সাধারণ জ্ঞান : ফার্মাসিস্ট পরীক্ষার প্রস্তুতি - ৮

ফার্মাসিস্ট পরীক্ষার প্রস্তুতি
C-Grade
পর্ব - ৮

আপনাকে যদি একই স্থানে ব্যবহারের জন্য একাধিক ক্রিম বা লোশন লাগাতে বলা হয় সেক্ষেত্রে একটি লাগানোর পর আরেকটা ব্যবহারের জন্য কতক্ষণ সময় বিরতি রাখতে হয়? - আধাঘন্টা।

সাপোজিটরি প্রয়োগ করার পর কয় ঘন্টা পর্যন্ত টয়লেট ব্যবহার করা যাবে না? - ১ ঘন্টা।

অ্যাসপিরিন + ওয়ারফেরিন একসাথে ব্যবহার করা যাবে কি? - ব্যবহার করা যাবে না।

সিপ্রোফ্লোক্সাসিন সেবন করার কয় ঘন্টা পর এন্টাসিড গ্রহণ করা যাবে? - ২ ঘন্টা পর।

ইরাইথ্রোমাইসিন সেবনের পর কয় ঘন্টা অপেক্ষা করে ওয়ারফেরিন সেবন করা যায়? - ১ ঘন্টা পর।

মেট্রোনিডাজল দ্বারা চিকিৎসা চলাকালীন সময়ে কি সেবন করা যাবে না? - এলকোহল।

ওমিপাজল সেবনের কয় ঘন্টা পর ম্যাগনেসিয়াম এন্টাসিড খেতে পারবে? - ২ ঘন্টা পর।

দুধ পান করার কয় ঘন্টা পর সিপ্রোফ্লোক্সাসিন সেবন করা যাবে? - ২ ঘন্টা পর।

খাবার গ্রহণের কয় ঘন্টা পূর্বে এমপিসিলিন সেবন করতে হয়? - ১ ঘন্টা পূর্বে।

উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ গুলো কি কি? - ফিলোডিপিন, নিমোডিপিন, নিফোডিপিন, নিকারডিপিন।

রক্তে চর্বি কমনোর ওষুধসমূহ কি কি? - অ্যাটরভাসট্যাটিন, লোভাস্ট্যাটিন, সিমভাসট্যাটিন।

মানসিক চাপ ও হতাশা কমানোর ওষুধসমূহ গুলো কি কি? - ডায়াজিপাম, মিডাজোলাম, ট্রায়াজোলাম, জ্যালোপলোন, কার্বাসাজিপাইন।

খালি পেটে অ্যালকোহল সেবন করলে রক্তে কি তৈরিতে বাধাগ্রস্থ হয়? - গ্লুকোজ।

খালি পেটে এলকোহল সেবন করলে রক্তে গ্লুকোজ তৈরি হতে কি হতে পারে? - বাধাগ্রস্ত হতে পারে।

কার্যকর যোগাযোগের বাধা দূরীকরণের উপায় কয়টি? - ৮টি।

যোগাযোগ হলো কয় বা কয় পক্ষের মাঝে তথ্য আদান প্রদান বুঝায়? - যোগাযোগ হলো দুই বা ততোধিক পক্ষের মাঝে তথ্য আদান প্রদান বুঝায়।

যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত শব্দসমূহ কয়টি? - ৫ টি।

মৌখিক যোগাযোগে কি ব্যবহার করা হয়? - শব্দ ব্যবহার করা হয়।

কথোপকথন বিহীন যোগাযোগ এ কি ব্যবহার করা হয়? - অঙ্গভঙ্গি ও আচরণ।

ওষুধ শরীরে যে পথে প্রবেশ করানো হয় তার প্রধান পথ কয়টি? - চারটি।

ওষুধের কার্যকা‌রিতা নির্ভর করে তার কয়টির উপরে? - চারটির উপরে।

এন্টারাল রুট ওষুধ কিসের মাধ্যমে খেতে হয়? - মুখে খাওয়ার মাধ্যমে।

প্যারেন্টারল রুট জাতীয় ওষুধ কিসের মাধ্যমে দিতে হয়? - ইনজেকশনের মাধ্যমে।

টপিক্যাল রুট কিভাবে দিতে হয়? - সরাসরি চামড়ায়।

রেসপিরেটরি রুট কিভাবে দিতে হয়? - শ্বাস প্রশ্বাসের মাধ্যমে।

রেক্টাল জাতীয় ওষুধ কিসের মাধ্যমে দিতে হয়? - পায়ুপথে।

ট্রান্সডারমাল জাতীয় ওষুধ দেহের কোথায় দিতে হয়? - ত্বকের মাধ্যমে।

ইন্ট্রা – অকুলার ওষুধ দেহের কোথায় প্রয়োগ করতে হয়? - চোখের ভিতরে।

সাবলিঙ্গুয়াল জাতীয় ওষুধ কিভাবে দিতে হয়? - জিহ্বার নিচে।

সলিড জাতীয় ওষুধ কোনগুলো? - স্যাচেটস, ক্যাপসুল, ওষুধের গুড়া, দানাদার ওষুধ, লজেন্স, ট্যাবলেট পেসারিস সাপোজিটরি ইত্যাদি।

