সাধারণ জ্ঞান : ফার্মাসিস্ট পরীক্ষার প্রস্তুতি - ৬

ফার্মাসিস্ট পরীক্ষার প্রস্তুতি
C-Grade
পর্ব - ৬

বিশেষায়িত হাসপাতালসমূহ কত বছরের নিচে শিশুদের টিকাদান ও চিকিৎসা সেবা দিয়ে থাকে? - পাচঁ বছরের নিচে শিশুদের।

সিটি কর্পোরেশন এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সরকারি হাসপাতালের বহির্বিভাগে ডিসপেন্সারী পরিচালনা করে থাকে সেগুলো কি কি রোগের চিকিৎসা প্রদান করে? - সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা দেয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন কত এবং স্থানীয় সরকার (মিউনিসিপ্যালিটি) আইন কত অনুযায়ী নগরবাসীদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রদানের দায়িত্ব সিটি কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটির? - ২০০৯

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট এর অধীনে কতটি সিটি কর্পোরেশন আছে? - ১১ টি।

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট এর অধীনে কতটি মিউনিসিপ্যালিটি আছে? - ৫ টি।

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট এর অধীনে কতটি প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র আছে? - ১৬১ টি।

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট এর অধীনে কতটি স্যাটেলাইট ক্লিনিক আছে? - ৬৪৪ টি।

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট এর অধীনে কতটি প্রত্যক্ষ চিকিৎসাকেন্দ্র আছে? - ৯২ টি।

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট এর অধীনে কতটি প্রাথমিক চক্ষুসেবা কেন্দ্র আছে? - ২৪ টি।

বস্তিবাসী প্রথমে স্বাস্থ্যসেবা নেয় কোথায় থেকে? - ওষুধের দোকান থেকে।

অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ (ইএসপি) ও সেগুলোর উপাদানসমূহ কয়টি? - ৬ টি।

IMCI (আইএমসিআই) এর ফুল মিনিংটা কি? - ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব চাইল্ডহুড ইলনেস (আইএমসিআই) IMIC

(ইপিআই) EPI এর ফুল মিনিংটা কি? - এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই)

সংক্রামক রোগসমূহ গুলো কি কি? - যক্ষ্মা, ম্যালেরিয়া, এইচআইভি/এইডস।

গ্রীষ্ম মন্ডলীয় রোগসমূহ গুলো কি কি? - কালাজ্বর, লিম্ফেটিক, ফাইলেরিয়াসিস, কুষ্ঠ, ডেঙ্গু, জলাতঙ্ক, কৃমি।

অসংক্রামক রোগসমূহ গুলো কি কি? - উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস।

অন্যান্য সাধারণ বিষয়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা গুলো কি কি? - চক্ষু সেবা, কানের সেবা, চর্ম সেবা।

বাংলাদেশ কত সালে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ/মিলেনেয়াম ডেভেলপমেন্ট গোলস শেষ করেছে - ২০১৫ সালে।

আমরা এখন ২০১৫-পরবর্তী কত সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা/সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস বাস্তবায়ন করছি? - ২০৩০ সালের মধ্যে।

২০১৫ সালের কত সেপ্টেম্বর তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা/এসডিজির ১৭ টি লক্ষ্য গ্রহণ করে? - ২৫ সেপ্টেম্বর।

কত সালে ধারা সমূহের মাধ্যমে ওষুধ প্রশাসন অধিদপ্তর তার দায়িত্ব পালন করে থাকে? - ২০০৬ সালে।

ওষুধ প্রশাসন অধিদপ্তর বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রয়োগ করে থাকে? - ১৯৭৪ সালে।

ওষুধ প্রশাসন অধিদপ্তর মোবাইল কোর্ট আইন কত সাল প্রয়োগ করে থাকে - ২০০৯

বর্তমানে দেশে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অধীনে কতটি জেলা অফিস আছে - ৫৫ টি।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের সকল অফিসাররা কি হিসেবে ওষুধ আইন অণুসরন করে - ড্রাগ ইন্সপেক্টর।

