মার্চের দিনগুলি

অনুচ্ছেদ : স্বেচ্ছাশ্রম

স্বেচ্ছাশ্রম


স্ব-ইচ্ছায় জনকল্যাণমূলক কাজে যে শ্রম দেয়া হয় তাকে স্বেচ্ছাশ্রম বলা হয়। মানবজীবনে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। এটি যেমন ক্ষুদ্র কর্মকাণ্ডে প্রয়োগ করা যায়, তেমনি বৃহত্তম কর্মকাণ্ডেও স্বেচ্ছাশ্রম বিনিয়োগ করা যায়। উন্নয়নশীল দেশের পক্ষে কোনো বৃহৎ কাজের পরিসরে আর্থিক ও লোকবল প্রধান সমস্যা হয়ে দেখা দিতে পারে। তখন একমাত্র স্বেচ্ছাশ্রমই পারে এ সমস্যার সমাধান করতে। জনগণ সচেতন থাকলে এবং নিজেদের উপকারার্থে তারা যদি স্বেচ্ছাশ্রম প্রয়োগ করে তবে উন্নয়নশীল দেশগুলো উন্নতির চরমশিখরে আরোহণ করতে পারবে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরোপকারের লক্ষ্যে বহুসংখ্যক মানুষ নিয়োজিত হয়ে ঐক্যবদ্ধতার দ্বারা জাতির বৃহত্তর কল্যাণ সাধন করতে পারে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রতিটি নাগরিকের মাঝে জাতীয় চেতনা বোধের জন্ম হয়।
Post a Comment (0)
Previous Post Next Post