অনুচ্ছেদ : মোবাইল ফোন

মোবাইল ফোন


মোবাইল ফোন তারবিহীন টেলিফোন বিশেষ। মোবাইল (Mobile) 'স্থানান্তরযোগ্য' এই ফোন সহজে যেকোন জায়গায় বহন করা এবং ব্যবহার করা যায় বলে মোবাইল ফোন নামকরণ করা হয়েছে। এটি ষড়ভুজ আকৃতির ক্ষেত্র এবং এক একটি সেল নিয়ে কাজ করে বলে একে 'সেলফোন' ও বলা হয়। ড. মার্কিন কুপার কে মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকে। তিনি ১৯৯৩ সালের এপ্রিলের প্রথম সফলভাবে এই ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হয়। বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। বর্তমানে বাংলাদেশে ৬টি মোবাইল ফোন কোম্পানি আছে। মোবাইল ফোন আধুনিক নাগরিক জীবনের অপরিহার্য অংশ। পাশের ঘরে ফোন করা থেকে পৃথিবীর যেকোন প্রান্তে এখন মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করা যাচ্ছে। তবে আধুনিক মোবাইল ফোনে শুধু কথা বলা নয় এতে যুক্ত হয়েছে নানা ধরনের অ্যাপ্লিকেশন। ছবি তোলা, ভিডিও করা, গান শোনা, রেডিও শোনা, ই-মেইল, ইন্টারনেট ব্যবহার করা, গেইম খেলা, তাপমাত্রা পরিমাপ নানা ধরনের কাজ করা যাচ্ছে মোবাইল ফোনেই। ফলে মোবাইল ফোনের উপযোগিতা বৃদ্ধি পাচ্ছে বহুগুণ। পুরো বিশ্বকেই মানুষ নিয়ে আসতে পেরেছে হাতের মুঠোয় এই মোবাইল ফোনের মাধ্যমে। তবে মোবাইল ফোন দিয়ে যেমন অমেক ভালো কাজ হয়, তেমন এর খারাপ ব্যবহারও রয়েছে। তাই মোবাইল ফোনের উপযুক্ত ও পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে।

Post a Comment (0)
Previous Post Next Post