির সংখ্যা – ১৬,৩৮৪

ফিল্ডের নাম ---- গ্রাম, ডাটা ---- রাণীপুর ফিল্ডের ধরন কী হবে? – বর্ণ।

স্প্রেডশিট প্রোগ্রামে বাম থেকে ডান দিকে চলে আসা ঘরগুলোকে একত্রে কী বলে? – সারি।

প্রোগ্রাম খোলার পর পর্দায় অসংখ্য ঘরবিশিষ্ট একটি হিসাবের ছক দেখা গেল। এক্ষত্রে হিসাবের ছকটিকে বলা হয় - / স্প্রেডশিট প্রোগ্রাম চালু করার পর পর্দায় অসংখ্য ঘরবিশিষ্ট একটি ছক দেখা যায় তাকে কি বলে? / স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘরবিশিষ্ট ছককে বলে – ওয়ার্কশিট।

প্রোগ্রাম বন্ধ করার কমান্ড কোনটি? – Exit

ওয়ার্কশিট বলতে কী বুঝায়? / ওয়ার্কশিট কী? – বহু ঘরবিশিষ্ট একটি হিসাবের ছক।

সাধারণত একটি স্প্রেডশিট ফাইলে কয়টি ওয়ার্কশিট থাকে? –

একটি ওয়ার্কশিটে – লাখেরও বেশি ঘর বা সেল থাকতে পারে। - ৪০

এক্সেল ওয়ার্কশিটের সর্বশেষ কলাম কোনটি? – আই ভি

একটি ওয়ার্কশিটে কতটি সেল থাকতে পারে? / এক্সেল ওয়ার্কশিটের মোট ঘরের সংখ্যা – ১৭১৭,৯৮,৬৯,১৮৪

চীনা ভাষার বর্ণ সংখ্যা – ৮৫ হাজার।

স্প্রেডশিট প্রোগ্রামের উপর থেকে নিচের দিকে বরাবর চলে আসা ঘরগুলোকে এক সঙ্গে কি বলা হয়? – Column.

ওয়ার্কশিটের উপর থেকে নিচের ঘরগুলোকে বলে – কলাম।

একটি ওয়ার্কশিটের ৩য় কলাম ও ৫ম সারির সেল এড্রেস – C5

K কলাম এবং 20নং সারির সেল এড্রেস – K20

M কলাম ও 14নং সারি সেল এড্রেস হল – M14

নিচের কোনটি সঠিক সেল এ্যাড্রেস – D9

ওয়ার্কশিটের সিলেক্ট করা ঘরসমষ্টিকে বলা হয় – রেঞ্জ

নির্দিষ্ট কাজের জন্য বেশ কয়েকটি ঘর এক সঙ্গে সিলেক্ট করলে ঐ ঘর সমস্টির এলাকাকে বলে – রেঞ্জ।

স্প্রেডশিট প্রোগ্রামের চূড়ান্ত পর্যায়ের কাজটি হচ্ছে – ওয়ার্কশিট ফরমেটিং করা।

স্প্রেডশিট প্রোগ্রামের চূড়ান্ত কাজ কোনটি? – ওয়ার্কশিট তৈরি করা।

সংখ্যার সঙ্গে ডলার বা টাকা চিহ্ন ব্যবহার করা ওয়ার্কশিটের কোন মেনুর কাজ? – Format

পৃষ্ঠার মাপ নির্ধারণ করা হয় কোনটিতে? – পেজ সেটআপ ডায়ালগ বক্সে।

স্প্রেডশিট প্রোগ্রামের মূল উপজীব্য বিষয় কি? – Cell

কলাম ও সারির মধ্যবর্তী সংযোগস্থলকে কী বলে? – সেল।

সংরক্ষিত ওয়ার্কশিটি ফাইলের এক্সটেনশন কি? – XLS

নিম্নের কোনটি ওয়ার্কশিট ফরমেটিং এর কাজ? – উপরের সবকটি।

ওয়ার্কশিটে ফরমুলা লেখার জন্য ফরমুলা বারে প্রথমেই কোন চিহ্ন টাইপ করতে হয়? - =

স্প্রেডশিট প্রোগ্রামে আমরা যদি C9+D10+E12+F15 সেলের সাথে যোগ করে তা A9 সেলে লিখতে চাই তাহলে কেথায় কীভাবে ফরমুলা লিখতে হবে? – A9 সেলে, =C9+D10+E12+F15

