মার্চের দিনগুলি

‘মশক নিধন’ অভিযান শুরু করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র

জনসাধারণের কল্যাণে ‘মশক নিধন’ অভিযান শুরু করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ১৬ আগস্ট, ২০২২

মাননীয়
জেলা প্রশাসক, শরিয়তপুর।

বিষয় : ‘মশক নিধন’ অভিযান শুরু করার জন্য আবেদন।

মহোদয়,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা নড়িয়া থানার ভোজেশ্বর গ্রামের অধিবাসীরা মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছি। সন্ধ্যার পর থেকে টেবিল চেয়ারে বসে শিক্ষার্থীদের পড়াশোনা তো অসম্ভব ব্যাপার। রোগ জীবাণুর অন্যতম বাহক মশার কামড়ে আজ ঘরে ঘরে। ম্যালেরিয়া ইত্যাদির প্রকোপ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি দেশে আতঙ্ক ছড়িয়েছে ডেঙ্গুজ্বর ও সেরিব্রাল ম্যালেরিয়া। মশার কাছে আজ আমাদের জীবন অসহায়। গরীব জনসাধারণ যাদের মশারি কেনার সামর্থ্য নেই তারা মশার কামড়ে ম্যালেরিয়াগ্রস্ত হয়ে পড়ছে! কাজেই, সহসা মশক নিধনের ব্যবস্থা গ্রহণ করা না হলে ম্যালেরিয়া ব্যাপকহারে বিস্তার লাভ করবে।

অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে, অবিলম্ভে ‘মশক নিধন’ অভিযান পরিচালনা করে অত্র এলাকাবাসীদের দুর্দশা লাঘবের ব্যবস্থা করতে মর্জি হয়।

বিনীত নিদেক,
ভোজেশ্বর গ্রামবাসীর পক্ষে
সেলিম আহমেদ।

1 Comments

Post a Comment
Previous Post Next Post