ভাবসম্প্রসারণ : বুঝেছি সত্য ক্রীতদাসত্ব কত যন্ত্রণাময়; / মানুষের হাতে, হায় রে মানুষ কত লাঞ্চনা সয়।

History 📡 Page Views
Published
06-Aug-2021 | 06:40:00 PM
Total View
398
Last Updated
06-Aug-2021 | 06:41:29 PM
Today View
0
বুঝেছি সত্য ক্রীতদাসত্ব কত যন্ত্রণাময়;
মানুষের হাতে, হায় রে মানুষ কত লাঞ্চনা সয়।

সংসার মানুষের সংগ্রাম ক্ষেত্র। এখানে জীবিকার জন্য তাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। এ সংগ্রাম পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে, বিপর্যয়ের সঙ্গে। এখানে পরাজয়ের গ্লানিও তার নিত্য সাথী। প্রকৃতির বিরূপতার জন্য দুঃখ-কষ্টে ভোগে মানুষ। তার উপর যদি আসে মানুষের উৎপীড়ন, লাঞ্চণা, গঞ্জণা, তবে জীবন হয় সত্যিই দুর্বিষহ। মানুষ চায় মানুষের কাছে সহানুভূতি, সহৃদয়তা। তার পরিবর্তে যদি সে তার কাছ থেকে পায় লাঞ্ছণা-গঞ্জণা তবে তা সত্যই পীড়াদায়ক ও হৃদয় বিদারক। জগতে ধনী ব্যক্তিরা দরিদ্রের প্রতি যে নির্মম ব্যবহার করে এবং যেভাবে তাদের শোষণ করে তার প্রমাণ বিভিন্ন ঘটনার মধ্যে জানতে পারি। তাই পণ্ডিত লোকমান দুঃখ করে বলেছেন, “মানুষের হাতে হায়রে মানুষ কত লাঞ্চনা সয়।"
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)