অনুচ্ছেদ : আমার বাবা

আমার বাবা


পৃথিবীতে আমার কাছে আমার বাবা সবচেয়ে বেশি শ্রদ্ধেয় এবং অনুকরণীয় ব্যক্তিত্ব। আমার বাবার নাম মুহাম্মদ আনিসুজ্জামান এবং তাঁর বয়স ৪০ বছর। তিনি শিক্ষিত, বিনয়ী এবং একজন অত্যন্ত রুচিশীল মানুষ । আমার বাবা একজন এমএ এবং তিনি একজন ব্যাংকার। তিনি ভীষণ ধার্মিক। তিনি নিয়মিত নামাজ পড়েন এবং অন্যান্য সকল ধর্মীয় অনুশাসন মেনে চলেন। তিনি সর্বদাই চেষ্টা করেন আমরাও যেন তারই মতো ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হই এবং ধর্মের সকল অনুশাসন মেনে চলি। তিনি সর্বদা কামনা করেন যেন আমি সৎ, নিষ্ঠাবান, কঠোর পরিশ্রমী, কষ্টসহিষ্ণু, ধৈর্যশীল, বিনয়ী হিসেবে নিজেকে গড়ে তুলি। আমার স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য সকল বিষয়ের প্রতি তিনি সর্বদা যত্নশীল। আমার কোনো চাহিদাই তিনি অপূর্ণ রাখেন না। আমিও তাঁর আশা-আকাঙ্ক্ষার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তিনি আমাকে অতীব যত্ন ও মমতা দিয়ে লালনপালন করেন। তিনি আমার সেরা শিক্ষক, বন্ধু ও পথনির্দেশক। তিনি আমার আত্মার আত্মীয়। আমার বাবার জন্য সত্যিই আমি ভাগ্যবান এবং গর্বিত।
Post a Comment (0)
Previous Post Next Post