নির্বাচনী প্রার্থী এবং ভোটারের মাঝে একটি সংলাপ

নির্বাচনী প্রার্থী এবং ভোটারের মাঝে একটি সংলাপ রচনা করো।


প্রার্থী : আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন?

ভোটার : ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আপনি ভালো?

প্রার্থী : জি ভালো, বাড়ির সকলে ভালো তো?

ভোটার : জি! ভালো আছে।

প্রার্থী : আমি তো এবার এই এলাকার চেয়ারম্যান পদে কলম মার্কা নিয়ে দাঁড়িয়েছি। এবার এলাকার উন্নয়ন নিয়ে আমার অনেক চিন্তাভাবনা আছে। যেমন— রাস্তাঘাটের উন্নয়ন, নদীতে ব্রিজ, স্কুলের উন্নয়নসহ আমার বিশেষ পরিকল্পনা হলো আমাদের এলাকার একটি হাসপাতাল নির্মাণ করা।

ভোটার : প্রত্যেকবার ভোটের সময় সকলেই তো একই কথা বলে। কিন্তু বাস্তবে তো তা করে না।

প্রার্থী : কথাটা অনেকটা ঠিক। তবে আপনার কাজ যেমন ভোট দেওয়া তেমনি তার থেকেও জরুরি কাজ হলো সঠিক নেতা নির্বাচন করা। কারণ আপনার এলাকার উন্নয়ন তাঁর ওপর অনেকখানি নির্ভর করে।

ভোটার : আপনি ঠিক কথাই বলেছেন।

প্রার্থী : তবে দয়া করে আমার কলম মার্কাতে ভোট দিয়ে আমাকে এই এলাকার মানুষের সেবা করার সুযোগটুকু দিন। আশা করি আমি আপনার প্রত্যাশা পূরণ করতে পারব।

ভোটার : অবশ্যই আমি চেষ্টা করব একজন যোগ্য লোককে আমার ভোটটি দেওয়ার। কারণ যোগ্য ব্যক্তির ওপরই নির্ভর করবে আমার এলাকার উন্নয়ন। আমার ভোট আমি দেব, জেনে, শুনে, বুঝে দেব। আপনি চিন্তা করবেন না।
Post a Comment (0)
Previous Post Next Post