অনুচ্ছেদ : আমার প্রিয় শখ
| History | 📡 Page Views |
|---|---|
| Published 25-Sep-2020 | 05:42:00 PM |
Total View 36.8K+ |
| Last Updated 30-Nov-2022 | 07:31:18 AM |
Today View 1 |
আমার প্রিয় শখ
শখ হচ্ছে প্রিয় কাজ যা মানুষ আনন্দের জন্য করে। এটা তার স্বাভাবিক কাজকর্ম নয়। প্রত্যেকের নিজস্ব কিছু শখ থাকে। আমারও কিছু শখ আছে। শখগুলোর মধ্যে একটা আমার প্রিয়, আর সেটা হচ্ছে বাগান করা। আমি এটা এই জন্য করি যে, যদি আমি এখানে কাজ করি, তাতে আমার ব্যায়াম হয়। এতে আমার অক্সিজেনপ্রাপ্তি ঘটে এবং কার্বন ডাই-অক্সাইডের নিষ্কাশন ঘটে। আর আমরা অক্সিজেন গ্রহণ করি ও কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি। এতে আমাদের পরিবেশের ভারসাম্য সংরক্ষিত হয়। আমি আমার অবসর সময় বাগানে কাটাই। আমি দিনে দুইবার বাগানে যাই এবং চারাগুলোর যত্ন নিই। দরকার হলে, চারাগুলোতে পানি দিই। আমি এটাকে স্বাভাবিক হিসেবে নিই। আমার শখে কিছু সুবিধা রয়েছে। বাগান থেকে বিভিন্ন রকমের ফুল ও ফল পাই। এতে আমাদের পরিবেশ প্রাণবন্ত হয়। আমার এলাকার অনেক লোক আমার বাগান দ্বারা প্রভাবান্বিত হয়েছেন। তারা অনেকে বাগান করেছেন। এটা নিশ্চিত যে, এতে সময় কম লাগে। আমি আমার শখের জন্য কেবল আমার অবসরের সময় দেই। আমি জোরেসোরে আমার পড়াশুনার কাজ চালিয়ে যাই। কাজেই কেউ যদি বাগান করাকে শখ হিসেবে নিতে চায়, তাহলে আমি বলব কোনোকিছুর ক্ষতি না করেও তা করা যায়।
Leave a Comment (Text or Voice)
Comments (11)
😶😶😶😶
অনুচ্ছেদ হিসেবে ঠিকই আছে, অনুচ্ছেদকে লিখতে লিখতে রচনা বানালে হবে না। অনুচ্ছেদ হলো অল্প কথায় গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা।
Class 8 ar jonno ki tik ata? Plz reply den🙏
yes perfect
Wow
Ata better cls 6 er jonno
I don't know but 6 a ai ta better na 🙄
Ami class 6 a pori. Amar Jonno ki ata thik Hobe.??❓⁉️😕😕😕😕
Ami class 7 E pori
😭😭😭😭😭😭
Ami class new 10 e pori . So ata ki amr jnno perfect hbe reply diben plz.