ঈদের দিনের দিনলিপি

ঈদের দিনের দিনলিপি লেখ।

২৬জুন,২০১৮
দিনাজপুর।
 
ঈদ মানে আনন্দ। রোজা শেষের ‘ঈদ’ সত্যিই স্বতঃস্ফূর্ত আনন্দের এ আনন্দ চোখে দেখা যায়, এ আনন্দ হৃদয়ে অনুভব করা যায়। আমি সবকটি রোজা রাখতে পারিনি। তবে বেশ কয়েকটি রেখেছি। সেজন্য আনন্দটা ভাগ করে নিতে পারছি সবার সাথে। অনেক রাতে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল ৬টায় মা ডেকে তুললেন। হাত-মুখ ধুয়ে, গোসল করে, নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে নিলাম। মা ডাকলেন খাবার টেবিলে। আব্বা, বড় ভাইয়া নতুন পাঞ্জাবি পায়জামা পরে বসে আছেন আমার জন্য। তিন রকম সেমাই, পিঠা, ফিরনি পায়েস টেবিল সাজানো। মজা করে খেয়ে ঈদগায় উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নামাজ পরার পর কোলাকুলির পালা। এ আনন্দ যেন আল্লাহর পবিত্র রহমত। ঈদগায় এসে মন প্রাণ পবিত্র, স্বচ্ছ ও উদার হয়ে গেছে। কী অপূর্ব অনুভূতি! সারা জীবন এ পবিত্র অনুভুতি যদি আমরা ধরে রাখতে পারতাম! তাহলে এ পৃথিবীতে নেমে আসত বেহেস্তের সুখ! রাস্তায় বের হতেই তিন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এক এক করে ওদের বাড়িতে চলল গল্প গুজব, খাওয়া দাওয়া। সবশেষে আমাদের বাড়িতে গানের আড্ডা আর খাওয়া দাওয়া। ঘুমানোর আগ পর্যন্ত চলল ঈদের অপার আনন্দ উৎসব।
Post a Comment (0)
Previous Post Next Post