Grammar : The Clause

The Clause

আমরা খুব সহজ একটি পদ্ধতিতে Clause শিখব। তার জন্যে নিচের বাক্য দুটি পড় :

(a)
I saw a boy.

(b)
He was crying.

(a) এবং (b) এরা উভয়ই একেকটি আলাদা বাক্য। কিন্তু বাক্য দুটি যদি যুক্ত করে নিচের মত করে লিখি—

(a+b) 
I saw a boy who was crying.

তাহলে (b) বাক্যটি আর কোনো পূর্ণাঙ্গ বাক্য থাকে না; তা (a+b) বাক্যটির একটি অংশ তথা Clause এ পরিণত হয়েছে।

Clause এর বৈশিষ্ট্য

(b) বাক্যটি কি Clause ছিল? বাক্যটিতে একটি Subject (He) এবং একটি Predicate verb (was crying) ছিল। 1 (a+b) বাক্যটিতেও এই element গুলো ছিল। কিন্তু তবুও 1 (a+b) বাক্যের was crying কে আমরা বাক্য বলতে পারি না। কারণ এক্ষেত্রে বাক্যটি অন্য একটি বাক্যের অংশবিশেষে পরিনত হয়েছে। তাহলে Clause এর বৈশিষ্ট্য হল এই যে—
  • একটি subject থাকবে
  • একটি verb থাকবে, এবং তা
  • একটি বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হবে।
তাহলে বলা যায় যে, যে কোন Clause তার জীবনের প্রথম পর্যায়ে একটি পূর্ণাঙ্গ বাক্য ছিল। কিন্তু অপর একটি এর আক্রমণে সো তার স্বাধীনতা হারিয়ে ঐ আক্রমণকারী বাক্যের একটি অংশে পরিণত হয়েছে।

Definition :
A clause is a part of a sentence and has a subject and a verb of its own. (clause হলো বাক্যের একটি অংশ যার একটি subject ও একটি verb আছে।)

এবার clause নিয়ে আরো একটু গভীর ধারণায় যাই—

I know him.
[ বাক্যটিতে sub (I); verb (know) এবং object (him) ]

এখানে object (him) টি হলো একটিমাত্র শব্দবিশিষ্ট।

আবার,

I know his name.
[ বাক্যটিতে his name হলো object. এটি দুইটি শব্দের সমষ্টি। সুতরাং এটি হলো একটি phrase. কারণ এতে কোনো finite verb নেই। এবার নিচের বাক্যটি পড়—

I know what his name is.
আমি জানি তার নাম কি।

বাক্যটিতে what his name is এই পুরো অংশটি know - verb এর object. তাহলে এটি কি একটি phrase? অনেকগুলি শব্দ মিলে একটি object এর কাজ করছে দেখে তোমাদের মনে হতে পারে এটি হলো একটি phrase; কিন্তু আসলে তা নয়। phrase এর মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া থাকে না। এই অংশটির মধ্যে একটি সমাপিকা ক্রিয়া 'is' আছে। এই verb টির একটি subject ও আছে (his name)। সুতরাং মূল বাক্যটির মধ্যে এটিকে একটি পরাধিন বাক্য বলা যেতে পারে। এটি হলো একটি Clause. তাহলে বৃহৎ অর্থে এবার আমরা বলতে পারি যে—

A clause is a group of words that has a finite verb of its own but which acts as a single element in or a part of sentence.

(Clause হল কতকগুলো শব্দের সমষ্টি যার নিজস্ব একটি সমাপিকা ক্রিয়া আছে অথচ তা একটি বাক্যের উপাদান হিসেবে ব্যবহৃত হয়।)

তাহলে আমরা দেখলাম যে Clausevএর নিম্নলিখিত বৈশিষ্ট্য সমূহ আছে—

১. Clause দুই বা ততোধিক word এর সমষ্টি।

২. এই শব্দ সমষ্টির নিজস্ব একটি finite verb থাকে।

৩. নিজস্ব finite verb থাকা সত্ত্বেও Clause নিজে কোন Sentence নয়, অন্য একটি sentence এর অংশমাত্র।

এখানে মনে রাখা ভাল যে, Clause যে sentence এর অংশরূপে ব্যবহৃত হয় তার নিজস্ব finite verb থাকে। যেমন—

He told me what he did with the pen.
সে কলমটি দিয়ে কি করেছিল তা আমাকে বলেছিল।

এখানে He told me এর পর থেকে পুরো অংশটি Clause.

এখানে মূল sentence টির subject হলো — He
এবং মূল sentence টির verb হলো — told

কিন্তু clause এর subject হলো — he
এবং clause এর verb হলো did.

সুতরাং দেখা গেল যে, বাক্যস্থিত clause এর নিজস্ব verb থাকলেও মূল বাক্যটির নিজস্ব আরেকটি verb থাকে। এটিও মূল আরেকটি clause এর মধ্যে থাকে।

Classification of Clauses

clause প্রধানত তিন প্রকার। কিন্তু এদের মধ্যে একটির আবার উপশ্রেণি রয়েছে। সুতরাং সবমিলে Clause এর সকল শ্রেণীবিভাগ নিম্নে দেখানো হল—

প্রধান বাক্যাংশ

চেনার উপায় :
এই clause এর সামনে conjunction থাকে না। যেমন— Merina is a brilliant girl.

সহ সহায়ক বাক্যাংশ

চেনার উপায় :
এই clause এর সামনে Co-ordinate Conjunction থাকে। যেমন— He is poor but I am rich.

অধীনস্থ বাক্যাংশ

চেনার উপায় :
এই clause এর সামনে Subordinate Conjunction থাকে। যেমন— Merina reads more when he wants.

Sub-ordinate or Dependent clause কে আবার ৩ শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেমন—
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverb Clause

Related Links
إرسال تعليق (0)
أحدث أقدم