অনুচ্ছেদ : জাতীয় সংসদ ভবন

History 📡 Page Views
Published
18-Jun-2021 | 01:45 PM
Total View
1.9K
Last Updated
18-Jun-2021 | 01:45 PM
Today View
0

জাতীয় সংসদ ভবন


বাংলাদেশের আইনসভা বা পার্লামেন্টের নাম জাতীয় সংসদ। জাতীর সংসদের কার্যক্রম পরিচালিত হয় এই ভবনে। ঢাকার শেরে বাংলা নগরে অত্যন্ত মনোরম পরিবেশে সংসদ ভবন অবস্থিত। এই ভবনে স্থপতি যুক্তরাষ্ট্রের লুই-আই-কান। ১৯৬২ সালে আইয়ুব খান এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে। ২১৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই ভবনের নির্মাণ ব্যয় ১১৭ কোটি টাকা। এই ভবন নির্মাণের আগে বাংলাদেশ সংসদের অধিবেশন বসত বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে, এটি ছিল পুরাতন সংসদ ভবন। বর্তমান জাতীয় সংসদে প্রথম অধিবেশন বসে ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারী। তবে ১৯৮২ সালের ২৮ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার এই ভবন উদ্বোধন করেন। ৯ তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ১৫৮ ফুট ৮ ইঞ্চি বা ৪৭.২৫মিটার। আর সংসদ ভবনের সংসদ কক্ষের উচ্চতা ১১২ফুট। জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের জন্য রয়েছে ৩৫৪টি আসন, অতিথিদের জন্য ৫৬টি, কর্মকর্তাদের ৪১টি, সাংবাদিকদের ৮০টি ও দর্শকের জন্য রয়েছে ৪৩০টি আসন। জাতীয় সংসদ ভবনের পাশের লেকটির নাম ক্রিসেন্ট লেক। পরিবেশ ও সৌন্দর্যের বিচারে এই ভবনটি বাংলাদেশের একটি দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হয়।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)