অনুচ্ছেদ : বাংলাদেশের পোশাক শিল্প

বাংলাদেশের পোশাক শিল্প


বাংলাদেশের পোশাক শিল্প দেশের অর্থনীতি উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। রপ্তানি বাণিজ্যে এ শিল্পের অবদান উৎসাহজনক। ১৯৮৫ সালে তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ মূলত ব্যাপকভাবে শুরু হয়। বিগত বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে চাহিদা ও দেশীয় উদ্যোগের সক্রিয় ভূমিকার ফলে পোশাক শিল্প একটি মজবুত কাঠামোর ওপরে দাঁড়িয়েছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশে বর্তমানে অসংখ্য পোশাক কারখানা গড়ে উঠেছে। আর এসব কারখানায় বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। বলা হয় সস্তা শ্রম পোশাক শিল্পকে সম্প্রসারণের সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজা মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ। জাপান,অস্ট্রেলিয়া ও রাশিয়াতেও বাংলাদেশের পোশাক শিল্পের বাজার সম্প্রসারিত হচ্ছে। তবে দেশের রাজনৈতিক অস্থিরতা এ শিল্পের উৎপাদন ব্যাহত করছে। হরতাল,অবরোধের কারণে পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া আমদানিকারক দেশগুলো কোটা পদ্ধতি প্রয়োগ করে বাধা সৃষ্টি করছে যা বাংলাদেশের পোশাক শিল্পের প্রসারের অন্তরায়। তাই বলা যাত বৈদেশিক মুদ্রা অর্জন ও দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা সমাধানের জন্য তৈরি পোশাক শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শিল্পকে বাঁচিয়ে রাখা ও সসম্প্রসারণ করা দরকার।
Post a Comment (0)
Previous Post Next Post