বইমেলা সম্পর্কে দিনলিপি
| History | 📡 Page Views |
|---|---|
|
Published 01-Oct-2021 | 09:55 AM |
Total View 35.3K |
|
Last Updated 29-Jun-2025 | 06:05 AM |
Today View 7 |
বইমেলা সম্পর্কে দিনলিপি লেখ।
৪ ফেব্রুয়ারি, ২০১৮
গত বছর বইমেলার স্মৃতি আমি কখনই ভুলতে পারব না। সকালের পড়ার টেবিল ছেড়ে কলেজে
গেলাম। আমাদের বাংলা শিক্ষকের কাছে কয়েকটি বইয়ের নাম চাইলাম, বইমেলা থেকে যেগুলো
কিনতে পারি। তিনি আনন্দচিত্তে লিখে দিলেন। সেগুলোর সঙ্গে আমার তালিকায় রাখা
বইয়ের নাম স্যারকে দেখালাম। তিনি কোনো কোনোটির প্রয়োজন নেই বললেন। আমি তা মেনে নিলাম।
বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে মেলায় যাওয়ার জন্য তৈরি হলাম। মাকে বললাম বই
কেনার কথা। মা টাকা দিলেন, বললেন রাত ৮টার আগে বাসায় ফিরতে। বাংলা একাডেমি
আয়োজিত একুশের বইমেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম বিকেল ৩টা ৩০মিনিটে। ভিড়
ছিল না, লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হলো না; ভিতরে ঢুকে গেলাম। প্রথমেই কিনলাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’, জাহানারা ইমামের ‘একাত্তরের
চিঠি’। মেলায় তালিকার সব বই পেলাম না। এরপর আমার প্রিয় লেখক জাফর ইকবালের কিছু
বই কিনলাম। হঠাৎ দেখলাম জাফর ইকবাল স্যার একটি স্টলে বসে পাঠকদের অটোগ্রাফ
দিচ্ছেন। আমি তাকে সরাসরি দেখে সত্যি অবাক হলাম। যার বই সে ছোটবেলা থেকে পড়ে
আসছি তাকে আজ বাস্তবে দেখে, কথা বলে, অটোগ্রাফ নিয়ে সত্যি অবাক হলাম। আর এ কারণেই
এই বইমেলা আমার কাছে স্মরণীয় হয়ে আছে।
তালাত মাহমুদ
উদয়ন উচ্চ মাধ্যমিক কলেজ।
ঢাকা।
Leave a Comment (Text or Voice)
Comments (3)
সংশোধন করে দেয়া হয়েছে। ধন্যবাদ।
মনে হয় আবার কি!
ওই বানান টা আমাদেরই হবে।টাইপিং ভুল করেছে।
আমাদেত লিখেছেন
আমাদের হবে মনে হয়