কলেজ জীবনে প্রথম দিনের অনুভূতি নিয়ে একটি দিনলিপি
| History | Page Views |
|---|---|
| Published 01-Oct-2021 | 10:17:00 AM |
Total View 11.8K+ |
| Last Updated 27-Oct-2021 | 09:02:31 AM |
Today View 1 |
কলেজ জীবনে প্রথম দিনের অনুভূতি নিয়ে একটি দিনলিপি লিখ।
৪ আগস্ট, ২০১৮
কলেজ জীবনের প্রথম দিন
স্কুলজীবনে স্বপ্ন ছিল কবে কলেজ ভর্তি হবো, কবে কলেজে ক্লাস করবো। সেই সুযোগ এলো
আজকে। কিন্তু তখনকার মতো কৌতুহল অনুভব করছি না। বরং এক ধরনের আনন্দে শিহরিত
হচ্ছি। এ অনুভূতির রং, রূপ, আকার কেমন বোঝাতে পারব না। তবে তার অস্তিত্ব বেশ
জোরালো। কলেজ ড্রেস পড়ে কাঁদে ব্যাগ ঝুলিয়ে তৈরি আমি। মা খাইয়ে দিলেন লুচি মাংস।
বাবা বাইকে করে নামিয়ে দিলেন কলেজ গেইটে। ভেতরে ঢুকতে কেমন সংকোচ হচ্ছে। এক বন্ধু
এসে টেনে নিয়ে গেল ক্লাসে। নাম পরিচয় বলে আমিও সবার সঙ্গে পরিচিত হলাম। প্রথমে
ক্লাসে এলেন ইংরেজি স্যার। আমাদের রোল নোট করে তিনি সবার সাথে পরিচয় হলেন। তারপর
প্রয়োজনীয় দিকনির্দেশনা দিলেন। আমরা অডিটোরিয়ামে গিয়ে বসলাম। প্রিন্সিপাল
স্যার নিজের পরিচয় দিয়ে টিচারদের সাথে পরিচয় করিয়ে দিলেন। দুজন অধ্যাপক কলেজের
পরিচিতিমূলক বক্তব্য রাখলেন। সবশেষে প্রিন্সিপাল স্যার উপদেশ ও নির্দেশনা বক্তব্য
দিয়ে দশ মিনিট অপেক্ষা করতে অনুরোধ করলেন। আমাদের হাতে তুলে দেয়া হলো ক্লাস
রুটিন, বুকলিস্ট ও কলেজ ম্যাগাজিন। হৃস্ট মনে চলে এলাম বাসায়।
Leave a Comment (Text or Voice)
Comments (0)