প্রতিবেদন : আর্সেনিক দূষণ একটি ভয়াবহ সমস্যা
| History | 📡 Page Views |
|---|---|
|
Published 17-Nov-2021 | 06:46 AM |
Total View 5.6K |
|
Last Updated 25-Mar-2023 | 06:06 AM |
Today View 0 |
"আর্সেনিক দূষণ একটি ভয়াবহ সমস্যা" শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।
===
পানিতে আর্সেনিক সমস্যা
নিজস্ব প্রতিবেদক : হোমনা, কুমিল্লা, ১১ জুলাই, ২০১৮ : কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হোমনা একটি উন্নয়নশীল থানা। এ থানার লোকজনেরা নলকূপের পানি পান করে। কিন্তু সাম্প্রতিককালে এ এলাকায় নলকূপের পানিতে আর্সেনিক নামক বিষ দেখা দেওয়ায় গণমানুষের স্বাস্থ্য নিয়ে সংশয় দেখা দিয়েছে, ফলে এলাকার মানুষ নানাবিধ সমস্যায় ভুগছে।
আর্সেনিক আক্রান্ত ব্যক্তির শরীরে বা হাতের তালুতে বাদামি ছাপ পড়তে পারে। সাধারণত বুকে, পিঠে কিংবা বাহুতে স্পটেড পিগমেনটেশন দেখা যেতে পারে, যা পরবর্তীতে ত্বকের ক্যান্সারে রূপ নিতে পারে। অনেক রোগীর লিউকোসেলানোসিস, সাদা ও কালো দাগ পাশাপাশি থাকে। আক্রান্ত ব্যক্তির জিহবা, মাড়ি, ঠোঁট ইত্যাদিতে মিউকাস মেমব্রেন মেলানোসিসও হতে পারে। কারও কারও হাত পায়ের চামড়া পুরু হয়ে যায়, আঙুল বেঁকে যায়, অসাড় হয়ে যায়। এছাড়া পায়ের আঙুলের মাথায়ও পচব ধরতে পারব। আর্সেনিকের বিষক্রিয়ার অন্যান্য লক্ষণগুলো হলো- হজমে বিঘ্ন ঘটা, পেটব্যাথা, খাবারের অরুচি, বমি বমি ভাব, ডায়রিয়া ইত্যাদি। এ এলাকায় সরেজমিনে গিয়ে এসব লক্ষণাক্রান্ত অনেক আর্সেনিক রোগীর দেখা পাওয়া গেছে।
আর্সেনিকের ভয়াবহতা প্রতিরোধের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই ব্যবস্থা গ্রহন জরুরি। প্রথমেই টিউবওয়েল পরীক্ষা করে আর্সেনিক প্রাপ্ত টিউবওয়েলগুলো বন্ধ করে দিতে হবে। গার্হস্থ্য ফিল্টার, কমিউনিটি ভিত্তিক আর্সেলিক বিশোধন প্ল্যান্ট, গভীরতর নলকূপ স্থাপন করতে হবে। আক্রান্ত রোগীর প্রয়োজনীয় সুবিধা দিতে হবে। তবেই আর্সেনিক দূষণ থেকে রক্ষা পাবে এই এলাকা।
প্রতিবেদক
কায়সার।
Leave a Comment (Text or Voice)
Comments (0)