তরল জাতীয় ওষুধ কোনগুলো? - ইমালশন, সাসপেনশন, লোশন, মাউথ ওয়াস, স্প্রে, সিরাপ ইত্যাদি।

অর্থ – তরল জাতীয় ওষুধ কোনগুলো? - ক্রিম, জেল, মলম, পেস্ট।

গ্যাস জাতীয় ওষুধ কোনগুলো? - এরোসল, ইনহেলার ইত্যাদি।

জীবানুমুক্ত ওষুধ কোনগুলো? - ইনজেকশন, ইনফিউশন (স্যালাইন) চোখের ড্রপ, কানের ড্রপ।

এটোরভাসটাটিন জাম্বুরা জাতীয় ফলের রস দিয়ে খেলে কিরুপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে? - মারাত্নক বিরুপ প্রতিক্রিয়া।

চিকিৎসক বা ফার্মাসিস্ট এর নিকট ১ চা চামচ মানে হলো কত এমএল ওষুধ? - ৫ এমএল।

ইনহেলার ব্যবহারের আগে কত থেকে কত বার ঝাকিয়ে নিতে হয়? - ৩ থেকে ৪ বার।

ইনহেলার মুখে দেওয়ার পর কতক্ষণ শ্বাস আটকে রাখতে হয় - ১০ সেকেন্ড।

করটিকোস্টেরয়েড জাতীয় মলম দিনে কয়বারের বেশি ব্যবহার করা উচিত নয়? - দুই বারের।

আপনাকে যদি একই স্থানে ব্যবহারের জন্য একাধিক ক্রিম বা লোশন লাগাতে বলা হয় সেক্ষেত্রে একটি লাগানোর পর আরেকটা ব্যবহারের জন্য কতক্ষণ সময় বিরতি রাখতে হয়? - আধাঘন্টা।

অ্যাসপিরিন + ওয়ারফেরিন একসাথে ব্যবহার করা যাবে কি? - ব্যবহার করা যাবে না।

সিপ্রোফ্লোক্সাসিন সেবন করার কয় ঘন্টা পর এন্টাসিড গ্রহণ করা যাবে? - ২ ঘন্টা পর।

ইরাইথ্রোমাইসিন সেবনের পর কয় ঘন্টা অপেক্ষা করে ওয়ারফেরিন সেবন করা যায়? - ১ ঘন্টা পর।

মেট্রোনিডাজল দ্বারা চিকিৎসা চলাকালীন সময়ে কি সেবন করা যাবে না? - এলকোহল।

ওমিপাজল সেবনের কয় ঘন্টা পর ম্যাগনেসিয়াম এন্টাসিড খেতে পারবে? - ২ ঘন্টা পর।

দুধ পান করার কয় ঘন্টা পর সিপ্রোফ্লোক্সাসিন সেবন করা যাবে? - ২ ঘন্টা পর।

খাবার গ্রহণের কয় ঘন্টা পূর্বে এমপিসিলিন সেবন করতে হয়? - ১ ঘন্টা পূর্বে।

উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ গুলো কি কি? - ফিলোডিপিন, নিমোডিপিন, নিফোডিপিন, নিকারডিপিন।

রক্তে চর্বি কমনোর ওষুধসমূহ কি কি? - অ্যাটরভাসট্যাটিন, লোভাস্ট্যাটিন, সিমভাসট্যাটিন।

মানসিক চাপ ও হতাশা কমানোর ওষুধসমূহ গুলো কি কি? - ডায়াজিপাম, মিডাজোলাম, ট্রায়াজোলাম, জ্যালোপলোন, কার্বাসাজিপাইন।

খালি পেটে অ্যালকোহল সেবন করলে রক্তে কি তৈরিতে বাধাগ্রস্থ হয়? - গ্লুকোজ।

খালি পেটে এলকোহল সেবন করলে রক্তে গ্লুকোজ তৈরি হতে কি হতে পারে? - বাধাগ্রস্ত হতে পারে।

