অনুচ্ছেদ : আমার সবজি বাগান

আমার সবজি বাগান


আমার একটি সবজি বাগান আছে। এটি আমার পড়ার ঘরের সামনে। আমি বাগানটিকে চারদিকে বেড়া দিয়ে ঘিরে রাখি। এতে আমার বাগানে গরু, ছাগল, হাঁস, মুরগি প্রবেশ করতে পারে না। আমি প্রচুর সবজি উৎপাদন করি। আমি প্রত্যেকদিন সবজি বাগানে কাজ করি। আমি প্রত্যহ সকালে সবজি বাগানের যত্ন নিয়ে থাকি। কখনো কখনো আমি বাগানে আগাছা পরিষ্কার করে থাকি। কখনো কখনো পানি, জৈব সার কিংবা কীটনাশক দিয়ে থাকি। আমার বাগানে প্রচুর সবজি উৎপাদিত হয়। শীতের সবজির পরিমাণ বেশি উৎপাদন হয়। বাগানটি আমাদের পরিবারের সবজি চাহিদা পূরণ করে থাকে। এতে পরিবারের সকলেই প্রচুর ভিটামিন পেয়ে থাকে। মাঝে মাঝে উৎপাদিত সবজি বাজারে বিক্রি করা হয়। বাগানটি আমাদের পরিবারের আয় বৃদ্ধি করে এবং ব্যয় সাশ্রয় করে। বাগানটি দেখতে বেশ সুন্দর। এটি আনন্দ, সৌন্দর্য ও আয় বৃদ্ধিতে যথেষ্ট সাহায্য করে।


Post a Comment (0)
Previous Post Next Post