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল একটি কি সংস্থা? - বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত সংস্থা।

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ফার্মাসিস্টদের কি দিয়ে থাকে? - বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ফার্মাসিস্টদের (গ্রেড এ, গ্রেড বি ও গ্রেড সি) রেজিস্ট্রেশন দিয়ে থাকে।

ওষুধের উৎস কয়টি? - ওষুধের উৎস দুইটি – (১) স্থানীয় উৎপাদন : ৯৫—৯৮% (২) আমদানি : ২-৫%

ফার্মাসিউটিক্যাল বিন্যাস কয়টি? - দুইটি।

রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কি? - রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে – পরিকল্পিত অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদনশীল জনশক্তি বাড়ানো।

জাতীয় স্বাস্থ্যনীতির মূল লক্ষ্য কি? - জাতীয় স্বাস্থ্যনীতির মূল লক্ষ্য হলো : অত্যাবশ্যকীয় ওষুধের সহজলভ্যতা এবং মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান অধিদপ্তরসমূহ কয়টি? - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান অধিদপ্তরসমূহ দুইটি। যথা: স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর (DGFP)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষায়িত দপ্তর কয়টি ও কি কি? - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষায়িত দপ্তর দুইটি। যথা: পরিবহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (TEMO) এবং জাতীয় তড়িৎ প্রকৌশল চিকিৎসা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ (NEMEMW&TC)

পাবলিক ও সরকারি বিভাগ বাদে বাংলাদেশে প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রদানকারী বিশাল কি রয়েছে? - পাবলিক ও সরকারি বিভাগ বাদে বাংলাদেশে প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রদানকারী বিশাল একটি নেটওয়ার্ক রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাঠামোর মধ্যে কোন কোন প্রতিষ্ঠান টারশিয়ারী পর্যায়ে সেবা দিয়ে থাকে? - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাঠামোর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত ইন্সটিটিউটসমূহ টারশিয়ারী পর্যায়ে সেবা দিয়ে থাকে।

কারিগরি প্রতিষ্ঠানসমূহ সক্ষমতা বৃদ্ধি, রোগ নির্ণয় ও গবেষণায় কোন প্রতিষ্ঠান সেবা দিয়ে থাকে? - কারিগরি প্রতিষ্ঠানসমূহ সক্ষমতা বৃদ্ধি, রোগ নির্ণয় ও গবেষণাসহ বিশেষায়িত প্রতিষ্ঠানসমূহ সেবা দিয়ে থাকে।

নগরাঞ্চলে টিকাদান ও পরিবার পরিকল্পনা সেবার সকল প্রয়োজনীয় দ্রব্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি সংস্থাসমূহের মাধ্যমে কোন প্রতিষ্ঠান বন্টন করে থাকে? - নগরাঞ্চলে টিকাদান ও পরিবার পরিকল্পনা সেবার সকল প্রয়োজনীয় দ্রব্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি সংস্থাসমূহের মাধ্যমে “সিটি কর্পোরেশন” বন্টন করে থাকে।

সহযোগিতামূলক (নন—ক্লিনিক) সেবা কোনগুলো? - সহযোগিতামূলক (নন—ক্লিনিক) সেবাগুলো হলো:- ল্যাবরেটরি, রেডিওলজি, খুচরা ওষুধের দোকান।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা/সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) এটি কত সালের পরবর্তী স্বাস্থ্য বিষয়ক কার্যাবলী? - ২০১৫ সালের।

সরাসরি স্বাস্থ্যের সাথে জরিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা/এসডিজি র লক্ষ্যটি হচ্ছে কি? - সরাসরি স্বাস্থ্যের সাথে জরিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা/এসডিজি র লক্ষ্যটি হচ্ছে “সব বয়সের সকলের সুস্থ জীবন নিশ্চিত করা ও সুস্থতা / স্বাস্থ্যকে উন্নতি করা।

ওষুধ প্রশাসন অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে ওষুধ নিয়ন্ত্রণ করে? - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশের ওষুধ নিয়ন্ত্রণকারী দপ্তর।