কার্যকর যোগাযোগের বাধা দূরীকরণের উপায় কয়টি? - ৮টি।

যোগাযোগ প্রধানত কয় ধরনের হয়? - দুই ধরনের।

যোগাযোগের মাধ্যম কয় ধরনের হতে পারে? - দুই ধরনের।

দুর্ঘটনা কাকে বলে? - হঠাৎ করে ঘটে যাওয়া কোন গুরুতর বা বিপদজনক ঘটনাই হলো “দুর্ঘটনা”।

প্রাথমিক সেবা দানকারী তিনিই যার কি সেবা দেওয়ার প্রশিক্ষণ আছে? - প্রাথমিক সেবা দেওয়ার প্রশিক্ষণ।

সার্জিক্যাল ব্লেড কিসের জন্য ব্যবহার করা হয়? - আঘাতপ্রাপ্ত ক্ষতের চামড়া কাটার জন্য।

থার্মোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়? - শরীরের তাপমাত্রা মাপার জন্য।

হাইড্রোজেন পারঅক্সাইড কিসের জন্য ব্যবহার করা হয়? - আঘাতপ্রাপ্ত ক্ষত এলাকা পরিস্কার করার জন্য।

কটন গজ কিসের উপর ব্যবহার করতে হয়? - ক্ষতের উপর ব্যান্ডেজ ব্যবহার করার সময়।

কাচি কিসের জন্য ব্যবহার করা হয়? - তুলার গজ, প্লাস্টার, ব্যান্ডেজ ইত্যাদি কাটার জন্য।

বিভিন্ন মাপের প্লাস্টার কিসের জন্য ব্যবহার করা হয়? - ক্ষতস্থান কে ঢেকে দেওয়ার জন্য।

সার্জিক্যাল ব্লেড কিসের জন্য ব্যবহার করা হয়? - আঘাত বা ক্ষতের ত্বক/চামড়া কাটার জন্য ব্যবহার করা হয়।

জরুরি রোগীকে প্রাথমিক সেবা দেয়ার সময় কয়টি ধাপ অনুসরণ করতে হয়? - ৫ টি ধাপ।
যেমন :
  • Danger- রোগীর বিপদের গুরুত্ব মূল্যায়ন করুন,,
  • Response – রোগী সাড়া দিচ্ছেন কিনা
  • Airway –রোগীর শ্বাসনালী খোলা আছে কিনা
  • Breathing – রোগীর শ্বাস/নিঃশ্বাস প্রশ্বাস চলছে কিনা
  • Circulation – রোগীর রক্ত চলাচল স্বাভাবিক আছে কিনা

CPR এর ফুল মিনিং টা কি? - Cardio Palmonaary Resuscitation

আহত অজ্ঞান ব্যক্তিকে কি কি দেওয়া উচিত নয়? - আহত অজ্ঞান ব্যক্তিকে কখনো কিছু খেতে বা পান করতে দিবেন না।

গলায় কিছু আটকে গিয়ে রোগীর শ্বাস বন্ধ হয়ে গেলে কি করতে হবে? - গলায় কিছু আটকে গিয়ে শ্বাস বন্ধ হয়ে গেলে – রোগীর ডানার হাড়ের মাঝখানে পিঠের দিকে হালকা চাপড় দিন (৫ বার পর্যন্ত) যাতে নতুন করে আঘাত না লাগে।

হাড়ভাঙা রোগীকে কোন চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠাতে হবে? - হাড়ভাঙা রোগীর ক্ষেত্রে ভাঙ্গা পা সুস্থ পায়ের সাথে বেধে হাসপাতালে পাঠাতে হবে।

হাড়ভাঙা রোগী অর্থাৎ হাড় তার স্বাভাবিক অবস্থান থেকে সরে গেলে তাকে কি বলে? - ডিসলোকেশন বলে।

রোগীর পালস দেখার প্রয়োজনে ক্যারোটিড ধমনীর পালস অন্তত কত সেকেন্ড দেখতে হবে? - ১০ সেকেন্ড।

পুড়ে যাওয়া প্রকারভেদ : পুড়ে যাওয়ার তীব্রতা অনুযায়ী কয় ধরনের হয়ে থাকে? - ৩ ধরনের।

সাধারণত হাড়ভাঙা কয় ধরনের পাওয়া যায়? - ২ ধরনের।

দূর্ঘটনা জনিত মৃত্যুর কারণগুলোর মধ্যে পানিতে ডুবে মারা যাওয়া বিশ্বজুড়ে কততম স্হানে রয়েছে? - তৃতীয় স্থানে।

