ভাবসম্প্রসারণ : বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।

বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।

মূলভাব : শহীদের রক্ত ও বিদ্বানের কলমের কালি দুটিই মূল্যবান। তবে কলমের কালিই বেশি মূল্যবান।

সম্প্রসারিত ভাব : বিদ্যা তথা জ্ঞানের চেয়ে মূল্যবান জিনিস আর নেই। বিদ্যার দ্যুতিতে মানুষ আলোকিত হতে চায়। বিদ্বান ব্যক্তি মানুষের জ্ঞানচক্ষু উন্মীলিত করে দেয়। মানুষের বাস্তব প্রয়োজনে শিক্ষা ও জ্ঞান অর্জন করতে হয়। জাতীয় মুক্তিতে শহীদের অবদানের চেয়ে জ্ঞানীর অবদান কম নয়। স্বধর্ম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা অকুণ্ঠচিত্তে জীবন উৎসর্গ করেন তাঁদের শহীদ বলে। শাহাদাত বরণ পরম গৌরবের, শহীদের রক্ত পবিত্র। তবে শহীদের তপ্ত শোণিতের চেয়েও পবিত্রতম হলো জ্ঞানীর বিদ্যার্জনের জন্য ব্যবহৃত লেখনীর কালি। শহীদেরা জীবন বিসর্জন দেন জাতির মুক্তির লক্ষে। সত্য ও কল্যাণের ধারাকে নিরবচ্ছিন্ন রাখাই শহীদদের ব্রত। ধারালো অস্ত্রের সামনে শহীদ তাঁর বক্ষ উন্মুক্ত করে দেন। কিন্তু মুক্তি বলতে শুধু ভৌগোলিক রাষ্ট্রীয় মুক্তি বোঝায় না। মানুষের প্রকৃত মুক্তি ঘটে তার চেতনার জাগরণ, জ্ঞানের স্ফুরণে। একটি জাতি যদি শিক্ষা-দীক্ষা ও জ্ঞান-বিজ্ঞানে অগ্রগতি অর্জন করতে না পারে, তাহলে তাঁর স্বাধীনতা, সার্বভৌমত্ব মূল্যহীন হয়ে পড়ে। চেতনার মুক্তি ছাড়া প্রকৃত মুক্তি অর্জন সম্ভব হয় না। আর জাতিকে প্রকৃত মুক্তির গৌরব এনে দিতে পারে প্রকৃতপক্ষে বিদ্বানরাই। যারা বিদ্বান বা জ্ঞানী তাঁরা তাঁদের লেখনী দ্বারা জাতির মাঝে জ্ঞান বিতরণ করেন। বিস্তারিত জ্ঞানের আলোকে জাতির সামাজিক সত্তার জাগরণ ঘটে। শহীদ তাঁর রক্ত দিয়ে জাতিকে ঋণ পাশে আবদ্ধ করেন। অন্যদিকে বিদ্বান তাঁর লেখনী ধারায় জাতিকে মুক্তির পথ নির্দেশ করেন। 

সিদ্ধান্ত : বুকের রক্তের মতো পবিত্র ও মূল্যবান হয়তো কিছুই নেই, কিন্তু প্রকৃত বিচারে বিদ্বানের ব্যবহৃত কালি সে রক্তের চেয়েও অনেক বেশি পবিত্র। আমাদের প্রিয় নবি (স) বলেছেন, “দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর।” এখানে শিক্ষার মর্যাদা প্রতিপন্ন করার জন্য মন্তব্য করা হয়েছে।

মোছা : সুমাইয়া আক্তার 
করতোয়া মাল্টিমিডিয়া কলেজ, বগুড়া।

3 Comments

  1. শহিদের রক্তের চেয়ে জ্ঞানীর কলমের কালি উওম,এই উক্তিটি কার কেউ বলবেন প্লিজ!(১) ইমাম আবু হানিফা,(২) হাসান বসরী,

    ReplyDelete
  2. বিদানের কলমে কালি শহীদের রক্তের চয়েও পবিএ

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post