অনুচ্ছেদ : আমার মা
আমার মা
পৃথিবীতে সবচেয়ে মধুর ডাক হচ্ছে মা। মা আমাদের সবচেয়ে আপনজন। আমার কাছেও আমার মা সবচেয়ে প্রিয়। মাকে ছাড়া আমি একটি দিনের কথাও ভাবতে পারি না। মা আমাকে অনেক স্নেহ করেন। সবসময় আমাকে নিয়ে ভাবেন। আমি দুপুরে স্কুল থেকে বা সন্ধ্যায় মাঠ থেকে ফিরতে দেরি করলে মা দুশ্চিন্তায় পড়ে যান। আমাকে না খাইয়ে মা কখনো খান না। আমার অসুখ হলে সবসময় আমার যত্ন করেন। রাত জেগে আমার পাশে বসে থাকেন। মা আমার শ্রেষ্ঠ বন্ধু। আমি মায়ের কাছে কোনো কিছুই গোপন করি না। মা আমাকে কখনোই বকেন না। তবে ভালো পথে চলার জন্য সবসময় পরামর্শ দেন। মা আমার সেরা শিক্ষক। আমার পড়া তৈরিতে তিনি সাহায্য করেন। কঠিন বিষয়গুলো মা খুব সহজেই বুঝিয়ে দেন। আমি মাকে কষ্ট দিই না। বাড়ির ছোটোখাটো কাজে মাকে সাহায্য করি। সবসময় মায়ের কথামতো চলতে চেষ্টা করি। আমাদের সবারই উচিত সবসময় বাবা-মায়ের কথামতো চলা।
good
ReplyDelete