বিদ্যালয় থেকে ছাড়পত্রের (টিসি-TC) জন্য আবেদন - PDF
| History | 💤 Page Views |
|---|---|
|
Published 03-Jul-2021 | 06:44 AM |
Total View 149.9K |
|
Last Updated 16-Dec-2025 | 09:03 PM |
Today View 5 |
বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি-TC) পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র
লিখো।
বা, মনে কর, তোমার নাম নাদিয়া ফাতিমা। তোমার বাবা চাকরিসূত্রে বদলি হওয়ার জন্য
তোমার বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রয়োজন। তাই, ছাড়পত্র (টিসি) চেয়ে
প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখ।
২৮ই ডিসেম্বর, ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
রংপুর সরকারি উচ্চ বিদ্যালয়, রংপুর।
বিষয় : ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন
নিয়মিত ছাত্র। আমার আব্বা একজন সরকারি চাকরিজীবি। বদলিজনিত কারণে তাঁর কর্মস্থল
পরিবর্তন হওয়ায় আমাকেও বিদ্যালয় পরিত্যাগ করে আমার আব্বার নতুন কর্মস্থল বগুড়ায়
চলে যেতে হচ্ছে। এমতাবস্থায় নতুন বিদ্যালয়ে ভর্তির জন্য ছাড়পত্র প্রয়োজন।
অতএব, বিনীত নিবেদন, আমাকে বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র প্রদান করলে আপনার নিকট
কৃতজ্ঞ থাকব।
বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
শফিকুল ইসলাম
রোল নং: ২১
বিজ্ঞান বিভাগ
নবম শ্রেণি
দরখাস্তটি আরেকবার সংগ্রহ করে দেওয়া হলো
তারিখ: ২৮ ডিসেম্বর, ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাড্ডা, ঢাকা
বিষয় : ছাড়পত্রের জন্য আবেদন ।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নাদিয়া ফাতিমা আপনার বিদ্যালয়ের
সপ্তম শ্রেণির ছাত্রী। আমার রোল নং-১। আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত
ছাত্রী। সম্প্রতি আমার বাবা চাকরিসূত্রে খুলনা জেলায় বদলি হয়েছেন। আমাকেও তার
সাথে খুলনায় যেতে হবে। সঙ্গত কারণে আমার বাবা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে খুলনা
সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ে ভর্তি করাবেন। তাই আমার ছাড়পত্রের বিশেষ
প্রয়োজন। অতএব, সবিনয় নিবেদন এই যে, আমাকে বিদ্যালয় ত্যাগের একটি ছাড়পত্র
প্রদান করে আমার লেখাপড়ার পথ সুগম করতে জনাবের আজ্ঞা হোক।
বিনীত
আপনার অনুগত ছাত্রী
নাদিয়া ফাতিমা
শ্রেণি-৭ম, রোল নং-০১
Leave a Comment (Text or Voice)
Comments (10)
Eta aro boro houya dorkar chilo....
Nice writing
🥱
so helpfull
amogus
ছাড়পত্র, প্রশংসা পত্র এবং ৬ষ্ঠ শ্রেণিতে পাশের সনদ।
৬ষ্ট থেকে ৭ ম শ্রেনীতে বিদ্যালয় পরিবর্তন করতে হলে কি কি প্রয়োজন।
Nice
Nice
Nice