অনুচ্ছেদ : বাদলা দিন
| History | 📡 Page Views |
|---|---|
|
Published 27-Nov-2021 | 03:43 PM |
Total View 3.4K |
|
Last Updated 27-Nov-2021 | 03:43 PM |
Today View 0 |
বাদলা দিন
যেদিন সারাদিন বৃষ্টি হয়, আকাশ মেঘাচ্ছন্ন থাকে, সূর্যের মুখ দেখা যায় না— এরূপ দিনকে বাদলা দিন বলে। বাদলা দিন কারও কারও জন্য আনন্দময় হলেও অধিকাংশের জন্যই এরূপ দিন নিরানন্দময়। বাদলা দিনে আকাশ কালো মেঘাচ্ছন্ন থাকে, সূর্য দেখা যায় না, থেকে থেকে বিদ্যুৎ চমকায়, আবহাওয়া প্রতিকূল থাকে। কখনো বা মুষলধারে আবার কখনো বা টাপুর টুপুর বৃষ্টি হতে থাকে। দিন-মজুরের জন্য বাদলা দিন একটা অভিশাপ। এরূপ দিনে সে তার জীবিকার জন্য বাইরে যেতে পারে না; ফলে সেদিন তাকে তার পরিবার-পরিজন নিয়ে অনাহারেই থাকতে হয়। কিন্তু ধনীরা বাদলা দিনকে স্বাগত জানায়। তাদের জন্য এরূপ দিন আনন্দময় হয়ে ওঠে। এমন দিনে তারা বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দিয়ে কাটিয়ে দেয়। বাদলা দিন ছাত্রছাত্রীর নিকট খুবই কাঙ্ক্ষিত একটি দিন কারণ এমন দিনে বৃষ্টির অজুহাতে তাকে স্কুলে যেতে হয় না বলে ছুটি ভোগ করতে পারে।
Leave a Comment (Text or Voice)
Comments (0)