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কোন স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে? - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে – “বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল” একটি স্বায়ত্তশাসিত সংস্থা।

এপিএইচএ (APHA) নীতিমালা কত সালে ফার্মাসিস্টদের জন্য কোড অব ইথিকস গ্রহণ করা হয়? - ১৯৯৪ সালে।

আমেরিকান ফার্মাসিস্ট এসোসিয়েশনের সদস্য পদের মাধ্যমে ১৯৯৪ সালের কত তারিখে ফার্মাসিস্টদের জন্য কোড অব ইথিকস গ্রহণ করা হয়? - ২৭ অক্টোবর।

এপিএইচএ (APHA) নীতিমালা ১৯৯৪ : ফার্মাসিস্টদের জন্য কোড অব ইথিকস মোট কয়টি? - ৮ টি।

গ্রেড “সি’’ ফার্মাসিস্টদের (ফার্মেসী টিকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য মোট কয়টি? - ১১ টি।

অনুজীব হচ্ছে এক প্রকার অতি ক্ষুদ্র জীব যা কিভাবে দেখা যায়? - শুধুমাত্র অণূবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়।

কোন বিজ্ঞানী অনুজীব সম্পর্কে আধুনিক ধারণা দেন? - ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর (১৮৬০-১৮৬৫)।

কে প্রমাণ করেন যে সংক্রামক রোগের বিস্তার সতঃস্ফুর্তভাবে যেকোনো অনুজীব দ্বারা হয় না এবং এগুলো নির্দিষ্ট কোন আক্রান্ত দেহ থেকে অন্য দেহে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রবেশ ও বিস্তার লাভ করে? - ফরাসী বিজ্ঞানী লুই পাস্তুর।

যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কি বলে? - প্যাথজেনিক অণুজীব ও ক্ষতিকর জীবাণু।

বেশির ভাগ প্যাথজেনিক অণুজীব কতগুলো রাসায়নিক বস্তু নিঃসৃত করে তাদেরকে কি বলে? - তাদেরকে “টকসিন” বলে।

যেসব অণুজীব মানষের জন্য ক্ষতিকর নয় সেগুলোকে কি রকম জীবাণু বলে? - নন্ – প্যাথজেনিক অণুজীব বা অক্ষতিকর জীবাণু বলে।

মানুষের চামড়ায়, মুখে, দেহের অভ্যন্তরের অন্ত্রে কোন ধরনের জীবাণু থাকে? - উপকারী।

মাত্র কিছু সংখ্যক অণুজীবই মানুষের কি করে থাকে? - ক্ষতি করে থাকে।

আমাদের দেহের ভিতরে ও বাহিরে বিভিন্ন জায়গায় কোন জীনিসটা দল বেধে বাস করে? - ব্যাকটেরিয়া দল।

পৃথিবীতে যাবতীয় জৈব ও অজৈব পদার্থের পচন ও রুপান্ত‌র কি দ্বারা গঠিত? - জীবাণুঘটিত।

কোন জীবাণুর গায়ে অসংখ্য অণুবীক্ষণিক রন্ধ্র বা ছিদ্র আছে? - কোষ প্রাচীর।

বহু ক্ষেত্রে কোন জীবাণু সংস্পর্শের মাধ্যমে শরীরে প্রবেশ করে? - ব্যাকটেরিয়া।

অণুজীবের শ্রেণী বিভাগ কয়টি? - ৫ টি।

ব্যাকটেরিয়া হলো এককোষী প্রাগ—কেন্দ্রিক জীব যার কি সুগঠিত নয়? - ব্যাকটেরিয়া হলো এককোষী প্রাগ—কেন্দ্রিক জীব যার নিউক্লিয়াস সুগঠিত নয়।

ব্যাকটেরিয়া সর্বত্র কোথায় কোথায় বিরাজমান থাকে? - ব্যাকটেরিয়া মাটিতে, বাতাসে, পানিতে, জীবদেহের ভিতরে ও বাহিরে অর্থাৎ প্রায় সর্বত্র বিরাজমান।

