সাধারণ জ্ঞান : দাউদ হায়দার

দাউদ হায়দার

দাউদ হায়দার কবে জন্মগ্রহণ করেন? — ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারী দাউদ হায়দার জন্মগ্রহণ করেন। 

তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — পাবনা জেলার দোহার নামক স্থানে।

তিনি মূলত কি হিসেবে পরিচিত? — লেখক হিসেবে।

তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের নাম কী কী? — জন্মই আমার আজন্ম পাপ, এই শাওনে এই পরবাসে, আমি ভাল আছি তুমি, পাথরের পুঁথি। 

বর্তমানে এই লেখক কোথায় অবস্থান করছেন? — তিনি জার্মানিতে অবস্থান করছেন।
Post a Comment (0)
Previous Post Next Post