মোট দূর্ঘটনাজনিত মৃত্যুর কত % পানিতে ডুবে মারা যায়? - ৭%

বাংলাদেশে কত থে‌কে কত বছরের শিশুদের মধ্যে সকল মৃত্যুর শতকরা ৪৩ ভাগ পানিতে ডুবে মারা যায়? - ১ থেকে ৪ বছরের।

বাংলাদেশে ১ থেকে ৪ বছরের শিশুদের মধ্যে সকল মৃত্যুর শতকরা কত ভাগ পানিতে ডুবে মারা যায়? - ৪৩ ভাগ।

বিশ্বজুড়ে প্রতিবছর আনুমানিক কত লক্ষ কত হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়? - তিন লক্ষ বাহাত্তর হাজার।

পানিতে ডুবা রোগীকে পানির বের না হওয়া পর্যন্ত কৃত্রিম কি দেওয়া যাবে না? - শ্বাস দেওয়া যাবেনা।

শ্বাসকষ্ট হচ্ছে এমন রোগীর মাথার নিচে কি দেওয়া যাবে না? - বালিশ দেওয়া যাবে না।

রোগীদের শ্বাসকষ্ট হতে থাকলে রোগীর মুখে কি দেওয়া যাবেনা? - কিছু খেতে দিবেন না।

মৌমাছি হুল ফোটার জায়গায় হুল সরিয়ে ফেলার পর অন্তত কত মিনিট বরফ চেপে রাখতে হবে? - ১০ মিনিট।

কুকুর, বানর, বাদুর ইত্যাদির কামড়ে কোন টিকা দিতে হয়? - রেবিস।

সাপে কামড়ালে ক্ষতস্থানে কোন কোন জিনিস দেওয়া যাবেনা - ক্ষতস্থানে কোন ক্যামিকেল বা ইনজেকশন দেওয়া যাবে না।

সাপে কামড়ালে ক্ষতস্থানে বরফ লাগানো যাবে কি? - বরফ লাগানো যাবেনা।

রোগী যদি এসিড বা জারক জাতীয় বিষ সেবন করে থাকেন তবে তাকে কি খেতে দিবেন? - অল্প অল্প পানি বা দুধ পান করতে দিন।

যদি কোন কেমিক্যালের কারণে রোগীর শরীর পুড়ে গিয়ে থাকে তবে কত মিনিট ধরে ঠান্ডা পানি ঢালতে হবে? - ২০ মিনিট ধরে।

উপাদান, প্রস্তুতপ্রনালী ও ব্যবহারের উপর ভিত্তি করে সার্জিক্যাল ড্রেসিংসমূহকে কয়ভাগে ভাগ করা যায়? - ৫ ভাগে।

গজ হলো এক ধরনের শোষক ড্রেসিং যা সাধারণত তুলা হতে তৈরি করা কাপড় এর মাপ সাধারণত প্রতি বর্গ ইঞ্চিতে কত থেকে কত সুতা পর্যন্ত হয়ে থাকে? - ৪৩৬ হতে ২০১২।

বোরিক এসিড গজে কত % বোরিক এসিড থাকে? - ৩-৭%

ডাবল সায়ানাইড গজ এতে মারকারি সায়ানাইড কত থেকে কত % থাকে? - ০.৫-১.৫%

ডাবল সায়ানাইড গজ এ জিঙ্ক সায়ানাইড কত থেকে কত % থাকে? - ১.৫-৩.০%

আয়োডোফর্ম গজ এতে আয়োডোফর্ম কত % থাকে? - ৪-৬% থাকে।

ট্রাইনাইট্রোফেনল গজ এতে কত % ট্রাইনাইট্রোফেনল থাকে? - ১.৫-২.৫%

ওষুধবিহীন গজ কোন গুলো? - ওষুধবিহীন গজ গুলো হলো : শোষক গজ, শোষক ফিতা গজ, শোষক টিস্যু গজ, সেলুলোজ টিস্যু।

ব্যান্ডেজ কি ও ব্যান্ডেজ কিসের দ্বারা তৈরি? - ব্যান্ডেজ হলো তুলা বা এর সাথে উলের সংমিশ্রণে তৈরি বিশেষ কাপড়।

প্রস্তুত প্রণালী অনুযায়ী ব্যান্ডেজকে কয় ভাগে ভাগ করা যায়? - চার ভাগে।

তুলার কাপড় ব্যান্ডেজ কোন গুলো? - ওপেন ওভ ব্যান্ডেজ, মসলিন ব্যান্ডেজ,,ব্লিচড ক্যালিকো ব্যান্ডেজ।

Post a Comment (0)
Previous Post Next Post