অনুচ্ছে : আমার প্রিয় খেলা

আমার প্রিয় খেলা


প্রতিটি তরুণের মতো আমিও খেলা ভালোবাসি। খেলার মধ্য দিয়ে অনুভব করি এক উত্তেজনাময় আনন্দ। আমাদের দেশে অনেক রকমের খেলা আছে। তার মধ্যে আমার প্রিয় খেলা ক্রিকেট। এ খেলা আমাকে যেভাবে আনন্দ দেয় তা অন্য কোন খেলা দিতে পারে না। আমার মনে হয় ক্রিকেট খেলার প্রতি মুহূর্তে যে রোমাঞ্চ কাজ করে অন্য কোন খেলায় তা পাওয়া যায় না। ক্রিকেট খেলার প্রতিটি বলে বলে অনিশ্চয়তা আর আনন্দ। আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের ক্রিকেট অনেক সুনাম কুড়িয়েছে। এ কারণেও ক্রিকেট আমার ভালো লাগে। বর্তমানে তিন ধরনের ক্রিকেট প্রচলিত- টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি। টেস্ট ম্যাচ একটু মন্থর ও দীর্ঘ সময় ধরে চললেও আমার ভালো লাগে। ক্রিকেটের এ ধরণটি অতি প্রাচীন ও মর্যাদাপূর্ণ। তবে বেশি ভালো লাগে ওয়ানডে ও টি টুয়েন্টি। সহজেই এবং দ্রুত চরম উত্তেজনার মধ্য দিয়ে এ ধরনের খেলার সমাপ্তি পাওয়া যায়। ক্রিকেট চার-ছয় মারার মুহুর্ত খুবই আকর্ষণীয়। এ খেলার সবচেয়ে মজার দিক হচ্ছে শেষ বল না হওয়া পর্যন্ত বলা যায় না কোন দল জয় লাভ করবে। এ কারণেই এ খেলা দিন দিন খুবই জজনপ্রিয়তা পাচ্ছে। আমি আশাকরি বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে।

1 Comments

Post a Comment
Previous Post Next Post