সাধারণ জ্ঞান : নওয়াব ফয়জুন্নেসা

নওয়াব ফয়জুন্নেসা

নওয়াব ফয়জুন্নেসা কে ছিলেন? — নওয়াব ফয়জুন্নেসা ত্রিপুরার পশ্চিমগাঁয়ে (বর্তমান লাকসাম) এক সামন্ত পরিবারে জন্মগ্রহণ করেন। স্ত্রী–কন্যা বর্তমান মুহম্মদ গাজি চৌধুরীর সঙ্গে তাঁকে তাঁর মাতা বিয়ে দেন। ফলে দাম্পত্য জীবন বিষময় ও সন্তানসহ বিবাহ বিচ্ছেদ হয়।

তাঁর জীবনকাল কত? — জন্ম ১৮৫৫ খ্রিষ্টাব্দ, মৃত্যু ১৯০৩। 

তিনি কীভাবে নওয়াব উপাধি পেলেন? — তিনি দানশীল ছিলেন। ব্রিটিশ সরকার এজন্য তাকে নওয়াব উপাধি প্রদান করেন।

এই উপাধি প্রাপ্ত নারীদের মধ্যে তাঁর অবস্থান কততম? — বাংলাদেশে তিনি একমাত্র মহিলা যিনি এই উপাধি পান।

তাঁর একমাত্র সাহিত্যকর্মের নাম কী? — 'রূপজালাল' নামক গ্রন্থ।

এই গ্রন্থটির ধরন কেমন? — গদ্য ও কবিতায় রচিত আত্মজীবনীমূলক উপন্যাস উপন্যাস এটি।

কত সালে এই গ্রন্থ প্রকাশিত হয়? — ১৮৭৬ খ্রিষ্টাব্দে।
Post a Comment (0)
Previous Post Next Post