মার্চের দিনগুলি

ভবিষৎ জীবনের উদ্দেশ্য নিয়ে দুই বন্ধুর সংলাপ

ভবিষৎ জীবনের উদ্দেশ্য নিয়ে দুই বন্ধুর সংলাপ তুলে ধরো।


সাগর : দোস্ত, তোর পড়ালেখার কী খবর?

আকাশ : মনমতো হচ্ছে না রে।

সাগর : বাসায় কোনো সমস্যা দোস্ত?

আকাশ : না, সমস্যা তো নিজের মধ্যে একগাদা।

সাগর : কেন, তোর আবার কী সমস্যা?

আকাশ : ভবিষৎ জীবন কেমন হবে কখনো ভেবে দেখেছিস?

সাগর : আকাশের ভবিষৎ তো দিনে বেশি চকচকা আর রাতে একটু কম চকচকা।

আকাশ : ইয়ার্কি করিস না, বিষয়টা কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ।

সাগর : তুই এত ভালো ছাত্র, তারপরও এত ভাবিস কেন? ভাবার কথা তো আমাদের।

আকাশ : তোর আবার ভাবনা আছে নাকি? পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় বসে যাবি।

সাগর : আমরা তিন ভাই; তার মধ্যে বড় ভাই বাবার সঙ্গে ব্যবসা করছে। আমার ওদিকে কোনো আগ্রহ নেই।

আকাশ : আগ্রহ নেই কেন? ব্যবসা কী খারাপ জিনিস নাকি?

সাগর : খারাপ হবে কেন! আমিও ব্যবসাই করতে চাই, তবে একটু অন্য রকমের।

আকাশ : কী রকমের?

সাগর : ই-বিজনেস? মানে অনলাইনে।

আকাশ : জানিস, আমারও ই-বিজনেসের আগ্রহ আছে। কিন্তু টাকা পাব কোথায়?

সাগর : দোস্ত, টাকার চিন্তা করিস না, ওই দায়িত্ব আমার, তুই আমার সঙ্গে থাকবি কি না বল?

আকাশ : অবশ্যই থাকব।

সাগর : চল, তাহলে একটা ব্যবসার কথা ভাবি।

আকাশ : চল।

1 Comments

Post a Comment
Previous Post Next Post