৭ম শ্রেণি : বিজ্ঞান : ৯ম সপ্তাহ : ২০২১

৭ম শ্রেণি : বিজ্ঞান : ৯ম সপ্তাহ

১। একটি প্রাণিকোষ ও একটি উদ্ভিদকোষ এর চিহ্নিত চিত্র অংকন করে উপস্থাপন কর।

২। মানবদেহের কোন কোন অংগানু ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরি কর এবং খাতায় লিপিবদ্ধ কর।

৩। প্রাণিদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সেই কোষটির সচিত্র বর্ণনা কর।

নমুনা সমাধান

(১)

(২)
ঐচ্ছিক পেশি : ঐচ্ছিক পেশি কনুই বাঁকা করি তখন উর্ধব বাহুর সামনের দিকের পেশি সংকুচিত হয়ে নিম্ন বাহুকে টেনে বাঁকা করে। যে পেশি আমরা ইচ্ছেম মতো সংকুচিত ও প্রসারিত কর দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে অয়ারি, তাকে ঐচ্ছিক পেশি বলে। মানবদেহে ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি। এ পেশি হাড়ের সাথে লেগে থেকে আমাদের অঙ্গ নড়াচড়া করতে সাহায্য করে। যেমন: মানবদেহের ঐচ্ছিক পেশি দ্বারা কুনই, হাতের কব্জি, ঘাড়, পায়ের হাটু, কোমড় ইত্যাদি।

অনৈচ্ছিক পেশি : আমাদের খাদ্য নালিতে খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করছে অন্ত্রের পেশি। এ ধরনের পেশির উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ যেসব পেশি আমাদের ইচ্ছামতো সংকুচিত হয় না, তাদের অনৈচ্ছিক পেশি বলে। হৃৎপেশি নামে আরেক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি আছে। এ পেশি নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত ও স্বাভাবিক হয়ে দেহের রক্ত সঞ্চালন করছে। শুধু হৃৎপিণ্ড এ পেশি দ্বারা গঠিত। যেমন : অন্ননালী, পাকস্থলী, শ্বাসনালী, মূত্রনালি, হৃদপিণ্ড ইত্যাদি। 

(৩)

প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদব সৃষ্টি করতে পারে তাকে স্নায়ুটিস্যু বা নার্ভটিস্যু বলে। স্নায়ুটিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি। প্রতিটি নিউরন তিনটি অংশ নিয়ে গঠিত। যেমন: (১) কোষদেহ, (২) ডেনড্রন এবং (৩) অ্যাক্সন।

১.এরা দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদব গ্রহনকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। 
২.দেহের কার্যকর অংশ এ উদ্দীপনায় সাড়া দেয়। 
৩.উদ্দীপনা বা ঘটনাকে মস্তিষ্কে ধারণ করে রাখে। 
৪.দেহের বিভিন্ন শরীরবৃত্তিয় কাজের মধ্যে সমন্বয় সাধন  করে।


আরো দেখুন :

৯ম সপ্তাহের নমুনা সমাধান :
৭ম শ্রেণি : বিজ্ঞান
Post a Comment (0)
Previous Post Next Post