ভাবসম্প্রসারণ : শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে।

History Page Views
Published
06-Aug-2021 | 06:33:00 PM
Total View
804
Last Updated
06-Aug-2021 | 06:33:56 PM
Today View
0
শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে।

মানুষের উদ্দেশ্য সাধনের পথে অন্তরায়ের অভাব নেই। তবে জীবনের পথও সুগম নয়। কৃতকার্য হওয়ার পথে বাধাবিপত্তি যতটা অসুবিধার সৃষ্টি করে, লোকভয় তা চেয়ে কিছু কম অসুবিধাজনক নহে। বাধাবিঘ্ন অতিক্রম করার জন্য শক্তি ও সাহস প্রয়োজন। অথচ সেই শক্তি বা সাহস তুচ্ছ লোকভয়ের কাছে অনেক সময় হার স্বীকার করে। প্রকৃতপক্ষে ঐ লোকভয়ের কোনো কারণ নেই- সামান্য সৎ সাহসের অভাবের জন্য শক্তি-সামর্থ্য সবই পরাজয় স্বীকার করে। মানব জীবনে লোকভয় তুচ্ছ হলেও তার প্রভাব কম নয়। অন্যে কি বলবে, কি ভাববে, এই অলীক চিন্তায় মানুষ আসল শক্তি-সামর্থ হারিয়ে ফেলে এবং আকাঙ্ক্ষিত সাফল্য লাভে বিঘ্ন ঘটায়। এর ফলে মানুষকে পদে পদে লাঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হতে হয়। সামান্য লোকভয়ের এক অদ্ভুত কাহিনী এখানে বলছি, এক ব্যক্তি বাড়ির কূপ হতে জল তুলছিলেন। এমন সময় একদল লোক কোন কারণে তার সঙ্গে দেখা করতে এলেন। ভদ্রলোক ভাবলেন, নিজের হাতে জল তুলছি একথা আগম্ভূকগণ জানলে বড়ই লজ্জার ব্যাপার হবে। তাই তিনি পাত্রটি কূপের ভেতর ফেলে দিয়ে আগন্তুকদের সঙ্গে দেখা করলেন। নিছক লোকভয়েই তাকে এই ক্ষতির স্বীকার করতে হলো।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)