স্প্রেডশিটে ফরমুল কপি করার জন্য Copy-Paste ছাড়া অন্য কোন কমান্ড ব্যবহার করা যায়? – Fill

যোগসূত্র স্থাপনকারী সেলগুলো কী ধরনের হতে পারে? – সক্রিয় ও নিষ্ক্রিয়।

ওয়ার্কশিটের একটি সেলে সর্বোচ্চ কতটি অক্ষর টাইপ করা যায়? – অসংখ্য।

এক্সেলে ফাংশন কমান্ড পাওয়া যায় কোন মেনুতে? – Insert

এক্সেলে গুণ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? - *

ফরমুলার সঠিকতা যাচাই করার জন্য কোন সংখ্যা ব্যবহার করতে হবে? – ছোট আকারের সংখ্যা।

লেখা সম্পাদনার সাহায্যে – অক্ষর ছোট বড় করা যায়, অক্ষরের আকৃতি পরিবর্তন করা যায়, লেখাকে ঘুরিয়ে স্থাপন করা যায়।

স্প্রেডশিট প্রোগ্রামে সংখ্যার ভিত্তিতে যে ভিজুয়্যাল উপস্থাপন তৈরি করা যায় তাকে কি বলে? – গ্রাফ/চার্ট।

চার্ট উইজার্ড থেকে গ্রাফ চার্ট তৈরিতে কয়টি ধাপ প্রয়োজন? – চারটি।

গ্রাফ বা চার্ট তৈরি করার সহজ উপায় হল – চার্ট উইজার্ড ব্যবহার করা।

স্প্রেডশিট প্রোগ্রামে একসাথে কয়টি ওয়ার্কশিটে কাজ করা যায়? – একাধিক।

উইন্ডোর নিচে ওয়ার্কসিটগুলোর নাম কিভাবে লিখা থাকে? – Sheet 1,2,3

যে কোন তথ্যের ভিজ্যুয়াল উপস্থাপনাই হলো – ওয়ার্কশিট, ফাংশন, গ্রাফ

ওয়ার্কশিট প্রিন্ট করার জন্য ফাইল মেনুর কোন কমান্ড ব্যবহার করতে হয়? – Print

নতুন ওয়ার্কশিটের জন্য ওয়ার্কশিট কমান্ড পাওয়া যায় কোন মেনুতে? – Insert

স্প্রেডশিট দিয়ে প্রধানত – হিসাবনিকাশের কাজ করা যায়।

MS Excel প্রোগ্রাম দিয়ে কি কাজ করা হয়? – Calculating

স্প্রেডশিট প্রোগামের সেলগুলো কয় ধরনের হতে পারে? / সেল কয় ধরনের হতে পারে? – ২ ধরনের।

এক্সেলের কলাম সংখ্যা কত? – ২৫৬

কোনটি ফাংশন? – AVG

=AVG(C9:C19), এখানে AVG কি? – Function

=Sum(C9:C12), এখানে Sum কি? – Function

এক্সেলে সঠিকভাবে লেখা ফরমুলা হল - / C9, C10, C11 ও C12 সেল চারটির সংখ্যাগুলোকে যোগ করার ফরমুলা কি? - =Sum(C9:C12)

=(C9+C10+C11+C12)/4 এই গাণিতিক হিসাবের কাজটি কোন উপায়ে সহজে করা যায়? - =AVG(C9:C12)

ওয়ার্কশিটের সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করার ফরমুলা হচ্ছে - @ SUM MAX (Cell .. Cell)

সঠিক ফাংশনের ব্যবহার কোন্‌টি? – = SUM (d2 : h2)

কোন তথ্যটি সঠিক? – = Sum (C2 t C8)

ফাংশন কমান্ড পাওয়া যায় কোন মেনুতে? – ইনসার্ট।

'C' কলামের 6 নং রো এর ঠিকানা কোনটি? – C6

শর্ত নির্ভর কাজ করা যায় – লজিক্যাল ফরমুলার সাহায্যে।

1 Comments

  1. কলাম ও সারির মধ্যবর্তী স্থানকে কি বলে

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post