দাতব্য চিকিৎসালয়ের দুরবস্থার কথা জানিয়ে সংবাদপত্রে পত্র

History 📡 Page Views
Published
05-Jul-2021 | 05:02:00 AM
Total View
3.7K+
Last Updated
05-Jul-2021 | 05:02:26 AM
Today View
0
তোমার এলাকার একমাত্র দাতব্য চিকিৎসালয়ের দুরবস্থার কথা জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে একটি পত্র লেখো।


৫ই জুন, ২০১৯

সম্পাদক 
দৈনিক ইত্তেফাক 
৪০ কাওরান বাজার, ঢাকা ১২১৫

জনাব,
আপনার বহুল প্রচারিত 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার চিঠিপত্র কলামে নিম্নলিখিত চিঠিখানা যথাশীঘ্র ছাপলে কৃতজ্ঞ থাকব।

নিবেদক
খালিদ সাইফুল্লাহ সাদী
গ্রাম : আরিরচর, মুরাদনগর, কুমিল্লা।

দাতব্য চিকিৎসালয়টি রক্ষা করুন

কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন আলীরচর গ্রামে পাকিস্তান আমল থেকে একটি দাতব্য চিকিৎসালয় আছে। আশপাশের প্রায় দশটি গ্রামের লোকজন এ চিকিৎসালয়ে চিকিৎসা লাভ করত কিন্তু দুঃখের বিষয় বিগত কয়েক বছর ধরে এটি একটি সাইনবোর্ড-সর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে কোনো বিজ্ঞ ও দক্ষ ডাক্তার নেই, নেই চিকিৎসার যন্ত্রপাতি। এখানে নিয়মিত ওষুধপত্র সরবরাহ করা হয় না। যা সামান্য ওষুধপত্র মাঝেমধ্যে আসে তারও ব্যবস্থাপত্র দেয়ার কোনো লোক নেই। আর প্রায় ছ মাস ধরে একজন কম্পাউন্ডার চিকিৎসালয়টি চালাচ্ছেন। ফলে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না। এমনকি চিকিৎসার ভুল প্রয়োগে অনেকের মৃত্যুও হয়েছে।

এ করুণ অবস্থা থেকে চিকিৎসালয়টিকে রক্ষা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশাকরি, কর্তৃপক্ষ অবিলম্বে চিকিৎসালয়টিকে একটি আধুনিক চিকিৎসাকেন্দ্র হিসেবে রূপ দেবেন।

এলাবাসীর পক্ষে
খালিদ সাইফুল্লাহ সাদী
মুরাদনগর, কুমিল্লা।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)