আমাদের অন্ত্রে বসবাসকারী এসকেরিশিয়া কোলাই আমাদেরকে জৈব সংশ্লেষিত কোন ধরনের ভিটামিন সরবরাহ করে? - ভিটামিন বি- কমপ্লেক্স।

ব্যাকটেরিয়া গঠন কয় প্রকারের হয়? -

ব্যাকটেরিয়ার চলাচলে কে সাহায্য করে? - ফ্লাজেলা।

কোষপ্রাচীরের বাহিরে পুরু ও পিচ্ছিল পদার্থের যে আবরণী থাকে তাকে কি বলে? - ক্যাপসুল বলে।

প্রোটোপ্লাজম দ্বারা গঠিত এক প্রকার চুলের ন্যায় উপাঙ্গ কোনটি? - ফ্লাজেলা বলে।

কোষপ্রাচীর কি? - সাইটোপ্লাজমকে আবদ্ধ করে যে জড় প্রাচীর থাকে তাকেই কোষ প্রাচীর বলে।

সাইটোপ্লাজম কি? - সাইটোপ্লাজম সাধারণত বর্ণহীন অর্ধ – তরল থকথকে বস্তু।

কেন্দ্রিকার কি কেই? - কেন্দ্রিকার কোন কেন্দ্রিকা ঝিল্লি নেই।

টিউবারকুলোসিস বা যক্ষ্মার ব্যাকটেরিয়া শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে কোন রোগের বিস্তার ঘটায়? - যক্ষ্মা।

সালমোনেলা টাইফি পানি দ্বারা বাহিত হয়ে কোন রোগের বিস্তার ঘটায়? - টাইফয়েড।

সংস্পর্শ কয় প্রকারের হতে পারে? - ২ প্রকারের।

রোগীর শরীরের সাথে অন্য ব্যক্তির সরাসরি সংস্পর্শ ঘটার ফলে যে ব্যাকটেরিয়া সংক্রমিত হয় তার নাম কি? - জলাতঙ্ক।

তোয়ালে, বিছানাপত্র, খাওয়ার পাত্র ইত্যাদির মাধ্যমে সংস্পর্শে যে রোগ হয় সেগুলোর নাম কি? - সারকোপটিস্,স্ক্যাবিই।

যৌন সঙ্গমের মাধ্যমে কি কি রোগের বিস্তার ঘটে? - গনোরিয়া, সিফিলিস ইত্যাদি রোগ সংক্রমিত হয়।

কীটপতঙ্গের দংশনের মাধ্যমে কি কি রোগের বিস্তার হয়? - কীটপতঙ্গের দংশনের মাধ্যমে – চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ও ডেঙ্গু মশার দংশনে সংক্রমিত হয়।

ব্যাক্টেরিয়া ও রোগের নামের একটি চার্ট দেওয়া হলো :
  • স্টেফাইলোকক্কাস পাইয়োজেনস > প্যাসটুল এবং খাদ্যে বিষক্রিয়া,,
  • স্ট্রেপটোকোক্কাস পাইয়োজেনস > ফ্যারিনজাইটিস, টনসিলাইটিস, স্কারলেট জ্বর,,
  • স্ট্রেপটোকোক্কাস নিউমোনিয়া > নিউমোনিয়া, সাইনোসাইটেস, মেনিনজাইটিস,
  • সিগেলা > ব্যাসেলরী ডিসেন্ট্রি বা রক্ত আমাশয়
  • স্ট্রেপটোকোক্কাস ফিকালিস > মূত্রনালীর ইনফেকশন,,,
  • নিসারিয়া > গনোরিয়া
  • ব্রোসেলা > ব্রোসেলোসিস
  • ট্রেপোনেমা প্যালিডিয়াম > সিফিলিস
  • মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস > যক্ষ্মা
  • মাইকোব্যাকটেরিয়াম লেপরি > কুষ্ঠ রোগ
  • ভিবরিও কলেরি > কলেরা

ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার আভিধানিক অর্থ কি? - বিষ।

ভাইরাস কিসের সমন্বয়ে গঠিত? - ভাইরাস নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত।

ভাইরাস নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত এক প্রকার অতি অণুবীক্ষণিক অকোষীয় কি? - জীবাণু।

জীবকোষের বাহিরে ভাইরাস কিসের মতো অবস্থান করে? - জড়বস্তুর মতো।

ভাইরাসের আকৃতি কোন কোন রকমের হতে পারে? - ভাইরাসের আকৃতি নানারূপ হতে পারে। যেমন: দন্ডাকৃতি, গোলাকার, চৌকাণাকার, এিকোণাকার, ষড়ভূজাকার ইত্যাদি।

ভাইরাস দেখতে কোন যন্ত্রের প্রয়োজন হয়? - ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়।

অধিকাংশ ভাইরাসের আয়তন কত মিলি মাইক্রন হয়ে থাকে? - ২১০ মিলি মাইক্রন।

১ মিলিমিটার = কত মাইক্রন এবং ১ মাইক্রন = কত মিলিমেইক্রন? - ১ মিলিমিটার = ১,০০০ মাইক্রন এবং ১ মাইক্রন = ১,০০০ মিলিমেইক্রন।

সাধারণত ভাইরাসের আয়তন কত মিলি থেকে কত মিলি? - সাধারণত ভাইরাসের আয়তন ১৭ মিলি মাইক্রন হতে ৪৫০ মিলি মাইক্রন।

ভাইরাস পৃথিবীর সবচেয়ে কি ধরনের জীব? - ভাইরাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র জীব।

ভাইরাস একটি কি রকম জীবাণু? - ভাইরাস একটি চরম সংক্রমণকারী জীবাণু।

ভাইরাস কয়টি উপায়ে ব্যাকটেরিয়ার মতোই বিস্তার লাভ করে? - পাচঁটি উপায়ে ভাইরাস বিস্তার লাভ করে।

ভাইরাসের নাম ও রোগের নামের একটি চার্ট দেওয়া হলো :
পিকর্নো ভাইরাস > পলিওমাইলেটিস
রাইনো ভাইরাস > সাধারণ ঠান্ডা লাগা
মাইক্সো ভাইরাস > ইনফ্লুয়েঞ্জা
রেবিস > জলাতঙ্ক
রুবেলা ভাইরাস > জার্মান মিজেলস
হারপিস ভাইরাস > হারপিস সিমপ্লেক্স, চিকেন পক্স
পক্স ভাইরাস > স্মল পক্স, কাউ পক্স

ছত্রাক দ্বারা উৎপন্ন রোগকে কি বলে? - মাইকোসিস।

ইস্ট একপ্রকার এককোষী কি? - ছত্রাক।

ইস্টের আয়তন কত মাইক্রন এবং ইস্ট দেখতে কি রকম? - ইস্টের আয়তন ৫-১০ মাইক্রন এবং ইস্টের আকার গোলাকার।

ইস্টে কোনো রকম কি নেই? - ইস্টে কোনো ক্লোরোফিল নেই।

কারা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না বলে এরা পরজীবী? - ইস্ট বা ছত্রাক।

ইস্ট কোথায় বেশি ব্যবহৃত হয়? - ইস্ট প্রচুর পরিমাণে বেকারিতে ব্যবহৃত হয়।

কারা অযৌন ও যৌন পদ্ধতিতে বংশ বিস্তার করে? - ইস্ট বা ছত্রাক।

কোন জিনিসটা কিছু চর্মরোগ এবং শ্বাসনালী ও অন্রনালীর রোগের কারণ হতে পারে? - ইস্ট।

কোন জিনিসটা এক শ্রেণীর ক্ষুদ্রকার উদ্ভিদ যারা হিবিজিবি আকারে সুতার মতো একে অপরের সাথে জড়িয়ে থাকে? - ছত্রাক।

প্রোটোজোয়া এক ধরনের কি ধরনের অণুজীব? - এককোষীয় অণুজীব।

Post a Comment (0)
Previous Post Next Post